টেকটিউনসও আশা করি আমার এই মতের সাথে একমত হবে

কিছুদিন পরপরই দেখা যায় সব অনাকাংক্ষিত সব ঘটনা ঘটে যায় যার ফলে নানা রকম দন্দ সৃষ্টি হয় । আমার মনে হয় সকল প্রকার দন্দের মাঝেই কোন না কোন কারন আছে । তবে এই সকল দন্দ অনেকটাই দাবানলের মত ছড়িয়ে পড়ে যা টেকটিউনসের সুনাম নষ্ট করে এবং একজন টিউনারকে অনুৎসাহিত করে । যারা টিউনার আছেন তাদের প্রতি আমার আহবান হল তারা এমন কোন টিউন করবে না যেটার ফলে বিতর্কের সৃষ্টি হয় যেমন ওয়াইম্যাক্স । আর ভিজিটর যারা শুধুমাত্র এই প্রযুক্তির সাইট ভিজিট করে থাকেন তাদের উচিৎ একজন টিউনারকে ভাল কমেন্টের মাধ্যমে উৎসাহিত করা যার মাধ্যমে একজন টিউনার অনুপ্রেরনা যুগিয়ে আরও ভাল টিউন উপহার দিতে পারেন সকলকে । অনেকেই আছেন যারা দন্দের সময় ফ্যাক আইডি খুলে বিব্রতকর আবস্থার সৃষ্টি করে । তারা নিজেদের অনেক চালাক মনে করে কিন্তু তারা আসরে খুব বোকা কেননা যখনই মন্তব্য করে থাকেন তখনই আইপি এডেসটি চলে যায় টিউনারের মেইল এড্রেসে । যাইহোক আমার মনে হয় টেকটিউনসের একটি বিজ্ঞপ্তি দেয়া দরকার যাতে করে যে টিউন নিয়ে বিতর্ক শুধুমাত্র যেন ওই টিউনেই সকল প্রকার মন্তব্য করা হয় । ওই টিউনের বাহিরে যেন কেউ আর কমেন্ট বা টিউন করে আরও বিব্রতকর পরিস্থিতি সৃস্টি না করে । আর সবচেয়ে বড় কথা হল কমেন্ট করার প্রক্রিয়াটি আরও সহজ মানে আগের মত উন্মুক্ত করা হয় ফলে বেশী বেশী কমেন্ট পাওয়া যাবে যা একজন টিউনারকে উৎসাহিত করবে । একজন আদর্শ টিউনার কখনই কোন টিউনের কিছুই গোপন করবে না । যা পরবর্তিতে কোন প্রকার বিতর্কের সৃষ্টি করে । আশা করি টেকটিউনস সবসময়ই নিরপেক্ষতা বজায় রাখবে এবং আমার কথাগুলো চিন্তার সাথে বিবেচনা করবে । যদি টেকটিউনসে এই কথাগুলো অবান্তর মনে হয় তাহলে টেকটিউনসের নিজের ক্ষমতার টিউনটি পেন্ডিং করবে । আশা করি সকলেই এই কথাগুলোর গুরুত্ব উপলব্ধি করবেন । সকলকে ধন্যবাদ ..........................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চিন্তার বিষইয়………………।।

Level 0

ami ekmot

আমিও দন্দ চাই না। তাই ঐ রকম টিউন দেখলে মন্তব্য করি না।

Level 0

পাইরেসীর বিরুদ্ধে কেন যাব….আপনাগো একটা উদাহরন দেই বুজে যাবেন….উইনডোজ 7 পাবেন ৩০০০ টাকায় অরিজিনালটা আর পাইরেটেড টা পাবেন বেশী বললে ১০০ টাকায়…এখন আপনারাই চিন্তা করেন কোনটা কিনবেন…আমাগো এলাকায় ১দিন যোগালী গিরী করলে দেয় ১২০ টাকা…আমার অবস্থাত আরো খারাপ আমি একজন সম্মানিত বেকার।আমার দৃষ্টিকোন থেকে অরিজিনাল জিনিস আমাদের জন্য না…তবে হে যদি ঐসব কোম্পানী আমাদের বাজেটে সফটের রেইট দেয় তখন না হয় পাইরেসীর বিরুদ্ধে যাব।ভূল হলে ক্ষমা করবেন।

