সবাইকে শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছায় মিষ্টি খাওয়াতে মন চাচ্ছে!! আমি আজ অডেস্কে বিড করে কাজ পেলাম।
আমি আজকে ২০১৩ সালের প্রথম দিনে অডেস্কে কাজ পেলাম এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে? যদিও কাজটা অনেক ছোট অংকের ।
আজই অনেক দিন পর বিড করলাম।
তার আগে আমি ফিভার ডট কম এ কাজ করার অভিজ্ঞতা নিয়ে আমি প্রথম বিডেই কাজ পেলাম।
আমি মনে করি টেকটিউন্সের অনেক অবদান আছে।
আমি মনে করি সবার (যারা নতুন কিন্তু ফ্রিলান্সিং করে আয় করতে চান তাদের জন্য বলছি )অডেস্ক, ফ্রিলান্সার,ইলান্সার এর মত কাজ না করে ফিভার,মিনিটওয়ার্কার এর মত ছোট ছোট মার্কেট প্লেসে কাজ করে অভিজ্ঞতা অর্জন করা উচিত।
তার পর অনায়াসে আপনারা কাজ করতে পারবেন ।
আমি মনে করি, কাজ ও নিয়ম কানুন না জেনে শুধু বিড করে স্পামিং করে বাংলাদেশ কে আর লজ্জা দিবেনা।
আমাদের যেন না শুনতে হয় বাংলাদেশি কনট্রাক্টর ইজ নট এলাউড ফর দিজ প্রোজেক্ট!! আমি সময় ছোট মার্কেট প্লেস সম্পর্কে লিখব।
আজ ও বিড করার আগে ইংলিশ ইউএস স্পেলিং টেস্ট এ ৪.৫ পেয়ে পাশ করার পর-ই বিড করে কাজ পেলাম।
তাই আপনারা আগে আপনাদের প্রফাইল এবং পেশা সম্পর্কিত টেস্ট গুলো দিয়ে তারপর বিড করুন।
আপনাকে আর পায় কে? কাজ আপনি কয়েকটা বিড করলেই পাবেন আপনার আকাঙ্ক্ষিত প্রোজেক্ট।
তবে কাজ পেতে আপনার কভার লেটার টা হতে হবে সুন্দর আর আবেদনময়! কারন এটা আপনার চাকুরির সিভির মত প্রয়োজনীয়।
কারন আপনাকে বায়াররা আপনার সিভি দেখেই আপনার সম্পর্কে ধারনা পাবেন।
আজ আর নয়, সবাইকে আবারও বিদায় জানিয়ে আমার পোস্ট শেষ করলাম।
পুন্সচঃ আমি এখন অই প্রজেক্টের কাজ করছি!
আমি tunes। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sune valo laglo.vhai ami minute workers a id kholte parci na amar ip used dekhai help korte
paren?ami kisu choto dhoroner kaj o shikte chai?.mane shikher upai jante chai…?apner
tips gulo valo laglo .doa kori apni freelancing a aro shofol hon.thank you