শীর্ষস্থানীয় ওডেস্ক নিয়ে মেগা টিউন

টেকটিউনস সোসিয়াল নেটওয়ার্কের টিউডার ও টিউনার ভাইরা কেমন আছেন? আমি অনেক ভালো আছি ।আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন ও মন্তব্য করেন এতে আমার খুব ভালো লাগে। আমি আজ oDesk নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো।এই টিউনে থাকবে ভুয়া প্রোফাইল চেনার উপায়,ভুয়া প্রোফাইল বন্ধ করে দেবার উপায়,কিভাবে oDesk এ তারাতারি কাজ পাওয়া যায়,oDesk এ Account সাসপেন্ড এর হাত থেকে কিভাবে বাঁচা যায়,ফিডব্যাক কিভাবে নিতে হয় ইত্যাদি।

ভুয়া প্রোফাইল গুলো কিভাবে আমাদের ক্ষতি করেঃ

oDesk এ কাজ বিড করতে গেলে প্রায় চোখে পরে ভুয়া প্রোফাইল গুলো ।তখন মনটা সত্যই খারাপ হয়।কারন যারা জেনুইন oDesk এ কাজ করে তারাই কাজ সহজে পায় না তার মধ্যে আবার ২ নাম্বার লোক!আপনি কি জানেন, কাদের জন্য আপনার কাজ পেতে দেরি হয়? ঠিক ধরেছেন।মুলত এদের জন্য আপনার কাজ পেতে দেরি হয়।কারন আগে যখন কাজে বিড করতাম তখন প্রতিদিন আর্টিকেল এ গড়ে বিড পড়তো ১০-২০ টি ।কিন্তু এখন বিড পরে ৫০-১০০,কখনও তারও উপরে।PTC সাইট গুলো বন্ধ হবার পর সবাই oDesk  এ Account খুলছে ।এরা জেনে ,না জেনে oDesk Account করে জব বিড করে যাচ্ছে । কারো প্রফাইল দেখলেই বোঝা যায় এর প্রফাইল এখন ১০০% হয় নি ।না জেনে Account করে ভাল,তারপরও তথ্য গুলো দেয় ভুয়া । এভাবে ভুয়া প্রফাইল হতে থাকলে আপনাকেই কিছুদিন পরে খুঁজে পাওয়া যাবে না ।

কিভাবে আমারা একজোট হবোঃ

আমারা যারা অনলাইন এ কাজ করি তারা ৮০% মানুষ বিভিন্ন ব্লগ সাইটে সময় দেই।কারন শেখার সবচেয়ে ভাল জায়গা ব্লগ সাইট।আমার আগেও অনেকে এব্যাপারে লিখেছে ,আজ আমিও লিখছি,কাল আপনিও লিখবেন এ নিয়ে।তারপর দেখবেন ওই ২ নাম্বার লোকগুলো এমনিতেই oDesk ছেরে দিবে,আর যদি না দেয় তবে আমারা তাদের oDesk ছাড়া করব।oDesk এ বেশি কাজ করে বাংলাদেশ,ভারত,ফিলিপাইন এবং পাকিস্থান।আমার লিখাটা যেহেতু ভারত,ফিলিপাইন এবং পাকিস্থান এর মধ্যে ছড়িয়ে দিতে পারব না।কিন্তু আমি চাই আমারা বাঙ্গালীরা একজোট হয়ে ইদুর তাড়ানোর মত এদের তাড়াব।

ভুয়া প্রোফাইল চেনার উপায়ঃ

আমারা যখন জব বিড করতে যাই তখন আমারা উক্ত জব বিড দাতাদের প্রোফাইল দেখে আসি।কারন বাকিদের দেখলে বোঝা যায় আমি কাজ পেতে পারি কিনা।তাই যখন বিড দাতাদের প্রোফাইল দেখবেন তখন একটু লক্ষ্য করবেন উনার প্রোফাইলে দেওয়া তথ্য গুলো আসল না ভুয়া।আপনি মনে করছেন? এটা কি ভাবে সম্ভব? হ্যাঁ এটাও সম্ভব!আমরা যারা বাংলাদেশে থাকি তাদের তো বাংলাদেশের প্রায় সব জায়গা সমন্ধে ধারনা আছে।তাই আপনার সেই ধারনাই পারবে ভুয়া প্রোফাইল খুজে বের করতে।নিজের জেলার প্রোফাইল গুলো ভুয়া কিনা সেটা তো ধরতে পারবেন? আমরা ইচ্ছা করলে নিজ নিজ জেলার প্রোফাইল গুলো সনাক্ত করতে পারব ।