    Level 0

    ভাই প্রসঙ্গের সাথে আপনার কমেন্ট ঠিক কতটা মানানসই বুঝতে পারলাম না…..
    ব্যাপারটা আর একটু ক্লিয়ার করবেন কি….???

    reza123 ভাই আমি বুঝতে পারছি আপনার ক্ষোভটা এবং আমিও আপনার সাথে সম্পূর্নভাবে একমত ।

Level 0

টেকটিউনস-এ সবার বুঝা দরকার, ক্যাচাল করলে তো নিজেদেরই লছ…..
আশা করি সবাই বিষয়টি মাথায় রাখবে….

Level 2

হাসিব ভাই আমিও সুন্দরের পূজরী দন্দ সংঘাত একদম সহ্য করতে পারি না আমি চাই টেকটিউনস হোক সুখী প্রযুক্তি প্রেমীদের আড্ডাখানা যেখানে আমাদের সকলের সাথে সকলের একটা মধুর সম্পর্ক বিরাজ করবে।

হাসিব ভাই একবার দন্দ সংঘাত শুরু হলে তা নিয়ে বিভিন্ন টিউনারগন একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করে যে টিউনগুলো করে অন্যান্য ভাল টিউন গুলোকে আরাল করে দেয় । এ বিষয়ে কতৃপক্ষের নজর দেওয়া উচিত।

সকলের দৃষ্টি আকর্ষণ! টেকটিউনসে উৎসব !!!!! লিংক https://www.techtunes.io/reports/tune-id/13252/ টিউনটির ব্যপারে সকলের সাহায্য প্রত্যাশা করছি।

Hasib vai amio apnar sathe 100000% …………………………………………. ekmot ……………….

হাসিব ভাই আপনার সাথে আমি একমত । বিতর্কের সৃষ্টি হয় কোথায় থেকে যদি কেউ টিউন করে ,কিছুটা গোপন করে বলে যে গোপনিয় পাসওয়াড বা সফটওয়ার লাগলে মেইল করুন , কিনতু একজন পাটক বা ভিজিটর বা টিউনার কমেন্ট করে বলে ভাই আমার লাগবে আমাকে দিন , কিনতু ঐ পাটক বা ভিজিটর বা টিউনার দিনের পর দিন মেইলের আশায় বসে থাকে ,যদি নাই দিবেন তাহলে কেন বললেন মেইল আইডি দেন মেইল করে দেব ।ঐ কাজ থেকে বিরত থাকলে আর কোন বিতর্কের সৃষ্টি হবেনা ,শুধু গান আর আননদ , মাঝে মাঝে কুরমা পুলাও খাও । তখন দেখবে টিউনারকে ভাল কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবে সবাই । আমরা বাঈলি এসো হাতে হাত রাখি শপত করি আর নয় দন্দ টেকটিউনিসের আননদ ।

Level 0

আমি টেকটিউন ৩.০ চাই।আপনাদের শুনতে খারাপ লাগতে পারে।কিন্তু আমি আসলেই এটা চাই।আর কেন তা আমি ইতিমধ্য টেকটিউন কর্তৃপক্ষকে জানিয়েছি।আর এতে আমি কিছু বিশেষ সুবিধা প্রত্যাশি।যা সকলেরই ভালো লাগবে।আর আমি যে সুবিধা গুলো প্রত্যাশি তা যদি টেকটিউন কর্তৃপক্ষ করে তবে টেকটিউনে কোন প্রকার সমস্যা হবে না বলেই আমার বিশ্বাস।

আমি হাসিব ভাইয়ার সাথে একমত । টিউনার দের টিউন করার সময় সব দিক বিবেচনা করে টিউন করা উচিত। ধন্যবাদ সবাইকে।