আমার একটা ওডেস্ক আইডি আছে। কিন্তু অনেক দিন হল তেমন ব্যাবহার করা হয় না। তবে ইদানিং কালে কিছু কাজ শিখে কিছু কাজ পাওার চেস্টা করছি। জদিও এখনও কোন কাজ পাইনি কিন্তু কোন উল্টাপাল্টা কাজ করে কষ্ট করে গড়া আইডিটা নষ্ট করার কোন চেষ্টা করি নাই। এক কথা সাবধানে আস্তেধীরে এগিয়ে যাবার চেস্তায় আছি। কিন্তু আজকে দেখলাম সেটা দেখে অদেস্ক সম্পরকে আমার ধারনা কিছুতা হলেও খারাপ হয়ে গেছে। আজ সকালে ঘুম থেকে উথে মেইল চেক করলাম দেখি একবায়ার আমাকে ইন্টারভিউ নেয়ার জন্য আমন্ত্রন জানিয়েছেন। ভাল কথা। ঝটপট ওডেস্কে লগিন করে নোটিফিকেশন চেক করতেই আমার চোখদুটকে বিশ্বাস করতে পারলাম না। কেন সেটা আপ্নারাই দেখুন ঃ
চিন্তা করেন হারামজাদা বায়ার জব টাইটেলে কিসের কাজের কথা বলে আর ভিতরে কিসের কাজ করতে বলে। আমি ডেটাবেসের কাজ জানি না আর তাই এই কাজের জন্য বিড করে আমার জব কোটা নষ্ট করি নাই। এমন পাবলিকরে কি করতে ইচ্ছা করে আপ্নারাই বলুন।
আরও আছে। কয়েক দিন আগে এক জবের টাইটেলেদেখালাম বায়ার নাকি WordPress সাইটে কাজ করাইতে চায়। করলাম এপ্লাই। বায়ার ইন্টারভিউতে আমাকে কিবলে দেখেন ঃ
তিনি আমাকে আমাকে যে সাইটে কাজ করার জন্য বলেছেন, (www.type***t.biz) সেখানে গিয়ে দেখি সেটা কোন WordPress সাইট নয় বরং একটা ক্যাপচা এন্ট্রি সাইট। চিন্তা করেন এমন হইলে কেমন লাগে । আগে তো জানতাম যে, কিছু বাংলাদেশিদের অতি অল্প রেটে কাজ করার জন্য ওডেস্কের ইমেজ নাকি নষ্ট হয়েছে। আর আজকাল যা দেখছি তাতে তো মনে হয় ওডেস্কের বাজার নষ্ট করার ব্যাপারে এইসব ভদ্রলক বায়ার রা বাংলাদেশি অতি সস্তা ওয়ারকারদের থেকেও দুই ধাপ এগিয়ে আছে। বাংলাদেশিরা আর যাই হোক কাজ করে পয়সা রোজগার করে। এক কাজের কথা বলে পরে আরেক কাজ করার জন্য বলে না।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার টিউন পড়ার জন্য। আল্লাহ হাফেয।।
আমি newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 807 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমেই আমার সালাম নেবেন। আমার টিউন গুলো পড়ার জন্য আর TT এর সাথে থাকার জন্য পানাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে উপদেশ দেয়ার কোনো যোগ্যতা আমার নাই। তাই আমার টিউনগুলোকে নিতান্তই পরামর্শ হিসেবে দেখবেন আশা করি। আমি পড়ালেখা শেষ করে এখন জীবন যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি আর এর জন্য আপনাদের সবার...
ভালো তো ,ভালো নাহ? 😀 😀