আগে স্যাম্পল দেখেন। পছন্দ হলে টিউটোরিয়াল দেখেন:
চেহারাতে মেকআপ না থাকলে অনেক সময়েই ছবি তুললে সেই ছবিতে মুখের অমসৃন ত্বক, ব্রন ইত্যাদি বিকটভাবে ফুটে ওঠে। এরকম ছবি প্রকাশ করতে লজ্জা লাগাই স্বাভাবিক। তাই একটা সহজ মেরামতির কেরামতিতে সেটা ঠিক করা যায় ঠিক উপরের ছবির মত। এটা বিনামূল্যের ওপেনসোর্স সফটওয়্যার GIMP দিয়ে করার কয়েকটা পদ্ধতি আছে। আমি একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি - blur ব্যবহার করে এর আগেও আরেকটা টিউটোরিয়াল দিয়েছিলাম, এটাতে পার্থক্য হল ঘোলা করা লেয়ারটা নিচে রাখতে হবে।
উপরের ছবিটা গুগলে acne face close up সার্চ দিয়ে খুঁজে পাওয়া।
ঠিক আছে, কথা কম বলি - টিউটোরিয়াল দেখেন:
এ থেকে শিখলাম যে ছবি দেখেই প্রেমে পড়া যাবে না। আর দেখা হওয়ার পর গরমে ঘুরতে হবে খুব, যেন মুখের মেকআপ গলে পড়ে যেতে পারে। 😀
আরেকটা ব্যাপার জানলাম: খুব প্রফেশনাল কাজ দরকার না হলে ছোট-খাটো মেরামতি করতে বিনামূল্যের মুক্ত সফটওয়্যার গিম্পই যথেষ্ট।
পূর্বপ্রকাশ: প্রজন্ম ফোরাম ও খিচুড়ী ব্লগ
আমি শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 449 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুগল আমার সম্পর্কে জানে, কাজেই জানতে চাইলে আমার নাম বা ইউজার নামটা দিয়ে গুগল করুন ... :D
TT