***********সকলকে স্বাগতম জানাচ্ছি আমার প্রথম টিউনে**************
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?
আমি একজন প্রোফেসনাল ফ্রিলাঞ্চার। অনেক দিন ধরেই বেশ চিন্তায় ছিলাম, কারন বাংলাদেশি, ইন্ডিয়ান, ফিলিফাইনি ও পাকিস্তানিরান কম রেটে কাজ করে ওডেস্ক এর মার্কেট এর যে হাল করছে তাতে হয়তো আর ভাল রেটে কাজ পাওয়া সম্ভব হবে না। কিন্তু এখন এ বিষয়ে চিন্তার দিন শেষ। গত রাতে ওডেস্ক থেকে একটি মেইল পাই। যাতে লিখা ছিল, New minimum hourly rate beginning from November 15. অবশেষে অনেক তালবাহানার পর ওডেস্ক এবার ৩ ডলার প্রতি ঘণ্টা মিনিমাম রেট করতে যাচ্ছে। এখন সকল ফ্রিলাঞ্চারাই ন্যায্য মূল্য পাবে।
ওডেস্কের এ উদ্যোগের ফলে নতুন যারা আছেন তারাও কাজের সুযোগ পাবেন, এবং বেশিরভাগ ফ্রীল্যান্সার যারা ৩ ডলার এর নিচে কাজ করছেন তাদের রেট বাড়বে এবং এর ফলে ফ্রিলাঞ্চারা লাভবান হবে। এতে করে পুরো মার্কেট থেকে স্প্যামিং অনেকটাই কমে যাবে।
আর এর ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন যারা কয়েক বছর ধরে ১-২ ডলার রেটে ডাটা এন্ট্রির কাজ করছেন।এডমিন সাপোর্টে কাজের রেট খুবই কম তাই এই সেক্টরেও মিনিমাম ৩ ডলার প্রতি ঘণ্টা রেট করে দেয়া হবে। এতে করে সবাই ভাল মানের আয় করতে পারবেন।
তাই, সবশেষে বলা যায় শুধু লো রেটে বিড করার দিন শেষ। সবাই ১৫ নভেম্বর থেকে ওডেস্ক এ মিনিমাম ৩ ডলার রেটে কাজ করতে পারবেন।
সকলেই প্রস্তুত থাকুন আর ঘুরিয়ে বিড করুন। ইনশা আল্লাহ। সফল আপনি হবেনই।
এটি আমার প্রথম টিউন। তাই সকলে টিউমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগবে।
আমি আবু হাসান রুমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কামের জিনিশ করছে ভায়া । 😀