আসসালামুয়ালায়কুম ওয়ারহ মাতুল্লাহ
আমার বিগত পোস্ট গুলোতে আমি উল্লেখ করেছিলাম আউটসোরসিং কেন করবেন এবং কিভাবে শুরু করবেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু শুধু না জেনে ইন্টারনেট ঘাঁটলেই আপনি জানতে পারবেন না যে কথায় কাজ করবেন, কিভাবে করবেন। মুলত অনলাইনে কিছু নির্দিষ্ট সাইট/ মার্কেটপ্লেস রয়েছে যেখান থেকে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন। ওডেস্ক হচ্ছে এদের মধ্যে অন্যতম। এর আগেও হয়ত আপনি ওডেস্ক সম্পর্কে শুনেছেন। কিন্তু এটা কি তা জানেন না অথবা জানলেও প্রচুর আগ্রহ থাকা সত্তেও সঠিক দিক-নির্দেশনের অভাবে কাজ করতে পারছেন না। আমি শুধু ওই সমস্ত নতুন ভাই বোনদের জন্যই ওডেস্ক সম্পরকেই লিখবো। মনোযোগ সহকারে পড়বেন,অনেক উপকারে আসবে। আর আপনার উপকারে আসলে আমার ভাল লাগবে।
ওডেস্ক কি?
ওডেস্ক হচ্ছে এমন একটা জায়গা যেখানে কাজ দেয়া নেয়া হয়। এটি একটি মার্কেটপ্লেস আর খাস বাংলায় এটাকে কাজের বাজারও বলতে পারেন (নো প্রবলেম). তবে মনে রাখবে ওডেস্ক অথোরিটি নিজে কাউকে কাজ দেয় না। ইতোমধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, আমি যদি ওডেস্ক এ যোগ দিই তাহলে কি আমাকে কাজ দিবে? আমি আবারো বলছি ওডেস্ক নিজে আপনাকে কাজ দিবে না কখনই। আর মনে রাখবেন, ওডেস্কে ২ ধরনের মানুষের আনাগোনা। এক ধরনের মানুষ যারা কাজ দেয় আর এক ধরনের মানুষ আছে যারা ওই সমস্ত কাজ গুলো করে দেয়। তার মানে বোঝা যাচ্ছে, ওডেস্কে আপনার আমার মতই মানুষেরা কাজ দেয় যাদেরকে আমারা বলি ক্লায়েন্ট বা বায়ার। আর আমরা যারা ওই সমস্ত কাজ গুলো করে দিই তাদেরকে বলা হয় কন্ট্রাক্টর। কাজ করে দেয়ার মাধ্যমে আমরা এর মুজুরি পেয়ে থাকি বায়ারের কাছ থেকে। ব্যপারটা আরেকটু সহজ করতে একটা উধাহরণ দিই (সাথেই থাকুন). আমরা অনেকেই প্রাইভেট টিউশনি করি। বর্তমানে এইটা পাওয়া অনেক কঠিন। কিন্তু আমার দরকার, তাহলে আমার করনীয় কি? একটা প্রাসঙ্গিক মিডিয়ার কাছে যাব, সেখানে ফ্রম পূরণ করে সদস্য হতে হয়। যেখানে আপনার পুরো জীবন-বিত্তান্ত এবং যোগ্যতাসমূহ উল্লেখ থাকবে। যার উপর নির্ভর করবে আপনি কোন ক্লাসের স্টুডেন্ট পড়াতে পারবেন। এরপর টিউশনিতে যোগ দান করার পর একটা নির্ধারিত সময়ে বেতন পাবেন। এবং আপনি যেহেতু মিডিয়ার কল্যাণে কাজটি পেয়েছিলেন তাই আপনার পাওয়া বেতনের টাকা থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেস মিডিয়াকে দিতে হবে। এটাই মিডিয়ার লাভ। এভাবেই চলছে মিডিয়াগুলো। এরূপ আপনার যোগ্যতা অনুযায়ী ওডেস্কে আপনি কাজ পাবেন। ধরুন আমার যোগ্যতা, আমি