কিভাবে নকিয়া ফোন ফ্ল্যাশ দিবেন।

আমরা অনেকেই অনেক সময় নকিয়া ফোন এর বিভিন্ন সফটওয়্যার সমস্যায় ভুগি। যেমন; হ্যাং করা, বার বার রিস্টাট নেয়া, আপ্লিকেসন রান হয় না ,ইত্যাদি। এছারাও অনেক সময় ফোন এ পাসওয়ার্ড ভুলে যাই ফলে ফোন লক হয়ে যায়। এই সমস্যা গুল সমাধান করা সম্ভব আপনার ফোন ফ্ল্যাশ দেয়ার মাদ্ধমে। ফ্ল্যাশ এর মাদ্ধমে আপনার ফোন একদম নতুন অবস্থায় যেমন ছিল তেমনই হয়ে যাবে!!!

প্রয়োজনীয় জিনিসঃ

  • আপনার ফোন এর ইউএসবি ডাটা কেব্‌ল।
  • Phonix Service software (download link: http://depositfiles.com/files/qiqbgfg2x )
  • আপনার ফোন এর উপযুক্ত ফ্ল্যাশ ফাইল । ফ্ল্যাশ ফাইল কথায় পাবেন??? এর জন্য রয়েছে একটি সফটওয়্যার। (download link: http://www.symbian-toys.com/navifirm.aspx#download ) এই navifirm সফটওয়্যার এ আপনার ফোন এর RM নাম্বার দিয়ে সার্চ দিয়ে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে হবে।

ধাপঃ

  • ফনিক্স সফটওয়্যারটি আপনার পিসি এর C:/ ড্রাইভ এ ইন্সটল করুন।
  • navifirm দিয়ে আপনার ফ্ল্যাশ ফাইল ডাউনলোড দেয়ার পর সবগুল ফাইল একটি ফোল্ডার এ রেখে ফোল্ডারটি C:\Program Files\Nokia\Phoenix\Products\ তে পেস্ট করুন। লক্ষ করবেন ফোল্ডারটির নাম জেন আপনার RM নাম্বার এর সাথে মিল থাকে (ex: RM-512)
  • এবার ফনিক্স সফটওয়্যার ওপেন করুন এবং আপনার ফোন ডাটা কেব্‌ল দিয়ে পিসি এর সাথে কানেক্ট করুন।
  • NO CONNECTION লেখার ডান পাশের চিহ্ন তে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ফোন এর RM নাম্বার দেখা জাচ্ছে। RM নাম্বারটি সিলেক্ট করুন।
  • এবার Flashing এ ক্লিক করুন এবং Farmware Update সেলেক্ট করুন।
  • Product Code এর ডান পাশের বক্স এ ক্লিক করুন এবং আপনার Product টি সেলেক্ট করে ওকে ক্লিক করুন।
  • এবার Refurbish ক্লিক করুন।
  • এপর ফনিক্স এর নির্দেশনা অনুস্বারে আপনার ফোন ফ্ল্যাশ দিন।

বিঃদ্রঃ এই সফটওয়্যারটি নকিয়া ব্যাতিতো অন্য কন ফোন ব্যবহার করা যাবে না। নকিয়া কেয়ার এ এই সফটওয়্যারই ব্যবহার করা হয়। ফ্ল্যাশ দিলে ওয়ারেন্টি শেষ হয়ে যায়। সম্পূর্ণ নিজ দায়িত্বয়ে আপনার ফোন ফ্ল্যাশ দিন, কিছু হইলে আমি দায়ি থাকব না।

সাহায্যের জন্য আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/raad.ishaque

Level 0

আমি Raad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am a smartphone developer...i think i can help u..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks. I’m looking it.

2 bochor age eti niye ekti purnango tune koresilam. Tune ti nirbachito abong sobcheye priyo tune talikai 2nd position a chilo but keno jani tune ti delete kore diyechen amader moderator. Jai hok apni abar koresen apnake onek thanks. Screenshot dile onek valo hoto.

এই সফটওয়ার নিয়ে টিটি-তে অনেক টিউন হয়েছে।টিউন করার আগে আশা করি একটু সার্চ করে নেবেন।তাছাড়া ফোন ফ্ল্যাশিংয়ের মত ব্যাপার নিয়ে টিউন করেছেন,আরেকটু বিস্তারিত লেখা উচিত ছিলো।যেমনঃফ্ল্যাশিংয়ের সময় কি ধরনের সমস্যা হতে পারে এবং এক্ষেত্রে সম্ভাব্য করনীয়।যা হোক, টিউনের জন্য ধন্যবাদ।

Level 0

BAI AMAR SMS R MOBILE A CONTACT NUMBER GULA KI TIK THAKBE? NAKI DELETE HOYE JABE. PLZ JANAN

Level 0

r jodi flashing er somoy kono problem hoy tahole oi ei dadar deo software ti diye r phone chalu kora somvod noy… karon tokhon “usb boot loader” ure jabe.. r IMEI number ure jete pare.. ar ekbaar IMEI number ure gale nokia handset e imei write kora jay na..

er cheye valo jara Mobile er software er kaaj kore tader kach theke phone ti Flash koriye nin. karon kono problem hole Apnar mullban hand set ti Voge jabe..

    Level 0

    dhonnobad…. ekhon kar phone gula te boot loader fixed kora thake…amar N8 e onek bar flashing failed hoiche bt phone dead hoy nai…

Eto kisu jamela korar darkar nai’only 4 digit code diye factory flash kra jai ja ekebare nuton phone er mto.

    Level 0

    file missing hole hard format e kaj hobe na vai…..

এর থেকে jaf pkey emulator অনেক ভালো।

    Level 0

    ফনিক্স নকিয়া এর অফিসিয়াল সারভিস সফটওয়্যার।

খুব ভাল হয়েছে ।

    Level 0

    ধন্যবাদ

Level 0

Thank you vai.Amoni tune cheyechilam.ami try korini but mone hoe valoi hobe.Evabei amader jonno tune kore jaben

ভাই,navifirm সফটওয়্যার টা ওপেণ হয় ণা।এঈ লেখা আশে THIS APPLICATION FAILED TO INITALIZE PROPERLY…কী করবো।

    Level 0

    apni kon operating system use koren?

WINDOS XP STYLE EDITION SERVICE PACK 3…Ki korbo janan……?

ভাই,navifirm সফটওয়্যার টা ওপেণ হয় ণা।এঈ লেখা আশে THIS APPLICATION FAILED TO INITALIZE PROPERLY…কী করবো।

WINDOS XP STYLE EDITION SERVICE PACK 3…Ki korbo janan……?

amar nokia 3120 c.. bt ami flahing korte parsi na….. update file o passi na… amar set er RM-364… please help me…

Level 0

aida dia ami akta nokia 6630 phn dade korsilam, pore obosso phn ta 200 takar binimoy e thik kora gase!!!!!