প্রশ্ন রাখছি ওডেস্ক ও এস ই ও বড় ভাইদের প্রতি আশা করি নিরাশ হবনা।

আসসসালামুয়াইকুম ,কেমন আছেন বড়ভাইয়ারা আশা করি ভালই আছেন। কিছু জানার ইচ্ছা নিয়ে আজকে আমার  টিউন।

বড় ইচ্ছা ফ্রিল্যান্সার হয়ে ইনকাম করব,সেই সুবাদে অনেক আগেই ওডেস্ক এ এ্যাকাউন্ট খোলা ছিল,কিছু দিন আগে প্রোফাইল ১০০ % করলাম, প্রায় ১ মাস আগে এস ই ও কাজ শিখলাম,এখন ওডেস্ক এ বিড করছি কিন্তু বায়ার নক করেনা,যেহেতু আমি নতুন তাই আমার অনেক ভুল হচ্ছে বলে আমার ধারনা ,অনেক কিছু শিখার আছে আপনাদের কাছে।

আশা করি নিচের প্রশ্ন দুটির উত্তর দেবেন।

১। বায়ার যদি আমাকে ইন্টারভিউ নেয়ার জন্যে ডাকে তাহলে আমাকে কি প্রসঙ্গে কি প্রশ্ন করতে পারে।

২। আমি বায়ারের কাছে থেকে কি প্রশ্ন করে কোন জিনিস চেয়ে নেব ।

বিরক্ত হলেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারন আমি নতুন।

আপনাদের পরামর্শের অপেক্ষায় রইলাম। 😥

Level 0

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি প্রথমে কী করবেন, কীভাবে কাজ করবেন?? এইসব বিষয় নিয়ে জিজ্ঞাসা করতে পারে। তাছাড়া অন্যান্য কাজের জন্য Skype এর মাধ্যমে যোগাযোগ করতে হবে।

https://www.facebook.com/groups/odeskhelp/
এই গ্রুপে জয়েন করে files সেকশনে যান। ঐখানে অনেক ডকস , ইবুক পাবেন। একটু ধৈর্য নিয়ে পড়ুন। সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

এই লিঙ্কে ঘুরে আসুন
https://www.techtunes.io/odesk/tune-id/219614

Vai bes kicudin kajer jonno try korsi but notun dekhe keu kaj deyni pore hal chere diye Adsense niye kaj suru korlam..dekha jak ki hoy ??

Google Adsese account karo proyojon hole contact korte paren :01737549011

ভাই আমাকে বায়ার মেসেজ করছে কিন্তু জব দিচ্ছে না। এই মাসে আমাকে ৫ জন বায়ার মেসেজ করেছে কিন্তু কেউ হায়ার করে নাই। প্রবলেম টা কিভাবে সলভ করব বলবেন প্লিজ।