আসছে নকিয়ার সর্বশেষ এন্ড্রয়েড ফোন NOKIA X2, আর কোন এন্ড্রয়েড ফোন নকিয়া তৈরী করবে না। [Shocking News!!!]

মাইক্রোসফট (নকিয়া মোবাইল ডিভিশনের বর্তমান মালিকানা প্রতিষ্ঠান) কিছুক্ষন আগে জানিয়েছে ভবিষ্যতের নকিয়া এক্স সিরিজের ফোনগুলোতে আর এন্ড্রয়েড চলবে না! তার পরিবর্তে চলবে উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম। আর এরই মাধ্যমে ইতি ঘটবে মাইক্রোসফটের এন্ড্রয়েড জগতের সাথে সংক্ষিপ্ত পদচারনার, যেটা শুরু হয়েছিল মাত্র ৫ মাস আগে বার্সেলোনায় ওয়াল্ড মোবাইল কংগ্রেসে তৎকালীন নকিয়ার সিইও এবং বর্তমান মাইক্রোসফট মোবাইল ডিভিশনের হেড স্টিফেন ইলোপের ঘোষনার মাধ্যমে। কারন মাইক্রোসফট চাচ্ছে উইন্ডোজ ফোনকে আরো শক্তিশালী এবং প্রতিযোগীতাপূর্ন মোবাইল অপারেটিং হিসেবে আরো অধিক পরিমানে জনপ্রিয় করতে। বিশেষ করে গত পরশু রিলিজ হওয়া উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেমে পূর্বের অ-নে-ক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পেরেছে। সুতরাং যারা এন্ড্রয়েড ফোন কিনতে চান (বিশেষ করে নকিয়ার প্রস্তুত করা) তাদের জন্য অতি সম্প্রতি রিলিজ হতে যাওয়া নকিয়া এক্স২ এন্ড্রয়েড ফোনটি হতে পারে অন্ধের যষ্ঠি।

  •  বিস্তারিত স্পেসিফিকেশন
  • নেটওয়ার্ক: 3G+2G
  • ডিসপ্লে: 4.3" IPS LCD
  • প্রসেসর: 1.2 GHz Dual Core
  • জিপিউ: 302 Adreno
  • র্যাম: 1 GB
  • রম: 4 GB
  • মেমোরী কার্ড সাপোর্ট: 32GB
  • ক্যামেরা (রিয়ার): MP (With Flash)
  • ক্যামেরা (ফ্রন্ট): VGA
  • ব্যাটারী: 1800 mAh
  • ওজন: 150 gm
  • মূল্য: Officially বাংলাদেশের জন্য মূল্য এখন পর্যন্ত ঘোষনা করা হয়নি।

সূত্র>> এখানে <<

 

Level 0

আমি MAK আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks

NOKIA X2 DUAL SIM মোবাইলে 3G কি SIM 1 – SIM 2 সাপোর্ট করে ? নাকি SIM 1 Only ? দয়া করে জানাবেন

    @মোঃ মহিউদ্দিন: SIM 1 3G, SIM 2 2G

      @MAK আজাদ: আপনি যে সুত্র লিঙ্ক দিয়েছেন। তা অন্য জায়গায় পেয়েছি ।তবে অফিসিয়াল ভাবে মানে Microsoft এর নিজস্ব সাইটে এরকম কিছু দেখিনি। এটা কি আসলেই সত্যি যে Microsoft শুধুমাত্র ৪ টি Android Phone বানিয়ে তাদের Android Chaptar বন্ধ করে দিল বিষয়টা কেমন দেখায়না !

    @hey: আপনি যেটা শেয়ার করেছেন এটা হচ্ছে গুজব বা সম্ভাব্য খবর। কিন্তু আমি যে লিংকটা শেয়ার করেছি সেটা একদম হেড অব মোবাইল ডিভিশন স্টিফেন ইলোপের বক্তব্য>> http://www.microsoft.com/en-us/news/press/2014/jul14/07-17announcement2.aspx

Nokia X2 ki BD aslo kobe?

    @Rashedul Haque Lipu: এখনো আসেনি। তবে অতি শীঘ্রই আসবে।

“আসছে” আর “এসেছে” এর মধ্যে পার্থক্য বুঝতে পারাটা সাধারন বোধের ব্যাপার :v

Level 0

ভালো হইসে, নোকিয়ার এমন বাজে ফোন না বানিয়ে windows phon কে আরো আপডেট করা উচিৎ। নোকিয়ার android গুলো android নামের কলঙ্ক।

দাম কেমন হবে?