আমরা অনেকেই অনলাইন থেকে কিছু ডলার উপার্জন করার জন্য বিভিন্ন ফ্রি লেন্সিং সাইটে নিবন্ধন করে থাকি, তারপর আমরা যে বিষয়ে পারদর্শী সে সম্পর্কিত যে কাজ দেখতে পাই তা পাওয়ার জন্য বিড করি। কিন্তু দেখা যায় যে বেশির ভাগ ক্ষেত্রে যারা এই লাইনে নতুন বা কম পারদর্শী তারা সবচেয়ে কম মূল্যে বিড করেও বায়ার থেকে কাজ পায় না । কারন হিসেবে অনেক কিছু তুলে ধরা যায় যেমন-আপনার মেম্বারশীপ স্ট্যাটাস, আপনার বায়ার রেটিংস্, পি-এম আকর্ষনীয় ভাবে লেখার অনভিজ্ঞতা, আপনার পূর্বের কোন কাজের সেম্পল তুলে না ধরা ইত্যাদি। কিন্তু আজ আমি আজকে আপনাদেরকে এমন একটি সাইট সম্পর্কে জানাবো যা থেকে আপনি আপনার পছন্দমত কাজ করতে পারবেন কোন প্রকার বিড ছাড়াই। সাইটটিতে অনেক ছোট ছোট কাজ পাবেন যা সহজেই যেকোন নতুন ইউজার বা যে কেউ খুব সহজেই কাজ সম্পন্ন করতে পারবেন। সাইটটিকত নিবন্ধন করলেই নিবন্ধন বোনাস হিসাবে পাবেন ১(এক) ডলার।
টাকা উঠাতে পারবেন চারটি পদ্ধতিতে যথা-১) চেকের মাধ্যমে (যখন আপনার Earning ৯ ডলার+ চেক বাবদ ফি ৪.৫০ ডলার হবে তখন টাকা উঠাতে পারবেন), ২) পে-পালের মাধ্যমে (যখন আপনার Earning ৯ ডলার হবে বা ততোধিক হবে তখনই টাকা উঠাতে পারবেন কিন্তু এক্ষেত্রে আপনাকে মোট ডলারের ৬.০০% ফি দিতে হবে), ৩) মানি বুকার্স -এর মাধ্যমে
(যখন আপনার Earning ৯ ডলার হবে বা ততোধিক হবে তখনই টাকা উঠাতে পারবেন কিন্তু এক্ষেত্রে আপনাকে মোট ডলারের ৬.৫০% ফি দিতে হবে), ৪) এলার্ট-পে -এর মাধ্যমে
(এক্ষেত্রেও মানি বুকার্স -এর মত আপনার Earning ৯ ডলার হবে বা ততোধিক হলে টাকা উঠাতে পারবেন উপার্জিত মোট ডলারের ৬.৫০% ফি দিয়ে)। আমি এই সাইটটাতে কাজ করে খুব মজা পাই, আশা করি আপনারাও পাবেন।
*সাইটটিতে রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
****এটা আমার প্রথম টিউন, কোন ভুল ত্রুটি হলে বা আগে ই টিউন করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি কামরুজ্জামান জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেখার প্রচেষ্টায় আছি..........
ধন্যবাদ ভাল তথ্যর জন্য