ঐতিহাসিক নোকিয়া ৩৩১০ আর নতুন নোকিয়া ৩৩১০ কি ছিল আর কি হল

সুপ্রিয় টেকটিউনস,আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ৮ই এপ্রিল প্রকাশিত আমার টিউনটিকে নির্বাচিত টিউন মনোনীত করার জন্য ধন্যবাদ পরিবারের সবাইকে, আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। এই বিষয়ে টিউন হয়ত আগেও হয়েছে, তবুও আবার করছি। এই বছর ২০১৭ এর ফেব্রুয়ারী মাসের শেষের দিকে HMD GLOBAL গোষ্ঠী প্রকাশ করল নোকিয়া ৩৩১০। নোকিয়ার সেই রুপকথার ফোন ৩৩১০ এর আপডেটেড ভার্সন।
একটা নতুন ফোন যখন লঞ্চ করে তাকে নিয়ে অনেক আশা প্রত্যাশা থাকে, আর সেটা যদি নোকিয়া ৩৩১০ হয় তাহলে সেটা আরো যে বেশি হবে তা বলার অবকাশ রাখেনা। কিন্তু তা কি আদৌ পারলো ?

না হেরে গেলো আগের ঐতিহাসিক ৩৩১০ এর কাছে। সেটাত সময়ই বলবে।

চলুন তাহলে দেখা যাক কি ছিল আর কি হল।

আগের ৩৩১০ ফোনটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, সেই ভারি (১৩৩.৭ গ্রাম) ফোন আর সেই মনোটনিক রিংটন আজো ফিরিয়ে নিয়ে যায় সেই নষ্টালজিক দেশে, আমার জীবনের প্রথম এসএমএস আমি ৩৩১০ দিয়ে পাঠিয়েছিলাম। যদিও ফোনটি আমার নিজের ছিল না। এইত না আবার গল্প শুরু করছি।

ফোনটির ওজন

আগের ফোনের চেয়ে ৫০ গ্রামের ও বেশি হাল্কা নতুন ৩৩১০, দেখে মনে হল এই ১৭বছরে বেস কসরত করেছে রোগা হয়ত জন্য।

ফোনটির রঙ

নতুন ৩৩১০ চারটি রঙে পাওয়া যাবে,
১। লাল, ২। হলুদ ৩। পুরনো ডার্ক নীল আর ৪। ছাই রঙ বা গ্রে রঙে

ফোনটির স্ক্রীন

নতুন ৩৩১০ বলে কথা কালার স্ক্রীন ত হবেই তবে যদিও ২.৪ ইঞ্চি QVGA স্ক্রীন।

ফোনটির অপারেটিং সিস্টেম

ফোনটিতে অপারেটিং সিস্টেম ভেবেছিলাম অ্যান্ডরয়েড সিস্টেম থাকবে কিন্তু তা নেই, আছে নোকিয়া সিরিজের ৩০+ অপারেটিং সিস্টেম,আগের মতোই।

ফোনটির স্টোরএজ

আগের ফোনটিতে স্টোরএজ বলে কিছু ছিল না, কিন্তু এবার আছে, মাত্র ১৬ এমবি। যদি ও ৩২ জিবি অবধি মেমোরি বাড়ানো যেতে পারে।

ফোনটির মাল্টিমিডিয়া সাপোর্ট

নোকিয়া ৩৩১০ এ গান শোনার জন্য এমপি৩ প্লেয়ার আর এফ.এম রেডিও আছে, সাথে ৩.৫ মিমি. এভি কানেকটর যা আগের পুরনো ৩৩১০ ছিল না।

 

ফোনটির নেটওয়ার্ক

আগের পুরনো ৩৩১০ মতই নতুন ৩৩১০ ও কেবলমাত্র জিএসএম ২জি নেটওয়ার্ক সাপোর্ট করে। মানে কোনো সামাজিক মিডিয়া বা সোসাল মিডিয়া নেই, একদিকে ভাল কেউ বিরক্ত করবে না আপনাকে।

