Nokia S40 সিরিজের মোবাইলফোন বাংলাদেশে বহুত ব্যবহৃত। এগুলো জাভা সমর্থিত মোবাইলফোন। এই মোবাইলগুলোর কিছু সমস্যার মধ্যে রয়েছে তার মাঝে অন্যতম সমস্যা No Music File Found। এজন্য Gallery থেকে গান বাজাতে হয় যা অনেক বিরক্তিকর। অনেকে এর জন্য মোবাইলফোনের সফটওয়ার আপডেট দেন বা ফ্লাশ দেন। কিন্তু ফ্লাশ ছাড়াই এই সমস্যার সমাধান করা যায়। আমি এই পোষ্টে যে মোবাইলটির No Music File Found সমস্যার সমাধান করব তার মডেল Nokia 3110 Classic।
No Music File Found সমস্যাটি সমাধানের জন্য যা যা লাগবে।
- Oxyfile Software
- Nokia PC Suite
- Data Cable / Bluetooth Device for PC.
প্রথম Oxy File Software টি ডাউনলোড করে নিন। এটি একটি প্রিমিয়াম সফটওয়ার এর দাম $14.95, তবে আপনি ট্রায়াল হিসেবে ব্যবহার করতে পারবেন। আর আমাদের কাজ তো একবারই।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নিন।
নোকিয়া মোবাইল ফোনটি PC Suite এর মাধ্যমে Nokia Mode এ কানেক্ট করুন।
এবার Oxyfile টি চালু করুন।
Auto আপনার ফোনটি Oxyfile এ চালু হয়ে যাবে। যদি না হয় তবে Run Connection Wizard থেকে আপনার ফোনের মডেল দিয়ে কানেক্ট করিয়ে নিন।
বা পাশ নিচ দিক দিয়ে থাকা File Browser এ ক্লিক করুন।
Local Disk (C) ডাবল ক্লিক করে অপেন করুন।
এবার Music.db নামে কিছু ফাইল আছে তা খুজুন।
এগুলো রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দিন। ইমার্জেন্সি হিসেবে ব্যাকআপ রাখতে পারেন।
ডিলিট করা হয়ে গেলে OXYfile বন্ধ করে PC হতে মোবাইলটি ডিসকানেক্ট করুন। মোবাইলটি বন্ধ করে পুনরায় অন করুন।
মিউজিক প্লেয়ারে গিয়ে দেখুন।। আপডেট নিয়ে মিউজিক প্লেয়ার চালু হয়ে গেছে।
আমি মোঃ শাহ্ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 142 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai amar akti fring video calling account khule dile onek help pabo. please Vai please Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vaiplease Vai…………ami parci na