ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সোসাইটি'র যৌথ উদ্যোগে আগামী ৭ই এপ্রিল ২০১২ইং শনিবার টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরবার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে "পেঙ্গুইন মেলা - ২০১২"।
আয়োজনের মূল উদ্দেশ্য -- উন্মুক্ত সফটওয়্যার এবং প্রযুক্তির প্রসার ও ব্যবহার নিশ্চিত করতে আগ্রহী সকল ছাত্র-শিক্ষক-জনতা এবং প্রযুক্তিপ্রেমীকে সচেতন করে তোলা। আয়োজনের প্রথম পর্ব সকাল ১০টা থেকে শুরু হয়ে আলোচনা অনুষ্ঠান, মত বিনিময় এবং দর্শকদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে দুপুর ১টা অবদি চলবে।
দ্বিতীয় পর্বে বিকাল ৩টা থেকে শুরু হবে "জিএনইউ/লিনাক্স ইনস্টল ও ব্যবহার সহযোগীতা সেবা - ২০১২”। বিকাল সাড়ে ৫টা অবদি আয়োজনে আগ্রহীদের পছন্দ মতো জিএনইউ/লিনাক্স ডিস্ট্রো তাদের নেটবুক, ল্যাপটপ ও ডেস্কটপ এ বিনামূল্যে ইনস্টল করে দেয়া হবে। একই সাথে জিএনইউ/লিনাক্স ডিস্ট্রো ব্যবহার সংক্রান্ত কোন সমস্যার সমাধান দেয়া হবে।
এছাড়াও থাকবে লিনাক্স মিন্ট ১০(জুলিয়া), ১১(ক্যাটিয়া) ও ১২(লিসা) এবং উবুন্টু ১০.১০(ম্যাভেরিক মিরক্যাট), ১১.০৪(ন্যাটি নারহোয়েল), ১১.১০(অনেরিক অসেলট) এবং নপিক্স ৬.৭ ইত্যাদি আগ্রহীদের নিজের পছন্দের মিডিয়া/সিডি/ডিভিডিতে নেবার সুযোগ।
আমি ইলিয়াস আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 396 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইলিয়াস আহমেদ, তথ্য প্রযুক্তি ভালবাসি.নিজেকে সবসময় তথ্য প্রযুক্তির মাঝে ডুবিয়ে রাখতে চাই, আশাকরি আপনাদের মাঝে নিয়মিত থেকে অনেক কিছু জানাতে এবং জানতে পারব ।
আমাদের এলাকায় হবে জেনে ভাল লাগল