আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশাকরি ভাল আছেন। বিষয়টা অত্যন্ত হাস্যকর যে প্রায় তিন বছর ধরে টেকটিউনস এর সাথে আছি আর এই টিউন নিয়ে আমার সর্বমোট টিউনের সংখ্যা মাত্র দুইটা। আসলে সমস্যা হল আমি আর সবার মত ওপেনসোর্স না, আমি ক্লোজসোর্স। আমি সবকিছুই নিজের মাঝে ক্লোজ করে রাখি। থাক সে কথা আজ যে বিষয় নিয়ে টিউন করব আসা করি তা অতিতে কেউ টেকটিউনস-এ পোস্ট করে নি। করার কথাও না, কারন প্রয়োজন পরে নি। আপনারা সবাই অবগত আছেন যে গত 30 April 2015 তারিখ থেকে Youtube তাদের ভিডিও প্লেয়ারে পরিবর্তন আনায় Symian মোবাইল সহ আনেক ইন্টারনেট টেলিভিশনে এখন আর Youtube ভিডিও দেখা যাচ্ছে না। আসলে Symbian মোবাইল এ অনেক আগে থেকেই Youtube ভিডিও দেখতে ঝামেলা হচ্ছিল, আর এখন তা পুরপুরি ই বন্ধ। আমি একজন Symbian মোবাইল বেবহার কারী। আমি জানি সমস্যাটা কতটা কষ্টদায়ক। যাইহোক আমার কখনও সমস্যা হয়নি। Symbian বেবহারকারীদের এই সমস্যা থেকে খানিকটা সমাধান দিতে আমার আজকের এই টিউন আর সে জন্যই আজকের দিনের জন্য ওপেনসোর্স হলাম। । যাইহোক শুরু করা যাক-
যা যা প্রয়োজন-
১- অপেরা মিনি ওয়েব ব্রাউজার
২- ডিফল্ট ওয়েব ব্রাউজার
প্রথমে অপেরা মিনি ওয়েব ব্রাউজার দিয়ে যে কোন একটি ইউটিউব ভিডিও তে যান। ভিডিও এর ID কপি করুন। এবার সেটের ডিফল্ট ওয়েব ব্রাউজার ওপেন করে নিচের মত করে লিখুন-
https://youtube.com/watch?v=video-ID
Example: http://www.youtube.com/embed/MVbeoSPqRs4
এখানে MVbeoSPqRs4 হচ্ছে ভিডিও ID ।
এবার লোড হলে Play বাটনে ক্লিক করে ভিডিও দেখতে থাকুন। এইভাবে ভিডিও দেখাতে আপনি অনেক বেশি সুবিধা পাবেন যেমন- ভিডিও সম্পূর্ণ লোড হলে আপনি ইচ্ছা মত যতবার ইচ্ছা সামনে-পিছনে টেনে দেখতে পারবেন। অতিরিক্ত কিছু কড বেবহার করে আপনি আরও কিছু সুবিধা উপভোগ করতে পারবেন, আমি নিচে কোড গুলো দিয়ে দিচ্ছি।
Example: http://www.youtube.com/embed/MVbeoSPqRs4?autoplay=1
Value 0: The player controls are always visible.
Value 1: The player controls hides automatically when the video plays.
Value 2 (default): If the player has 16:9 or 4:3 ratio, same as 1, otherwise same as 0.
Value 0 (default): The video will not play automatically when the player loads.
Value 1: The video will play automatically when the player loads.
Value 0: Player controls does not display. The video loads immediately.
Value 1 (default): Player controls display. The video loads immediately.
Value 2: Player controls display, but the video does not load before the user initiates playback.
Value 0 (default): The video will play only once.
Value 1: The video will loop (forever). [ মানে আজীবন চলতে থাকবে]
তো আরকি দেখতে থাকুন Youtube ভিডিও মনের আনন্দে। উপরের কদ গুল যেভাবে ব্যাবহার করবেন-
Example: http://www.youtube.com/embed/MVbeoSPqRs4?autoplay=1
http://www.youtube.com/embed/MVbeoSPqRs4?autohide=1
http://www.youtube.com/embed/MVbeoSPqRs4?controls=1
http://www.youtube.com/embed/MVbeoSPqRs4?loop=1
ও হ্যাঁ এই কোড গুলো আপনি আপনার ওয়েব সাইটেও ব্যাবহার করে ভিডিও Embed করতে পারবেন। নিচে ওয়েব সাইটের জন্য কোডটা দিলাম
<iframe width="420" height="315"
src="http://www.youtube.com/embed/MVbeoSPqRs4?autoplay=1">
</iframe>
ভাল থাকবেন সবাই। কারও সমস্যা হলে আমার সাথে ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
আমি realarif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।