উবুন্টুতে সহজেই ইউ-টিউব ভিডিও ডাউনলোড করা যায় । এর জন্য টারমিনালে যেয়ে লিখুন :
sudo apt-get install youtube-dl ffmpeg
এবার আপনার পাসওয়ার্ড চাইলে তা দিন । কিছুক্ষণ অপেক্ষা করুন ও নিচের কোডটি প্রবেশ করান :
youtube-dl -o name.flv “http://www.youtube.com/watch?v=EjN5avRvApk”
এখানে name.flv এর name এর স্থানে যে নামে ফাইলটি সেভ করতে চান তা লিখুন ও watch?v= এরপর কাংক্ষিত ভিডিওর কোডটি দিন ।
এবার ভিডিওটি .avi তে কনভার্ট করতে লিখুন
ffmpeg -i name.flv name.avi
যথারীতি name এর স্থানে যে নামে ফাইলটি সেভ করতে চান তা লিখুন ।
বিস্তারিত: http://cyberfi.co.tv/download-you-tube-videos-on-ubuntu/উবুন্টুতে সহজেই ইউ-টিউব ভিডিও ডাউনলোড করা যায় । এর জন্য টারমিনালে যেয়ে লিখুন :
sudo apt-get install youtube-dl ffmpeg
এবার আপনার পাসওয়ার্ড চাইলে তা দিন । কিছুক্ষণ অপেক্ষা করুন ও নিচের কোডটি প্রবেশ করান :
youtube-dl -o name.flv “http://www.youtube.com/watch?v=EjN5avRvApk”
এখানে name.flv এর name এর স্থানে যে নামে ফাইলটি সেভ করতে চান তা লিখুন ও watch?v= এরপর কাংক্ষিত ভিডিওর কোডটি দিন।
এবার ভিডিওটি .avi তে কনভার্ট করতে লিখুন
ffmpeg -i name.flv name.avi
যথারীতি name এর স্থানে যে নামে ফাইলটি সেভ করতে চান তা লিখুন ।
বিস্তারিত: http://cyberfi.co.tv/download-you-tube-videos-on-ubuntu/
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
সহজ আরেকটি পথ আছে। একটু আগেই এটা টেস্ট করে দেখেছি।
ভিডিও দেখা হলে ব্রাউজার মিনিমাইজ করে (বন্ধ করবেন না) /tmp ডিরেক্টরিতে গিয়ে Flash… নামক ফাইলটাকে টান দিয়ে ডেস্কটপে (বা অন্যকোথাও) নিয়ে আসুন। ঐটাই সেই ভিডিও!!
তথ্যসূত্র: http://ubuntuforums.org/showthread.php?t=547848