কয়েকটি সেরা উবুন্টু বেসড ডিস্ট্রিবিউশন

ওএস হিসেবে উবুন্টু অনেক জনপ্রিয় । কিন্তু মূল ভার্সন ছাড়াও এর উপর ভিত্তি করে আরো অনেকগুলো ওএস তৈরী হয়েছে । আজ রইল এমন ৫টি ।

CrunchBag: এটি হচ্ছে উবুন্টু বেসড সবচেয়ে হালকা (অর্থাৎ কম জায়গা লাগে) ডিস্ট্রিবিউশন। এর অন্যতম ভিত্তি হচ্ছে Openbox window manager এবং GTK+ applications । এটি লাইভ সিডি আকারে পাওয়া যায় । তাছাড়া ইন্সটলার ও আছে । http://crunchbanglinux.org/wiki/about

Fluxbuntu: এটি ও অত্যন্ত হাল্কা ধরনের । এর অন্যতম ভিত্তি হচ্ছে Fluxbox window manager । এটি ব্যবহার অনেক সহজ । ডেস্কটপের যে কোন স্থনে রাইট ক্লিক করেই সম্পর্ন মেনু আক্সেস করা যায় । http://fluxbuntu.org

LinuxMint: এটি সবচেয়ে বেশী ডাউনলোডকৃত উবুন্টু বেসড ডিস্ট্রিবিউশন । এর বিশেষ কিছু বৈশিষ্ট হচ্ছে multimedia সাপোর্ট , Windows Integration , সহজ ইনস্টলেশন, সহজ ফাইল শেয়ারীং , বিশেষ 3D ইফেক্টস ইত্যাদি । http://www.linuxmint.com

OpenGEU: ইতালিয়ান শিল্পী Luca D.M. দ্বারা ডিজাইনকৃত OpenGEU আরেকটি জনপ্রিয় উবুন্টু বেসড ডিস্ট্রিবিউশন । এটি সরলতা ও শক্তি এক অপূর্ব মিশ্রন । Desktop, Laptop এমনকি Virtual Machine এর জন্যও এটি আর্দশ । http://opengeu.intilinux.com

Ubuntu Ultimate Edition: এটি Ubuntu Christian Edition এর উপর ভিত্তি করে তৈরীকৃত । এর মূল বৈশিষ্ট হচ্ছে অসংখ্য প্রিলোডেড সফটওয়্যার । তাছাড়া সহজ ইন্সটলেশন পদ্ধতিও একে জনপ্রিয় করে তুলেছে । http://ultimateedition.info/

সূত্র

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Legal music dl korle lab ki?