পাঁচ ক্যামেরার নকিয়া ৯ পিওরভিউ ফোনের ঘোষণা আসছে ২৪ ফেব্রুয়ারি। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডাব্লুসি) ফোনটি সম্পর্কে জানা যাবে।
এইচএমডি গ্লোবালের চিফ প্রোডাক্ট অফিসার জুহো সারভিকাস এক টুইটে নকিয়া ভক্তদেরকে এমডাব্লুসিতে চোখ রাখাতে বলেন। সেখানে নির্দিষ্টভাবে কোনো মডেলের নাম উল্লেখ করেননি। তবে আগের প্রকাশিত বিভিন্ন রিপোর্টের সূত্র ধরে ধারণা করা হচ্ছে, ফোনটি হবে নকিয়া ৯ পিওরভিউ।
ফোনটির পেছনে বৃত্তাকারে রয়েছে সাতটি ছিদ্র। এর মধ্যে টেলিফোটো ও সুপারওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাসহ আছে পাঁচটি লেন্স। বাকি দুটি ছিদ্র ফ্ল্যাশ ও ফোকাস মডিউলের। সেলফির জন্য সামনে থাকবে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।
পেন্টা লেন্স ক্যামেরা সেটআপের ফোনটিতে থাকতে পারে ৫ দশমিক ৯৯ ইঞ্চির ডিসপ্লে, যার রেজুলেশন হবে কোয়াড এইচডি প্লাস। অ্যাস্পেক্ট রেশিও হবে ১৮ : ৯।
প্রসেসর হিসেবে এতে আছে স্ন্যাপড্রাগন ৮৪৫। ফোনটি ৬ ও ৮ গিগাবাইট র্যাম সংস্করণে বাজারে আসবে। অপারেটিং সিস্টেমে দেওয়া হবে অ্যান্ড্রয়েড ৯ পাই। ব্যাকআপের জন্য থাকবে ৪১৫০ এমএএইচ ব্যাটারি। ধারণা করা হচ্ছে, ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সুবিধাও থাকবে। ইউরোপের বাজারে ফোনটির দাম হতে পারে ৮৫০ ডলার (৭০ হাজার ৫৫০ টাকা)।
আমি ওয়েব মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি রাকিব। ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।