Nokia pc suite ছাড়াই Pc তে নেট সংযোগ দিন শুধু মাত্র Bluetooth এর সাহায্যে,

আসসালামু আলাইকুম,

কেমন আছেন আপনারা ?

আশা করি ভালো আছেন। আপনাদের দোয়াই আমিও ভালো আছি।

আপনারা অনেকেই নোকিয়া মোবাইল এর মাধ্যমে PC তে নেট ব্যবহার করেছেন,  হ্যা আমিও করতাম,

এক্ষেত্রে Pc তে Nokia pc suite নামে একটা সফটওয়্যার ইন্সটল করতে হয়। এর পর ক্যবল  এর সাহায্যে কানেক্ট করতে হয়।

কিন্তু সফটওয়্যার বা ক্যাবল কোনোটাই ব্যবহার না করে আপনি চাইলে নেট সংযোগ দিতে পারেন।

প্রথমে আপনার ল্যাপটপ এর ব্লুটুথ অন করুন, তারপর PC থেকে যে মোবাইল এ কানেক্ট করবেন সেটি আড করেন,

এর পর আপনার Pc  এর ব্লুটুথ আইকনে রাইট ক্লিক করে show bluetooth devices  এ যান,  আপনার কাঙ্কিত ডিভাইস টার উপর রাইট ক্লিক করেন।

connect using> access point এ ক্লিক করুন

 

Dial-up-networking এ আপনার অপারেটর নাম টি দেখিয়ে দিন।

আপনারা অনেকেই নোকিয়া মোবাইল এর মাধ্যমে PC তে নেট ব্যবহার করেছেন,  হ্যা আমিও করতাম,

এক্ষেত্রে Pc তে Nokia pc suite নামে একটা সফটওয়্যার ইন্সটল করতে হয়। এর পর ক্যবল  এর সাহায্যে কানেক্ট করতে হয়।

কিন্তু সফটওয়্যার বা ক্যাবল কোনোটাই ব্যবহার না করে আপনি চাইলে নেট সংযোগ দিতে পারেন।

প্রথমে আপনার ল্যাপটপ এর ব্লুটুথ অন করুন, তারপর PC থেকে যে মোবাইল এ কানেক্ট করবেন সেটি আড করেন,

এর পর আপনার Pc  এর ব্লুটুথ আইকনে রাইট ক্লিক করে show bluetooth devices  এ যান,  আপনার কাঙ্কিত ডিভাইস টার উপর রাইট ক্লিক করেন।

connect using> access point এ ক্লিক করুন

 

Dial-up-networking এ আপনার অপারেটর নাম টি দেখিয়ে দিন।

ব্যস কাজ শেষ,

এবার ইচ্ছে মত নেট চালান কোনো ঝামেলা ছাড়াই...।

 

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার টিউনটি পরার জন্য >>>>>>>>

 

কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন।

 

Level 0

আমি তাসরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

ভাল লিখেছেন। আপনার পোষ্টগুলো আমাদের ব্লগে লিখার আমন্ত্রন জানাচ্ছি।

speed kemon hobe?

Screenshot দিলে ভাল হত।