১১ই নভেম্বরের সুপ্রিম কোর্টের সেই হ্যাকের কথা টিটির মেম্বাররা কম বেশি সবাই জানার কথা, যা হয়েছে বাংলাদেশেরই দামাল(!) ছেলের দ্বারা যারা নিজেদের দেশ প্রেমিক বলে দাবি করে যেমনতা দূর্নিতবিদরা নিজেদের জাহির করে। ঘটনাটি ঘটার পর পর বাংলাদেশ শক্তিশালী ইথিকাল হ্যাকিং গ্রুপ বাংলাদেশ সাইবার আর্মি(BCA) সত্য উদঘাটনে মাঠে নামে। এবং বিসিএ গ্রুপের কয়েক মেম্বারের কঠোর পরীশ্রমের পর বেশ কিছু ইনফরমেটিভ চ্যাটিং ও ভিডিও ক্লিপ সংগ্রহ করে যা আপনারা বিসিএ এর ফেসবক গ্রুপেই খুজে পাবেন।
পরবর্তীতে র্যাবকে তথ্য সহায়তা দেয় বিসিএ, এবং এর ভিত্তিতে তারা মোঃ রাসেল ভূঁইয়া(১৮) এবং শাহ্ মিজানুর রাহমান(১৯) পরিচয় দেওয়া দুইজনকে গ্রেপ্তার করে। এ সম্বন্দে খবর দুটি পড়ে নিতে পারেন এখান থেকে
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাকিং, ২ তরুণ গ্রেপ্তার সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাকিং: দুই তরুণ গ্রেপ্তার
তাদের মতে তারা দেশের সাইত নিজেরা রক্ষা করেন, অথছ তথ্য প্রমান বলে তারা ঠিক দেশের বিরুদ্ধেই অবস্থান করছেন 🙁 এবেপারে বিস্তারিত কিছু টিউন করেছেন আমাদের প্রিয় মাক্ষন দা। চলুন সেখান থেকেই বিস্তারিত চোখ বুলিয়ে আসি।
আরো একটি পোষ্ট পড়তে পারেন সামুতে
এবং বাংলাদেশ সাইবার আর্মি এতদিন যে কাজ গুলো করে আসছিল তার ক্রেডিট তারা নিজদের ঘাড়ে নিতে চাইলো যাকে হ্যাকিং এর ভাষায় ল্যামার বলে। চলুন বিসিএ নিয়ে তৈরী হয়া কিছু ষড়যন্ত্রের ভূল ভাঙ্গিয়ে নিয়ে আসি আরেকটি তথ্য চিত্র সহ টিউন থেকে
তবে সেই যুবকদের গ্রেপ্তারে কেউ খুশি কেউবা ওদের সাপোর্টে আছেন। এ দিক দিয়ে আমি বলবো আগে জানুন তারপর ভালো বা মন্দকে সাপোর্ট করবেন সেটা আপনার ইচ্ছে।
সাইবার আর্মি , হ্যাকার এবং আমার কিছু প্রশ্ন ??? টাইটেলে একজন পোষ্ট করেছেন তার জবাবে কিডির সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই
@মাহমুদ শরফুদ্দিন আপনার টিউনটির সাথে আমি সহমত তবে কিছু দিক দিয়ে না ।
১। বাংলাদেশের সরকারি ওয়েবসাইট গুলোর এই রকম অবস্থা হওয়ার অন্যতম কারন হচ্ছে সাইটের আপডেট না হওয়া। আপনি লক্ষ্য করলে দেখবেন যে বেশির ভাগ সরকারি সাইট গুলো তৈরী করা হয়েছে ২০০৭-২০০৮ সালে তারপরে আর কোনো আপডেট নেই । এখন আমরা যদি ২০০৭ এবং ২০০৮ সালের কথা চিন্তা করি তাহলে আমি বলবো তারা অনেক ভালো সাইট বানাইসে । আর বাংলাদেশের ৯০% সরকারি সাইট SQL Injection Vulnerable যা বর্তমানে কেউ হ্যাকিং শিখতে গেলেই এটা আগে শিখে । কিন্তু ২০০৭-২০০৮ এ এটা গনা কই একজন হ্যাকার এ পারতো । সময় যায় দিন বদলায় এখন অনেক কিছুই আগের থেকে সহজ হয়ে গেছে ।
২। আপনি বলছেন ওরা মেধাবী ? আমি তা মানতে রাজি নই , মিডিয়া মানেই ৩ লাইন বেশি বলা ,
“এরা যেকোনো ওয়েবসাইটে ঢুকে আধা ঘণ্টার মধ্যে তা নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে। এরপর তাদের ইচ্ছামতো ওই ওয়েবসাইটটি হ্যাকিং করে যে কাউকে বিপদে ফেলতে পারে। ”
আমার মনে হয় না এই বিশ্বে এমন কোনো হ্যাকার আছে যে আধা ঘণ্টার মধ্যে যে কোনো ওয়েবসাইট নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে । বাংলাদেশ সাইবার আর্মিতে ২০০০ + মেম্বার আছে , ওখানে অনেক নতুন মেম্বার আছে এখন তাদের যদি বলা হয় বাংলাদেশের সরকারি সাইট উরিয়ে দাও আমার মনে হয় না ৭ দিনের বেশি সময় লাগবে সব সাইট শেষ করতে , এডমিনদের কথা বাদ ই দিলাম । বর্তমানে সরকারি সাইট এর যে করুন অবস্থা তা হ্যাক করতে মনে হয় কোনো মেধার দরকার হয় না (আমার মতে )। সাইটের কি সমস্যা এমন কি কিভাবে ঠিক করতে হবে তাও আমরা মেইলে জানিয়ে দিয়েছি তারপরেও যদি সাইট ঠিক না করে তাতে আর কাউর ই কিছু করার থাকে না । এখানে যা বললাম সম্পূর্ণ আমার নিজের মতামত , জানি না কে এটাকে কিভাবে মেনে নিবেন ।
http://www.facebook.com/groups/bdcyberarmy/ তে
উপসংহারঃ টেকটিউনসের সবাই কেমন আছেন ?? অনেককেই মিস করছি 🙁
আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
😀 😀 😀 বাহ বাহ!