ফোনটির ব্যাটারি

আগের পুরনো ৩৩১০ এ Removable ৯০০ mAh পাওয়ারের ব্যাটারি ছিল, নতুন ৩৩১০ এ ১২০০ mAh পাওয়ারের ব্যাটারি আছে সেটিও Removable। নোকিয়া কোম্পানির মতে ৩১ দিন ব্যাটারি স্ট্যান্ডবাই। আজ-কালকার দিনে সারাদিন ফোনটা চালু রাখা একটা বড় ব্যপার সেখানে ৩১ দিন স্ট্যান্ডবাই মানে ৭ দিন ভাল ভাবে চলতে পারে, কারন কোনো ইন্টারনেটের হাতছানি নেই।

 

ফোনের ইন্টারনেট

২.৫ জি সাপোর্ট মাক্স তাই প্রি ইন্সটলড অপেরা ব্রাউজার ব্যবহার করতে পারবেন। যা এতটা স্লো আর ছোট মনে হবে যে এক -দু বার বা খুব দরকার না হলে আপনি ব্যবহার করবেন না।

ফোনটির গেম

আগের পুরনো ৩৩১০ মতই নতুন ৩৩১০ এ সেই বিখ্যাত সাপের Snake গেমটি আছে, আর ASPHALT 6 মোবাইল ভার্সন আছে, যা আপনাকে আপনার কৈশোরে বা যৌবনে নিয়ে যাবে নিশ্চয়ই।

ফোনটির ক্যামেরা

আগের পুরনো ৩৩১০ ছিল না, আর নতুন ৩৩১০ এ আছে ২ মেগা পিক্সেল ক্যামেরা এলইডি ফ্ল্যাশের সাথে। জানি এই ২০ বা ২৫ মেগাপিক্সেলের যুগে বেমানান তবুও (নতুন ৩৩১০ বলে কথা)


ফোনটির কানেক্টটিভিটি

আগের পুরনো ৩৩১০ ছিল না, আর নতুন ৩৩১০ আছে মাইক্রো ইউএসবি ২.০ সাপোর্ট, Bluetooth ৩.০

ফোনটির চার্জিং সিস্টেম

নোকিয়ার মাইক্রো ইউএসবি  চার্জার সিস্টেম আছে নতুন এই ৩৩১০ এ, আগের ফোনটিতে ছিল সেই মোটা পিনের চার্জার।

এবার আসি কোনটা ভাল আর কোনটা খারাপ।

নোকিয়া ৩৩১০ যখন প্রথম প্রকাশ পায় ১৭ বছর আগে তখন এই ফোনটি ছিল সবার চোখেরমনি, কিন্তু এই যুগে ৩৩১০ এর এই রুপ আমি ঠিক মন থেকে মানতে পারছিনা। যদি ও এই ফোনটি ব্যাক আপ ফোন হিসাবে চলতে পারে। কিন্তু দামটি অনেকটা বেশি যে দামে আমরা ভাল স্মার্টফোন পেতে পারি  প্রায় ৪৫০০ টাকা পরতে পারে দাম। কি মনে করছেন আপনি লিখে জানান টিউমেন্টে

শেষ করার আগে

অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না। যারা টিউমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে। কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা। আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত। আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশ্য নেই। যদি মনে করেন ডাউনলোড করা দরকার, তবেই ডাউনলোড করুন। নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। আর দয়া করে টেকটিউনকে সাপোর্ট, প্রমোট করুন, আর অবশ্যই নির্ভেজাল টিউন করে টেকটিউন পরিবারকে সমৃদ্ধ করুন।

খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন হয়েছে। ধন্যবাদ ভাই।

নোকিয়া মন ভেঙ্গেছে সেই অনেক আগে, ব্যাট এখনো মন জোড়া লাগাতে পারলো না 🙁

প্রিয় অভিষেক হাজরা,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।