ভুয়া প্রোফাইল এর ক্ষেত্রে আমাদের করনীয়ঃ

এইসব ভুয়া প্রোফাইল এ গিয়ে Flag as inappropriate এ ক্লিক করে ফ্লাগ করুন।Flag as inappropriate টি প্রফাইল এর উপরে থাকে।অথবা একটু কষ্ট করে oDesk লগিন থাকা অবস্থায় Contact Support এ যান এবং Create a support Ticket এ ক্লিক করে উক্ত প্রোফাইল এর লিঙ্ক দিয়ে বিস্তারিত লিখুন।ভয় পাবার কোন কারন নেই।তারপর oDesk আপনার সাথে যোগাযোগ করবে এবং সত্যতা যাচাইয়ের পর উক্ত Account oDesk সাসপেন্ড করে দিবে।

এতে আপনার এবং আমার লাভঃ

এতে করে oDesk থেকে ভুয়া লোক গুলো চলে যাবে এবং এতে মাথাপিছু কাজ বাড়বে,জব বিড কম হবে এবং আপনি প্রতিনিয়ত কাজ পেতে থাকবেন।

কিভাবে এরা সমস্যা সৃষ্টি করে চলছেঃ

ভুয়া প্রোফাইল গুলো বেশি পরিমানে থাকার জন্য Client/ক্রেতা বুঝতে পারছেনা কোনটা আসল প্রোফাইল এবং কোনটা নকল প্রোফাইল।যারা ভুয়া তারা সবসময় কম রেটে বিড করে ফলে Client তাকে হায়ার করে। কিন্তু কাজ না করে দেবার কারনে Client ভাবে সব কন্ট্রাক্টরাই ওকর্মঠ বা কাজ জানে না।আমরাও যখন জব বিড করতে যাই তখন দেখি উক্ত Client জব পোস্ট করেছে ২০ টি আর পেইড করেছে ১০ জনকে।তখন মনে করি উক্ত Client ই খারাপ ,ঠিক মত পেমেন্ট করে না।কিন্তু একটু মাথা খাটান-ধরুন ওই Client ভুয়া ৪ জনকে হায়ার করেছিল কিন্তু কাজ না পারার জন্য পুনারায় Client জব পোস্ট করেছে।এখন বুঝুন এরা কত বড় সমস্যা তৈরি করেছে।Client এবং আমাদের ভিতর দ্বিমত তৈরি করেছে।

যেভাবে আমি শুরু করলামঃ

আমি কিছু দিন আগে একটি ভুয়া প্রোফাইল খুজে পাই।ওই প্রোফাইল এ সকল তথ্যই ছিল ভুয়া যা দেখে আমি oDesk এ কমপ্লিন করতে বাধ্য হই। প্রোফাইল এর মালিকের বাসা ঢাকাতে কিন্তু সকল তথ্য ছিল বগুড়ার।আমার বাসা বগুড়াতে তাই আমি খুব সহজই বুঝতে পারলাম এই প্রোফাইল পুরটাই ভুয়া।

প্রমানঃ১
Employment History

grammen phone grammen phone,Bogra

January 2008 - January 2010

I am software engineer of grammenphone in bogra.

data entry Ring sine company ,dhaka

January 2008 - January 2011

I am a highly expert to data entry. I am a experience for the work.

দেখুন ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত বগুরাতে কাজ করেছেন।তিনি গ্রামীণ ফোন এ Software Engineer হিসাবে ছিলেন।

দেখুন ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত ঢাকায় কাজ করেছেন।তিনি Ring Sine কোম্পানি তে ডাটা এন্ট্রি কাজ করতেন।

আমার প্রস্নঃ

১. একই সময়ে একজন বাক্তি দুই জেলায় কিভাবে কাজ করে?

২. তিনি কি হেলিকাম্পারে যাতায়াত করতেন?

