মাইক্রোসফট (নকিয়া মোবাইল ডিভিশনের বর্তমান মালিকানা প্রতিষ্ঠান) কিছুক্ষন আগে জানিয়েছে ভবিষ্যতের নকিয়া এক্স সিরিজের ফোনগুলোতে আর এন্ড্রয়েড চলবে না! তার পরিবর্তে চলবে উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম। আর এরই মাধ্যমে ইতি ঘটবে মাইক্রোসফটের এন্ড্রয়েড জগতের সাথে সংক্ষিপ্ত পদচারনার, যেটা শুরু হয়েছিল মাত্র ৫ মাস আগে বার্সেলোনায় ওয়াল্ড মোবাইল কংগ্রেসে তৎকালীন নকিয়ার সিইও এবং বর্তমান মাইক্রোসফট মোবাইল ডিভিশনের হেড স্টিফেন ইলোপের ঘোষনার মাধ্যমে। কারন মাইক্রোসফট চাচ্ছে উইন্ডোজ ফোনকে আরো শক্তিশালী এবং প্রতিযোগীতাপূর্ন মোবাইল অপারেটিং হিসেবে আরো অধিক পরিমানে জনপ্রিয় করতে। বিশেষ করে গত পরশু রিলিজ হওয়া উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেমে পূর্বের অ-নে-ক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পেরেছে। সুতরাং যারা এন্ড্রয়েড ফোন কিনতে চান (বিশেষ করে নকিয়ার প্রস্তুত করা) তাদের জন্য অতি সম্প্রতি রিলিজ হতে যাওয়া নকিয়া এক্স২ এন্ড্রয়েড ফোনটি হতে পারে অন্ধের যষ্ঠি।
সূত্র>> এখানে <<
আমি MAK আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks