আজকে আপনাদের সাথে আমার অনলাইন আয় রোজগার নিয়ে কিছু কথা শেয়ার করব। হয়তো আমি আপনাদের মতো ভাল করতে না পারলেও, যা হচ্ছে তাতে আমি সন্তুষ্ট। আর আমি যত সহজ কাজ করি সে অনুযায়ী যথেষ্ট বলেই আমার মনে হয়।
আমি গত ফেব্রুয়ারী থেকে http://www.odesk.com এ কাজ করা শুরু করি। এখনও করছি । গত জুলাই ২০১১ তে চাকরী ছেড়ে দিয়ে এটাতে ফুল টাইম সময় দিচ্ছি। বর্তমানে মাত্র একটা কাজ করছি, আরো একটা কাজ যোগার করার চেষ্টা করছি।
আমার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় নামক থানায়। আমার এই রোজগাড় আমি হয়তো আরো কয়েকগুন বাড়াতে পারতাম যদি আমার এলাকায় ইন্টারনেট এর গতি মিনিমাম ১এম.বি.পি.এস পেতাম। আমি কযেক মাস গ্রামীন ব্যবহার করেছি কিন্তু স্পিড আর খরচের দিক থেকে রবি ইন্টানেট সেবাটা আমার ভাল লেগেছে যে কারনে এখন রবির ৩জিবি প্যাকেজ ব্যাবহার করছি। মাসে আমার প্রায় ৬জিবি লাগছে বর্তমানে।
প্রতি সপ্তাহে আমার আয় ১২৫ইউ.এস.ডি আর গত ফেব্রুয়ারী থেকে এই পর্যন্ত ২৭০০+ ইউ.এস.ডি।
নিচের স্ক্রিণ সট দিলাম----
আমাদের সরকার যদি এই ফ্রিল্যান্সিং টার উপর একটু সদয় দৃষ্টি দিত তাহলে আমার মনে হয় দেশের বেকার সমস্যা অনেকাংশে লাঘব হয়ে যেত।
আমার জন্য দোয়া করবেন সবাই।
আমি dhruba। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ফ্রিল্যান্সিং করতে চাই।আপনি কোন কাজ করছেন ওয়েব ডেভেলাপিং না গ্রাফিক্স ডিজাইন?