৩. যে Software Engineer সে কি Data Entry এর কাজ করে?

প্রমানঃ২
Education

Bachelors, bogra bogra university

January 2008 - January 2011

I have completed the graduation from Bogra.

Diploma, Electrice engeniering sherpur zila school

January 1993 - January 2004

My experience at this educational institution
* Highlights any clubs, groups, societies that were part of your experience
* Highlights any awards that you received
* Includes a ranking or grade point average

বগুরাতে দুইটি University আছে।

১.Govt.AzizulHaqueCollege, Bogra

2. Govt.ShahSultanCollege, Bogra

এবং শেরপুরে কোন Zilla School নেই।Zilla School আছে বগুরা সাত মাথায়,যার নাম Bogra Zilla School,Bogra

আমার প্রস্নঃ

১. বগুরাতে কি Bogra University নামে কোন University আছে?

২. কোন থানা পর্যায়ে কি কোন Zilla School থাকে?কারন শেরপুর হল একটি থানা মাত্র।

৩. ১৯৯৩-২০০৪=১১ বছর।আমি জানি Diploma শেষ করতে ৪ বছর লাগে।কারো কি ১১ বছর লেগেছে?

oDesk প্রোফাইল টিকে সাসপেন্ড করে দিয়েছে।প্রোফাইল টি খুবই দেখতে ইচ্ছা করছে তাই না?প্রোফাইল এর লিঙ্ক টি কোন লিখার মধ্যে ঢুঁকে না দিয়ে নিচে দিয়ে দিচ্ছি।

https://www.odesk.com/users/SEO-expert_~01ba4bcac13836a524

অনেক তো হল!এখন আপনাদের কিছু মূল্যবান তথ্য দেই।

কিভাবে oDesk এ তারাতারি কাজ পাওয়া যায়ঃ

১. প্রোফাইল ১০০% তৈরি করুন এবং প্রোফাইল সুন্দর ভাবে সঠিক তথ্য দিয়ে সাজান।

২. বেশি বেশি স্কিল টেস্ট দিন।

৩. নির্ভুল ভাবে কভার লেটার লিখুন।

৪. নিজে একটি ব্লগ Account খুলুন এবং আপনার কিছু কাজের নমুনা সেখানে রাখুন। জব বিড করার সময় কভার লেটারে সেই লিঙ্ক দিয়ে দিন ।

৫. ভালভাবে ইন্টার্ভিউ দিন।

৬. Client এর সাথে ভাল আচরণ করুন এবং

৭. নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে দিন।

কিছু নিয়ম মেনে চলুনঃ

আমাদের অনেকেরই Account সাসপেন্ড হয়।কেন হয় তা আমারা জানিনা।তাই নিচের শর্তাবলী মেনে চলুন।

১. একই কভার লেটার সব Client দের দিবেন না ।জবটি ভাল ভাবে পড়ুন এবং সে অনুসারে কভার লেটার লিখুন।

২. নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করুন।

৩. কোন Client আপনার বিরুদ্ধে কমপ্লিন করলে oDesk যা বলে তাই করুন।নিজে মাতাব্বর হবেন না।

৪. Hourly জব এর ক্ষেত্রে কাজ ও সময়ের মিল রাখুন।Client যাতে বুঝতে না পারে যে আপনি বেশি সময় নিচ্ছেন।

৫. নিজের নাম ও ছবি পালটাবেন না।এতে oDesk আপনাকে সন্দেহ করতে পারে।

৬. একই কম্পিউটার থেকে একাধিক Account চালাবেন না, এমনকি খুলবেনও না।

৭. তারপরও যদি আপনার Account সাসপেন্ড হয় তবে হেল্প এ গিয়ে oDesk এর সাথে যোগাযোগ করুন।

আশাকরি এর পর থেকে আপনাদের কোন প্রকার সমস্যা হবে না।আর সমস্যা হলে চিন্তা কি বাংলাদেশের oDesk Facebook Help পেজ এ গিয়ে আপনার সমস্যার কথা তুলে ধরুন আশা করি সমাধান খুব তারাতারি পেয়ে যাবেন। সবাই ভাল থাকবেন এবং মন দিয়ে oDesk এ কাজ করবেন।

আপনার ফেইসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্ট্রাগ্রাম একাউন্ট গুলো আপডেট রাখতে ভিসিট করুন https://bestsocialplan.com

Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ প্রয়োজনীয় এই বিষয়গুলো আমাদের সাথে সেয়ার করার জন্য।

Level 0

সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। বর্তমানে পিটিসির মত সবাই কাজ জেনে না জেনে ওডেস্ক এর দিকে ঝুকে পড়ছে। এতে করে নিজের ক্ষতি করছে তো বটেই নিজ দেশের সুনামও নষ্ট করছে বাইরের দেশে। অনলাইনে ফ্রিল্যান্সিং মানে শুধু ওডেস্ক নয়। আরো সাইট রয়েছে সেগুলোর দিকেও নজর দেওয়া প্রয়োজন সমানভাবে।

টেকটিউনসে ওডেক্স নিয়ে টিউন দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় । ইন্টারনেটে আরো অনেক ফ্রীল্যান্স সাইট রয়েছে , সেগুলো কি দোষ করেছে বুঝলাম না । তবে টিউন সুন্দর হয়েছে 🙂

    @ক্রিস্টাল হার্ট: ভাই আমি oDesk এ কাজ করি বিধায় আমি oDesk নিয়ে লিখি। অন্য ফ্রীল্যান্স সাইট অল্প বুঝি তাই লিখা হয় না। তারপর অনেক ধন্যবাদ।

Level 0

vi amake ku help koren. ami zoom ultra use kori.kintu akon onnno oparetor use korte ci.amer modem a ki kora jabe?
amer modem er Name : Harvilon EVDO
Model : Harvilon ED269
Plz help me
My Email:[email protected]
Mobile:-01721750496

    @nnoyon: ভাই আমার জানা মতে Zoom Ultra তে অন্য ছিম ব্যাবহার করা যায় না। আপনি GP মোডেম ব্যাবহার করুন।আশাকরি Citycel বাদে সব সিম ব্যাবহার করতে পারবেন।

ভাই বরাবরের মতো এইটাও অনেক সুন্দর এবং তথ্যবহুল হয়েছে, পোষ্টে জন্য ধন্যবাদ

Notunder sikhte din, ora dhire dhire sob janbe, Jessore a 4000 tk. dia oDesk a account create korce r sei sathe payoneer master card o ene dicce, amader khulna te o kichu company ase jara taka nia ei ek e kaj korce. Vai eder taka gulo nosto korben na report kore.

    @Poncedeleon: ভাই যে কাজ পারেনা তার জন্য oDesk নয়।ভাল ভাবে কাজ শিখে oDesk এ জয়েন্ট করেলেই কিছু করা সম্ভব।তাই আগে কাজ শিখতে হবে।অনাথাই সুধু সময় নষ্ট ।

@সাগর ভাই, আমি বছর খানেক বা তারও আগে একটা ওডেস্ক একাউন্ট খুলি। তখন আমার প্রোফাইল ১০০% সম্পন্ন হয়নি কিন্তু বিড করতাম। স্বাভাবিকভাবেই আমি কোন কাজ পেতাম না। কিছুদিন হলো টেকটিউনসের সাহায্যে আমি মোটামুটি ওডেস্ক সম্পর্কে জানি এবং আমার প্রোফাইল ১০০% সম্পন্ন করি। কয়েকটি টেস্টও দিয়েছি। আমি ডিজাইন করতে ভালোবাসি তাই ডিজাইন সম্পর্কিত কাজে বিড করতে থাকি। সৌভাগ্যবশত একটি রিডিজাইনের কাজ পেয়ে যাই। ফিডব্যাক ৫ পেয়েছি।
কিন্তু কথা হইলো গিয়া, এখন আর কাজ পাই না। অথচ আমি আগের চেয়ে বেশি বুঝেশুনে আত্ববিশ্বাস নিয়ে বিড করি (কেবল যে কাজটি আমি ১০০% ভালোভাবে করতে পারবো)। আমি দুয়েকটি কাজ বা স্যাম্পল অ্যাপ্লিকেশনের সাথেই দিয়ে দিই।
এখন সাগর ভাই আমার কথা হচ্ছে আমি কি করলে বা কিভাবে কভার লেটার লিখলে সহজে কাজ পাবো একটা পরামর্শ দিন প্লিজ। আমার পোর্টফোলিও তৈরি করতে কি ব্লগস্পট ব্লগ ই যথেষ্ট? এটা আমার একাউন্ট https://www.odesk.com/users/~01b73b391d5d435b26

