কিছুদিন পরপরই দেখা যায় সব অনাকাংক্ষিত সব ঘটনা ঘটে যায় যার ফলে নানা রকম দন্দ সৃষ্টি হয় । আমার মনে হয় সকল প্রকার দন্দের মাঝেই কোন না কোন কারন আছে । তবে এই সকল দন্দ অনেকটাই দাবানলের মত ছড়িয়ে পড়ে যা টেকটিউনসের সুনাম নষ্ট করে এবং একজন টিউনারকে অনুৎসাহিত করে । যারা টিউনার আছেন তাদের প্রতি আমার আহবান হল তারা এমন কোন টিউন করবে না যেটার ফলে বিতর্কের সৃষ্টি হয় যেমন ওয়াইম্যাক্স । আর ভিজিটর যারা শুধুমাত্র এই প্রযুক্তির সাইট ভিজিট করে থাকেন তাদের উচিৎ একজন টিউনারকে ভাল কমেন্টের মাধ্যমে উৎসাহিত করা যার মাধ্যমে একজন টিউনার অনুপ্রেরনা যুগিয়ে আরও ভাল টিউন উপহার দিতে পারেন সকলকে । অনেকেই আছেন যারা দন্দের সময় ফ্যাক আইডি খুলে বিব্রতকর আবস্থার সৃষ্টি করে । তারা নিজেদের অনেক চালাক মনে করে কিন্তু তারা আসরে খুব বোকা কেননা যখনই মন্তব্য করে থাকেন তখনই আইপি এডেসটি চলে যায় টিউনারের মেইল এড্রেসে । যাইহোক আমার মনে হয় টেকটিউনসের একটি বিজ্ঞপ্তি দেয়া দরকার যাতে করে যে টিউন নিয়ে বিতর্ক শুধুমাত্র যেন ওই টিউনেই সকল প্রকার মন্তব্য করা হয় । ওই টিউনের বাহিরে যেন কেউ আর কমেন্ট বা টিউন করে আরও বিব্রতকর পরিস্থিতি সৃস্টি না করে । আর সবচেয়ে বড় কথা হল কমেন্ট করার প্রক্রিয়াটি আরও সহজ মানে আগের মত উন্মুক্ত করা হয় ফলে বেশী বেশী কমেন্ট পাওয়া যাবে যা একজন টিউনারকে উৎসাহিত করবে । একজন আদর্শ টিউনার কখনই কোন টিউনের কিছুই গোপন করবে না । যা পরবর্তিতে কোন প্রকার বিতর্কের সৃষ্টি করে । আশা করি টেকটিউনস সবসময়ই নিরপেক্ষতা বজায় রাখবে এবং আমার কথাগুলো চিন্তার সাথে বিবেচনা করবে । যদি টেকটিউনসে এই কথাগুলো অবান্তর মনে হয় তাহলে টেকটিউনসের নিজের ক্ষমতার টিউনটি পেন্ডিং করবে । আশা করি সকলেই এই কথাগুলোর গুরুত্ব উপলব্ধি করবেন । সকলকে ধন্যবাদ ..........................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
চিন্তার বিষইয়………………।।