ওডেস্কের অন্দরমহলের জানা-অজানা সাতকাহন: ওডেস্ক হোক অাপনার অনলাইন অায়ের অন্যতম হাতিয়ার!!-১ম পর্ব

oDesk একটি আউটসোর্সিং কোম্পানি। যারা আন্তর্জাতিক বাজারে ফ্রিল্যান্সারদের আউটসোর্সিং কাজ এবং ব্যবসা করার বিশ্বখ্যাত কোম্পানি হিসেবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত। দূরবর্তী কর্মীদের আউটসোর্সিং কাজের জন্য ভাড়া ও পরিচালনা করার করার উদ্দেশ্যে রেডউড সিটি,ক্যালিফোর্নিয়া ভিত্তিক, oDesk ২০০৩ সালে গ্রিক উদ্যোক্তা এবং Stratis Karamanlakis দ্বারা প্রতিষ্ঠিত হয়।

 

 

 

 

oDesk হচ্ছে Elance, ফ্রিল্যান্সার, গুরু, vWorker (পূর্বে এটি রেন্ট-এ-কোডার নামে পরিচিত ছিল) এবং Nubelo মতো ফ্রিল্যান্সার কোম্পানির মধ্যে বৃহত্তম। ওডেস্ক স্বাধীন কন্ট্রাক্টর এবং তাদের ক্লায়েন্টদের জন্য মার্কেট প্লেস তৈরি করে যাতে তারা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে। অনেক সাইট অাছে যারা প্রায়ই পেমেন্ট বিভিন্ন ভাবে কেটে রাখে। তারা পরিচালনা এবং সদস্যতা ফী বাবদ টাকা কেটে নেয় যা ৪ শতাংশ ১৫ শতাংশ অবধি হতে পারে। কিন্তু ওডেস্ক কাজের পর পেমেন্ট অাদান প্রদানের সময় ১০% সার্ভিস চাজ ছাড়া কোনো সদস্য ফির চার্জ কাটে না।

বর্ণনা

oDesk ক্লায়েন্টদেরকে অনলাইন ওয়ার্কটিম তৈরি করে যাতে কোম্পানির মালিকানাধীন সফটওয়্যার ও ওয়েবসাইটের মাধ্যমে কাজ সমন্বয় ও কাজ সফলভাবে সম্পাদনের পর অর্থ পেমেন্ট দেওয়ার জন্য। নির্মাণ করতে সক্ষম হবেন। একে সংক্ষিপ্ত নাম হল"অনলাইন ডেস্ক"। কোম্পানির রেফারেন্সে যে কেউ বিনামূল্যে যে কোনো স্থান থেকে, যে কোন সময়ে সক্রিয়ভাবে কাজ করার জন্য . সম্ভাব্য ক্লায়েন্ট কাজের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য, এবং ফ্রিল্যান্স কর্মীরা ("ঠিকাদাররা") প্রোফাইল তৈরী এবং কাজ পাবার জন্য বিড করতে পারে। সব ধরনের পেমেন্টস্ oDesk-এর মাধ্যমে করা হয় এবং প্রতিটা লেনদেনের জন্য হিসাবরক্ষণ করা হয়। oDesk "টিম ভিউয়ার" সফটওয়্যার ব্যবহার করে ক্লায়েন্টরা কন্ট্রাকটরের কাজের অগ্রগতির পর্যবেক্ষন করা থেকে কাজের বিলিং সময়ও দেখতে সক্ষম হন।

অনলাইন কর্মক্ষেত্রে হিসাবে ওডেস্ক নিজে অবহিত করতে ভালবাসে। ওডেস্কের জানুয়ারী ১০ জানুয়ারি ২০০৯ রিপোর্টে জানা যায় যে, এর ১৭০,০০০ সদস্যের প্রায় ৩৭,০০০ সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের। কোম্পানির সাইট সম্পূর্ণ ইংরেজি ভাষায় এবং সমস্ত লেনদেন মার্কিন ডলারে করা হয়। ডিসেম্বর ২০০৯ এ, ওডেস্কের সাইটের মাধ্যমে $১২০ মিলিয়ন লেনদেন হয়েছিলো।

এখানে বিশেষ দক্ষতা থাকলে যে কেউ আউটসোর্সিংয়ের কাজ পেত পারেন। যার মধ্যে ওয়েব ডেভলপমেন্ট এবং প্রোগ্রামিং / সফটওয়্যার উন্নয়ন দক্ষতা, গ্রাফিক ডিজাইন, রাইটিং এবং প্রশাসনিক সহায়তা অন্তর্ভুক্ত ।
অাগামি পর্বে অাপনাদের টিউন্টারভিউ দিবেন স্বয়ং ওডেস্ক সিইও ওডেস্ক সিইও মি: গ্রে সওরট
তাই অামার নতুন এই চেইন টিউনের সাথেই থাকুন এবং অামি কথা দিলাম অাপনার জন্য চমকের উপর চমক নিয়ে অামি হাজির হব!

Level 0

আমি tunes। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার ‍অনেক সময় চিন্তা হয় যে ভাবে ফ্রিলেন্স‍ার বাড়ছে তাতে ভবিষ্যতে কি নতুনদের কি কাজ পাওয়ার সম্ভাবনা আছে ???
কথাটা হাস্যকর হলেও বলছি কারণ প্রতিদিন যেভাবে ফ্রিলেন্স‍ার বাড়ছে কাজের পরিমাণ ও কি বাড়ছে ???

অপেক্ষায় থাকলাম……

চমৎকার টিউন হয়েছে। অনেক কিছু জানলাম। আসলে যেখানে কাজ করবো সে সম্পর্কে জানা থাকলে কাজে আরো বেশি আনন্দ পাওয়া যায়। টিউনারকে ধন্যবাদ….

Level 0

Vi, amra jara notun asi tara to kaj payna, oDesk to experience khoje,,,
amader jonno kisu likhun, kono ashar bani thakle shonan, dhonnobad……..

Level 0

গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ ।
http://exam121.herobo.com/wp/