    @মোঃ রেজাউল করিম: ভাই ভেঙ্গে পরলে চলবে না। নিজের প্রতি আরও আত্মবিশ্বাস আনতে হবে।মুলত আপনি যা করবেন-
    ১. জব পোস্ট ভালভাবে পড়ুন এবং সে অনুসারে কভার লেটার লিখুন।
    ২. রেট খুব বেশি বা কম চাইবেন না।এভারেজ যা থাকে তাই চান।
    ৩. আপনার রেট ৫ ডলার থেকে ২০ ডলার করে দিন।এতে আপনার দাম বাড়বে এবং Client মনে করবে আপনি সত্যই অনেক দক্ষ। একজন Graphic Designer রেট মুলত ১৫-২০ ডলার/ ঘণ্টা ।
    ৪. রেট কম চান তবে প্রোফাইল এর রেট বেশি রাখুন।এতে বড় কাজ দিতে Client রা সঙ্কজ বোধ করে না।
    ৫. ভালভাবে ইন্টার্ভিউ দিন। Client এর সাথে এমন ভাবে কথা বলুন যাতে Client মনে করে এই কাজ আপনার কাছে কোন ব্যাপারই না।
    ৬. নিচের পরিক্ষা গুলো দিনঃএতে Client দের কাছে আপনার দাম বাড়বে
    Adobe Illustrator CS3 Test
    CorelDraw X3 Test
    AutoCad 2007 Test
    Adobe InDesign CS3 Test
    3ds Max 9 Test
    Adobe Flash CS3 Test
    Dreamweaver CS4 Test

    সমস্যা হলে জানাবেন।
    ভাল থাকবেন।

    @মোঃ রেজাউল করিম: এছারাও HTML, CSS, JavaScript, SEO এর পরীক্ষা দিন। Overview আরও বিস্তারিত লিখুন।

সাগর ভাই, এতো সুন্দর করে, কষ্ট করে আমাকে উত্তর/পরামর্শ দেয়ার জন্য কিভাবে যে আপনাকে ধন্যবাদ দিবো বুঝতে পারছি না। যাহোক তারপরেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় এভারেজ বা সামান্য এভারেজ বিলো বা আপ রেটে বিড করি। আর আমি ইলাষ্ট্রেটর জানি কিন্তু পরীক্ষা দিতে গেলে পারি না। এর জন্য কি করা যায় বলুন তো ভাই? আর পোর্টফোলিওর জন্য কি ওয়েবসাইট নেব নাকি ব্লগসাইট ই যথেষ্ট? আমার ইমেইল [email protected] প্লিজ একটি ইমেইল ড্রপ করবেন।

    @মোঃ রেজাউল করিম: পরীক্ষা সবসময় নিজে থেকে দিবেন।আর পোর্টফোলিওর এর জন্য ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন।

প্রয়োজনীয় তথ্য

Ami vai bipode asi….ami moja kore 6 ta bid korsi er modhdhe 3 ta kaj paisi…..tai ar complete korar time pai na……akhon ar voy e bid kori na….. Client bole abaro naki hire korbe !!!! na korbo kivabe…. 🙁
Tasara amar Adsense account er jonno article likhte passi na……Na vai voy paisi…
Amar study er barota beje jasse……… 🙁
Taka poysa theke apatoto dure thaki…. Shanti nosto….. 🙁

    @saifulislamrony: সবসময় ভেবে চিন্তে কাজ করবেন। ধীরে ধীরে কাজ করুন ।Client কে না করার প্রয়োজন নেই।
    ভাল লাগলো।

নিচের লিঙ্ক টি দেখুন ,কিভাবে এই টিউন নিয়ে মারামারি হচ্ছে ।
https://www.facebook.com/groups/odeskhelp/permalink/295516330552412/

মন্তব্য গুলো দেখলেই বুঝতে পারবেন । বর্তমানে ১০০ ওভার মন্তব্য!!!

বেশ সুন্দর হয়েছে। অবুঝদের জন্য আপনার এই মেহনত সার্থক হোক। আমীন।

    @এম আর ইসলাম: দোয়া করবেন ভাইয়া ।

      Level 0

      @সাগর: ki sagor vai odesk help e logic e na pere amake block korsen apner nijer odesk profile e bogus apni kibave bogura theke Daffodil International University ty class koren plan deye public re vul bujan kan nije ke onek chalak mony koren

        @anikahmed: @anikahmed: আপনি জানেন না? আমি oDesk এ জয়েন্ট করার পর Bsc পড়া বাদ দিয়েছি । এখন সাইবার টেক এ Web Developer এর কাজ শিখছি । এই মুহূর্তে আমার কোনটা দরকার ?
        Bsc?
        Web Developer?

          Level 0

          @সাগর: apni valo janen konta dorker ato voy pan kano fb ty amake block korsen perle logic deye kotha bolen

গুরত্ত পূর্ণ তথ্য দেবার জন্য ধন্যবাদ ।

Level 0

সাগর ভাই,
আমি odesk এ কাজ করি। আপনার সাহায্য দরকার। যদি আপনার ইমেইল এর ঠিকানাটা দিতেন তবে উপকৃত হতামI
[email protected]

Bepuk binodon, dekhen cinte paren kina?? http://i.imgur.com/JnhjI.png

IITB na likhe pura nam likhun.Nijer profile a problem rekhe onner vul dhora ki uchit??@সাগর

    @Shuvo Chakraborty: ভাই আমি Facebook ১-২ বছর আগে খুলেছিলাম তাই ওতটা নজর দেইনি । ভুলটা ধরে দেবার জন্য ধন্যবাদ ।আমি সংশোধন করেছি ।

Profile update korar jonno Tnx. 😀

Level 0

vai aponi dekhchi nijei khaite chaitechen sob kichu… amra jokhon 2009 er dike freelancing start kori tokhon freelancer.com ei profile thikmoto kaj korte partam na… Notun jara Vul profile banachche amader uchit tader vul gulo dhore deya,ulta aponi tader biruddhe report korte bolteche…aponar lozza kore na nijer country er new frelancer der hotasay thele dite?? aponar bola uchit chilo Vul profile gulo indicate kore tader amra sothik profile banate help korbo.Aponi start korechen goto april e ..aponi 1st ei sob kisu janten?aponi amar facebook friend list e achen..ami to dekhechi aponi ki type er profile banaychilen…akhon 19-20 ta review hoiche ar vabtechen BD er sob polapan biday kore ami ekay khamu….LOL!!!!

    @AL Imran: খুব ভাব নিচ্ছেন মনে হয়? নিজের চকরাই তেল দেন ।

Level 0

ভাব নেয়ার কি হল? আমার কথায় কি ভাব দেখলেন? আমি বলছিলাম আমরা নিজেও পারতাম না ভাল করে…প্রথমে সবাই এক্সপার্ট থাকে না…আছতে আছতে শিখে …নতুন দের হেল্প করতে হবে …আপনার এটাই বলা ঊছিত ছিল…আমাদের উচিত তাদের সাথে যোগাযোগ করে তাদের বলা সঠিক ভাবে দিক নির্দেশনা দেয়া…আপনি টা না বলে বলতেছেন তাদের বিরুদ্ধে রিপোর্ট করতে…আমার চরকায় তেল না দিতে বলে … possitive মন মানসিকতার হন… আমার চরকা অনেক ভাল ভাবেই চলতেছে…

বড় ভাই আমিও বগুড়ার ছেলে ‍যদি আমাকে একটু odesk সম্পকে help করতেন তাহলে আমি আপনার মত দেশের সবায় নিয়োজিত হতে পারতাম।

Level 0

Thanks brother.
For oDesk exam solution http://exam121.herobo.com/wp/

@w3cibrahim: ধন্যবাদ

Level 0

@w3cibrahim: vai apni thik kotha bolsen bt mr.sagor ke bujano gelo na amra kano amader desh er lokder flag korbo korle onnoo desh er korbo

@anikahmed: আপনার সাথে আমি একমত ।

@mdarifsadik: ভাই আপনি তো ভুয়াই বুঝেন না–আসল বুঝবেন কি ভাবে?