ইংরেজিতে ভাল তাই আর্টিকেল লেখার যোগ্যতা আমার আছে, তাই বলে ওয়েব ডেভেলপমেন্ট এর মত বড় ধরনের কাজ গুলোতে আপনি কখনই কাজ পাবেন না। আগে আপনি যোগ্যতা অর্জন করুন এরপর আবেদন করুন পছন্দনীয় কাজে। আর এই কাজ পেতে সাহায্য করবে ওডেস্ক এবং বিনিময়ে এর বিনিময়ে আপনার আয়ের ১০% ফী ওডেস্ক কেটে রাখবে। আপনার এই আয়ের টাকা দিয়েই চলে ওডেস্ক। তাই তাই ওডেস্ক চায় তার সাইটের সব কাজ যেন সাকসেস হয়। এতে তার আয়ের পরিমান বাড়বে। তার মানে আপনাকে কাজ করতে সর্বচ্চো সুবিধা পাবেন ওডেস্ক থেকে।
হাঁ আপনি তো বুঝেই গেছেন কেন ও কিভাবে আপনি কাজ পাবেন। কি বুঝতে পারেন নি এখনো! ঐ যে
বললাম যোগ্যতা। ধরেন আপনি ওডেস্কে নীতিমালা অনুসরণ করে এর ফর্ম পূরণ করলেন, যা ১০০% ফ্রি। এবং জবে আপ্লাই করা আরম্ভ করলেন, তাহলেই কি কাজ পেয়ে যাবেন? হুহ, এত সহজ!!!
এতই যদি সহজ হত তাহলে এতদিনে পৃথিবীর সব মানুষ গুলো এই কাজই করতো এবং ঘুমাতো টাকার বিছানায় (ভুল বললাম কি?). হতাশ হবেন না দয়া করে, আরে ভাই ভুলে যাচ্ছেন কেন ওডেস্ক তো অপেক্ষা করছে আপনার জন্যই! ভাবছেন তাহলে আমার করনীয় কি? প্রোফাইলটা ১০০% কমপ্লিট করুন।
কিভাবে ১০০% প্রোফাইল কমপ্লিট করবো?
ওডেস্কের নীতিমালা অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে। এখন একটু ভাল করে পরে দেখুন, তাহলেই বুঝবেন কোনটার পর কোনটা করতে হবে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি। সাধারণত এইগুলি কমপ্লিট করলেই ১০০% প্রোফাইল কমপ্লিট।
আর কিছু আছে কিনা সেইটা এখন মাথায় নাই, যদি থাকে জানাবেন।
পোর্টফলিও কি? কিভাবে যোগ করবো?
পোর্টফলিও বলতে আপনার কাজের সেম্পল গুলোই বুঝায়। আপনি যে উল্লেখিত কাজে পারদর্শী এটা বায়ার বুঝবে যদি পোর্টফলিও থাকে। এটা আপনার ওডেস্কের প্রোফাইলে সংযুক্ত করতে হয়। ধরেন, আপনার নিজের একটা ব্লগ আছে, যেইখানে আপনি নিজের মত কাজ করেন। সেই ব্লগ এর লিঙ্ক টা দিতে পারেন পোর্টফলিও তে। এখন প্রশ্ন জাগতে পারে কেন করবো? আচ্ছা আপ্নারাই বলুন, যার ভালো সেম্পল আছে সে কোয়ালিফাইড, নাকি যার নাই সে? এই পোর্টফলিও গুলো বায়ার কে বুঝতে সাহায্য করে, যে আপনি কাজ জানেন, এবং এর আগে ও অনেক করেছেন; কিন্তু ওডেস্কে নতুন বলে এখনও কাজ করা হয়ে উঠে নাই। তার মানে আপনার সম্পর্কে বায়ারের ধারনা আগের থেকে অনেক ক্লিয়ার হয়ে গেল। তাই নয় কি? তাই বেশি বেশি নিত্য নতুন কাজ শিখুন, এবং এক্সপারট হউন ঐ বিষয়ের উপর। ঐ গুলাই সেম্পল হিসেবে পোর্টফলিও তে দিয়ে দিন। অনেক এগিয়ে যাবেন, যারা নতুন তাদের থেকে।
প্রথম জবে কিভাবে বিড করবেন?
