আসসালামুয়ালাইকুম।।।।। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর কৃপায় ভালো আছেন। আমি আপনাদের একজন নতুন বন্ধু আগে এখানে কোন টিউন করিনি। আর টেকটিউনে মাত্র কাল যুক্ত হয়েছি। এটা আমার প্রথম টিউন কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর উপদেশ সহ উৎসাহিত করবেন যাতে আপনাদের সাথে থাকতে পারি। আজ আমি যে টিউনটি করবো তা ফেসবুক নিয়ে। আমি জানি এটা আপনারা সবাই জানেন তার পরও আরো একবার মনে করিয়ে দেই। তাহলে শুরু করি। আমাদের অনেকেরই কোন পিসি নেই। তবে নোকিয়া জাভা ব্রান্ডের মোবাইল আছে। ঠিক আছে এটা দিয়েই কাজ করবো ফটোভেরিকেশনের। প্র্রথমে ইউসি ব্রাউজার টা মোবাইলে ইনস্টল করুন। এর পর গুগল থেকে সার্চ দিন জাপান আইপি লিখে একটা টাটকা আইপি কপি করে নিয়ে আসুন। এবার ব্রাউজারের সেটিংয়ে যান এরপর প্রক্সি সেটিংয়ে যান। পোর্ট অপশনে আপনার কপি করা পোর্ট দিন এবং প্রক্সি অপশনে আপনার কপি করা প্রক্সি দিন এবং প্রক্সি সেটিং টা অন করে ব্রাউজার বন্ধ করুন। এবার ব্রাউজার টা ওপেন করে m.facebook.com এ ঢুকুন কোন সমস্যা হলে প্রক্সিটা আবার চেন্জ করুন। তারপর ক্যপচা পুরন করে ঢুকুন আপনার মহাদেশ সিলেক্ট করে আপনার দেশ সিলেক্ট করবেন। এরপর একটা নম্বার চাইবে আপনার কাছে যেটাতেস একটা কোড পাঠানো হবে।অনেক সময় কোন কোড আসে না সরাসরি খুলে যায়। যাই হোক নম্বারটা দিন এবং ওকে করুন একটা কোড পাবেন আপনি সেটা ওই বক্সে দিবেন এবং ওকে করবেন। সবকিছু ঠিকমত হলে আপনা্র ফেসবুক পাসোয়াড পরিবর্তনের কথা বলবে পরিবর্তন করে দিন। খুলে গেল আপনার ফেসবুক আইডি। এবার লগআউট করুন। এবং প্রক্সি সেটিং টা বন্ধ করে দিন।ধন্যবাদ সবাইকে 🙂
আমি অল্প জ্ঞানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank you. আগে জানতাম না।