কম্পিউটারের ক্রোম ব্রাউজারের নিরাপত্তা ত্রুটি সমাধানে জরুরি হালনাগাদ ছেড়েছে গুগল। এ বছরের ‘অষ্টম জিরো ডে’ নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া যায়। বছরের শুরু থেকেই এ ত্রুটির সুযোগ নিচ্ছিলেন হ্যাকাররা। এক ব্লগ টিউনে এ নিরাপত্তাত্রুটির জরুরি হালনাগাদের কথা জানিয়েছে গুগল।
ত্রুটিটিকে সিভিই-২০২২-৪১৩৫ নামে শনাক্ত করা হয়েছে। এটি জিপিইউয়ের হিপ বাফার ওভারফ্লো নিরাপত্তাত্রুটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির একদল ঝুঁকি বিশ্লেষক এ ত্রুটির সন্ধান পান। সেই ব্লগে বলা হয়, সিভিই-২০২২-৪১৩৫ নিরাপত্তাত্রুটির বিষয়ে সতর্ক রয়েছে গুগল। তবে ক্রোমের এ নিরাপত্তা হালনাগাদ পেতে ব্যবহারকারীদের সময়ের প্রয়োজন রয়েছে। তাই এ ত্রুটির বিস্তার ঠেকাতে আপাতত বিস্তারিত তথ্য প্রকাশ করছে না গুগল।
হিপ বাফার ওভারফ্লো নিরাপত্তাত্রুটি কী?
হিপ বাফার ওভারফ্লো সাধারণত মেমোরির একটি নিরাপত্তাজনিত ত্রুটি। একে কাজে লাগিয়ে কোনো বাধা ছাড়াই অজানা গোপন জায়গা থেকে ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করতে পারেন হ্যাকার। অ্যাপ্লিকেশনের মেমোরিকে ওভাররাইট করতে হ্যাকাররা এ নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগান। এ ত্রুটির ফলে তথ্য ব্যবহারের নিয়ন্ত্রণ সীমাবদ্ধ হয়ে যায়।
ক্রোম ব্রাউজারের নতুন হালনাগাদ যেভাবে ইনস্টল করা যাবে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য
১০৭.৫৩০৪.১২১/১২২ সংস্করণে হালনাগাদের পরামর্শ দিচ্ছে গুগল। এ ছাড়া ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের ক্রোম হালনাগাদ করে ১০৭.৫৩০৪.১২২ সংস্করণে যেতে হবে। ক্রোম ব্রাউজার হালনাগাদ করতে সেটিংস অপশনে গিয়ে মেনুতে থাকা অ্যাবাউট ক্রোম অপশনে গিয়ে হালনাগাদ সংস্করণ নামিয়ে ব্রাউজার রিস্টার্ট দিয়ে ইনস্টলেশন সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য জিরো ডে নিরাপত্তাত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা, যা কাজে লাগিয়ে হ্যাকাররা সহজেই যেকোনো যন্ত্রে সাইবার হামলা চালাতে পারেন।
আমি হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।