জবে বিড করার আগে দেখুন আপনার প্রোফাইল ১০০% কমপ্লিট কিনা! যদি হয় তাহলে বিড করতে যাবেন। কিভাবে করবো? জব পোস্ট ভাল করে পড়বেন। তারপর বায়ারের চাহিদামাফিক লিখবেন ওখানেই বায়ারকে বুঝাতে চেষ্টা করুন যে, আপনি কেন এই কাজের জন্য যোগ্য, কতসময় লাগবে এবং কত টাকার মধ্যে করে দিতে পারবেন ইত্যাদি ইত্যাদি। তাই সম্পূর্ণ নিজের ভাষায় ও কোন প্রকার কপি-পেস্ট ছাড়াই একটা ভাল কভার লেটার লিখবেন। দরকার হলে আপনার আগের কাজের লিঙ্ক দিয়ে দিন চেক করার জন্য। আপনার কাজ যদি বায়ার কে খুশি করতে পারে, তবে কাজ টা পেয়েও যেতে পারেন।
আরও কিছু কথাঃ (জেনে রাখা উত্তম)
আপনি যেহেতু নতুন তাই আগে ছোট ছোট কাজ করে নিজের ফিডব্যাক বাড়ান এবং প্রোফাইলটিকে চাঙ্গা করুন। বিড করার সময় অবশ্যই অর্ধেক রেটে বিড কইরেন। যেমন, আপনি নতুন, আর কাজের জন্য পারিশ্রমিক চান প্রফেশনালদের মত, তাইলে কি হবে? নিজেই চিন্তা করে বলুন। (জেনে রাখা উত্তম)
আরেকটা কথা না বললেই নয়, আমরা যেমন এই ভেজালের দুনিয়ায় বাস করছি তেমনি ওডেস্কের মাঠেও নেমে গেসে কিছু ভন্ড। এদের কে এরিয়ে চলতে চেষ্টা করুন। কিভাবে চিনবেন? খুব সোজা, দেখবেন এরা জব পোস্ট করেছে ২৫-৩০ টা অথচ ১ জনকেও হায়ার করে নি, কোন ডলার খরচ করেনি এখন কিংবা পেমেন্ট মেথড নট ভেরিফাইড। সেই সব জবে বিড না করাই উত্তম। তো এদের কাজের ইতিহাস দেখবেন কোথায় (এটাই ভাবছেন তো?) জবে এপ্লাই করার আগে ডান পার্শে, নিচে তাকান, দেখবেন বায়ারের যাবতীয় সব ইনফমেশন চোখে পরবে। আপনার সুবিধার জন্যই ওডেস্ক এই ব্যবস্থা করে রেখেছে।
শেষ দিকের কিছু কথা। (না বললেই না।)
কাজের ফাকে আপনাদেরকে একটু সাহায্য করার জন্য টিউন লেখার চেষ্টা করি। আপনাদের যদি বিন্দু মাত্র উপকারে আসে আমাকে মেইল করে জানাবেন অথবা এখানে কমেন্ট করতে পারেন। আপনাদের সুন্দর সব কমেন্ট আমাকে দিবে আরও টিউন লেখার অনুপ্রেরণা। ওডেস্ক সম্পর্কে আর বিস্তারিত জানতে এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আশা করি আরও অনেক জানতে পারবেন।
আমি মহাম্মদ দেলোয়ার হোসাইন বাপ্পি। নিজে টুকটাক জানতে চেষ্টা করছি কারণ আমি জানি জানার কোন শেষ নাই। আর চেষ্টা করি সবার মাঝে তা ছড়িয়ে দিতে। দোয়া করবেন আমার জন্য। আশা করি আপনারাও সফলতা পাবেন এখানে। কাজ করবেন, আয় করবে ইচ্ছে মত, দেশে আনবেন বৈদেশিক মুদ্রা। ইনশাল্লাহ এভাবেই এগিয়ে যাব আমরা সাথে আমাদের প্রিয় বাংলাদেশ।
ধন্যবাদ।
আমি বাপ্পি চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks …NICE POST