নোকিয়ার প্রথম এন্ড্রয়েড স্মার্টফোন Nokia 6। চীনে পাওয়া যাচ্ছে। দেখে নিন কি কি আছে।

সবাইকে সালাম জানিয়ে আজকের দ্বিতীয় টিউন শুরু করছি।

কিছুদিন ধরেই নোকিয়া এর আগমন নিয়ে শোরগোল হচ্ছিল। এরই মধ্যে HMD Global এর মধ্য দিয়ে নোকিয়া নিয়ে আসে নোকিয়া ১৫০।

কিন্তু সেটা ছিল সাধারণ ফোন। তাই এবার নোকিয়া নিয়ে এলো স্মার্টফোন। তাও এন্ড্রয়েড।

একটা ফটো পাইছিঃ

চলুন এর ফিচার গুলো এক নজরে দেখে নেই।

  • ৫.৫ ফুল এইচডি ডিসপ্লে। ২.৫ D প্রযুক্তি।
  • Snapdragon 430 SoC হাই স্পিড প্রসেসর যা দেবে অসাধারণ অভিজ্ঞতা।
  • 4 জিবি র‍্যাম দেবে স্মুথ টাস্কিং। ল্যাগিংকে বলুন বাই বাই।
  • ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। তাছাড়া ১২৮ জিবি পর্যন্ত মাইক্রো এসডি ব্যবহারের সুবিধা।
  • ডুয়াল সিম তো আছেই।
  • ৮ মেগা পিক্সেল সামনের ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা।
  • DDAF, Dolby Atom প্রি ইন্সটালেড।
  • ব্লুটুথ 4.1, LTE দেয়া আছে। এক অসাধারণ অভিজ্ঞতা দিবে।
  • ব্যাটারি হিসেবে দেয়া আছে ৩০০০ mAh ব্যাটারি।
  • সাথে ফিঙারপ্রিন্ট সেন্সর দেয়া আছে। সিকিউরিটি হবে আরো মজবুত।

দাম ধরা হয়েছে ২৪৫$।  এবং এটি শুধু চীনের অনলাইন শপ JD.Com এ পাওয়া যাবে।

আশা করি কিছুদিনের মধ্যেই বাংলাদেশে নোকিয়া স্মার্টফোন পাব।

Level 2

আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস