ফ্রীতে অংশগ্রহণ করুন ‘ই-এশিয়া-২০১১’ সম্মেলনের ফ্রিল্যান্সিং সেমিনারে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আগামী ১ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে এশিয়ার অন্যতম তথ্যপ্রযুক্তি মেলা ই-এশিয়া। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এ আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ই-এশিয়া সম্মেলনে ৩০টি দেশের ৯০ জন এবং বাংলাদেশের ৬০ জন বিশেষজ্ঞ অংশ নেবেন। এ ছাড়া বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি যোগ দেবেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এই আয়োজনে আইসিটি পণ্য ও সেবা প্রদর্শনী, ৩০টি সেমিনার এবং বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক উপস্থাপনা তুলে ধরা হবে। সেমিনারের সময়সূচী পাবেন এখানে

এর মধ্যে ৩রা ডিসেম্বর সকাল ১১:৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হবে ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার। যেখানে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের নানা সম্ভাবনা, সমস্যা নিয়ে খোলাখুলি আলাপ-আলোচনা করবেন দেশ-বিদেশের আউটসোর্সিং বিশেষজ্ঞরা। উক্ত সেমিনারে যোগ দিতে ঢাকায় আসছেন বিশ্বের অন্যতম অনলাইন আউটসোর্সিং সাইট ওডেস্ক’র প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) ম্যাট কুপার।

মেলার আয়োজক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সূত্রে থেকে বলা হয়েছে, ওডেস্ক’র প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) ম্যাট কুপার সম্মেলনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন ক্রোয়েশিয়া, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের শীষস্থানীয় তরুণ ফ্রিল্যান্সাররা।

গুরুত্বপূর্ণ এই সেমিনারে অংশগ্রহণ করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তবে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর রেজিস্ট্রেশন করা যাবে ২১ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠেয় বিসিএস মেলার ই-এশিয়া স্টল থেকে। এছাড়া ছাত্ররা মাত্র ৫০০ টাকা দিয়ে সবগুলো সেমিনারের প্যাকেজ হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন।

তথ্যসূত্র: বার্তা ভুবন। বাংলা ভাষায় সোশ্যাল বুকমার্কিং ও সোশ্যাল নিউজ শেয়ারিং ওয়েবসাইট।
http://bartavubon.com

Level 0

আমি বার্তা ভুবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি তথ্য-প্রযুক্তির সমূদ্রে হারিয়ে যেতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টাকা দিয়ে রেজিস্ট্রেশান করতে হইলে আর ফ্রীতে অংশগ্রহণ করা হইলো কিভাবে।

    @mdrofiquekhan: শুধুমাত্র ৩রা ডিসেম্বরের সেমিনার গুলো ফ্রী। অন্যগুলো নয়।

আমি আমার পরিক্ষার কারনে অংশগ্রহন করতে পারছি না।
অতএব টেকটিউনের কেউ যদি অই সেমিনার এর ভিডিও শেয়ার করে তাহলে সবার জন্য উপকার হবে।

Level 0

আমি আসছি। 🙂

Level 0

ধন্যবাদ।
আমি ঢাকার বাইরে, অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে কী না? অথবা অন্য কারো দ্বারা রেজিস্ট্রেশন করানো যাবে ক না?
জানালে উপকৃত হব।

Level 0

” ২১ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠেয় বিসিএস মেলার ই-এশিয়া স্টল” মানে কি ? এখন কি মেলা চলতে ছে ???

(রেজিস্ট্রেশন করা যাবে ২১ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠেয় বিসিএস মেলার ই-এশিয়া স্টল থেকে।)
sudu etuku bolle e cholbe?????? Address dite hobe na????? kothay ei mela hochsse kindly janaben plz?????????

    @Sydur Rahman: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে

@Liaz: Thanks brother.

great

Level 0

আমার EXAM চলছে আমি যেতে পারছি না । সেমিনার এর VIDEO techtunes এ Upload করে দিয়েন PLS.