নকিয়ার উইন্ডোজ ফোন বাজারজাত ,মুঠোফোন জগতে নতুনভাবে যাত্রার ঘোষণা দিয়েছে নকিয়া।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

লন্ডনে বিশ্ব সম্মেলন আয়ো-জন করে মুঠোফোনhttp://www.malaysianwireless.com/wp-content/uploads/2011/03/nokia-wp7.jpg জগতে নতুনভাবে যাত্রার ঘোষণা দিয়েছে নকিয়া। গত মঙ্গলবার বিশ্বের ৭০টি দেশের প্রায় তিন হাজার আমন্ত্রিত অতিথির সামনে উইন্ডোজ ফোন চালুর ঘোষণা দেয় মুঠোফোন জগতের শীর্ষস্থানীয় ওই প্রতিষ্ঠান।লন্ডনের এক্সেল সম্মেলনকেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে ‘নকিয়া ওয়ার্ল্ডে’ নতুন ফোন, সেবা ও যন্ত্রাংশের সংযোজন কীভাবে ঘটছে, তার বিবরণ তুলে 😀 ধরা হয়। বিশেষ করে, নকিয়া লুমিয়া ৮০০ ও নকিয়া লুমিয়া ৭১০ নাম দুটি ঘোষণার সময় সম্মেলনকেন্দ্র করতালিতে মুখর হয়ে ওঠে।
আয়োজকেরা জানান, এই প্রথমবারের মতো নকিয়ার স্মার্টফোনের সম্ভারে উইন্ডোজ ফোনের সুবিধা যোগ হয়েছে। যেগুলোতে একাধারে স্টাইলিশ, স্মার্ট মোবাইল ফোন, সুপেরিয়র নকিয়া ম্যাপস, মনস্টারসহ অন্যদের সঙ্গে অংশীদারিভিত্তিক কো-ব্র্যান্ডেড যন্ত্রাংশ রয়েছে।
নকিয়ার গ্রাহক, অংশীদার ও ডেভেলপারদের জন্য আয়োজিত বার্ষিক অনুষ্ঠান নকিয়ার ভুবনে নিত্যনতুন উদ্ভাবন তথা ফোন, সার্ভিস ও মুঠোফোনের যন্ত্রাংশ প্রদর্শন করা হয়।
নকিয়া আরও চারটি নতুন ফোন নিয়ে এসেছে। নান্দনিক নকশার এসব ফোন গ্রাহক বা ব্যবহারকারীদের সমৃদ্ধ সামাজিক অভিজ্ঞতা ও লোকেশন-অ্যাওয়্যার প্রযুক্তি স্থান চিহ্নিতকরণ সুবিধা দেবে। নকিয়া আশা ৩০০, নকিয়া আশা ৩০৩, নকিয়া আশা ২০০ ও নকিয়া আশা ২০১—এই চারটি ফোন তৈরি করা হয়েছে নকিয়ার স্মার্টফোন ও ফিচার ফোনের মাঝামাঝি আদলে।
‘আমরা আট মাস আগে আমাদের নতুন কৌশলের কথা বলেছি। ওই কৌশলের আলোকে আমরা যে অগ্রগতি অর্জন করেছি, সেটিই আজ উপস্থাপন করছি। আমরা স্মার্টফোন প্রবর্তন এবং এর উন্নততর সংস্করণ নিয়ে আসাসহ নিত্যনতুন উদ্ভাবনের মাধ্যমে পণ্যসেবার সম্ভার সমৃদ্ধ করে চলেছি,’ বলেন নকিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিফেন এলপ। তিনি আরও বলেন, ‘আমরা দ্রুততম সময়ের মধ্যেই নকিয়া লুমিয়া ৮০০ থেকে শুরু করে নকিয়া আশা ২০১ পর্যন্ত নিত্যনতুন ডিজাইনের মোবাইল ফোনগুলো মার্কেটে নিয়ে এসেছি।’
বিশ্বের টেলিযোগাযোগ খাতে নকিয়া শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিদিন ১ দশমিক ৩ বিলিয়ন বা ১৩০ কোটি মানুষ নকিয়া ফোনসেট ব্যবহার করে।

সুএঃ ফক্স নিউজ

Level 0

আমি galiman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জ্ঞানী হইবার চাই!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দেখা যাক কি ছমক নোকিয়া এবার দিব???

Level 2

বাংলাদেশে কবে আসবে ? আর দাম …। ????

    @inferon: বাংলাদেশে আসবে খুব শিগগির ,আর দামটা জানিনা ……. 😛

Well Come / China পেলে কিনবো।

Level 0

আমার নকিয়া N9 এর থেকেও অসাম:) দেখুন
http://www.fonearena.com/blog/39769/exclusive-photo-gallery-99-photos-of-the-nokia-n9.html
ক্ষমতা জানতে চান? অফিশিয়াল ফোন এরিনা রিভিউ-
http://www.fonearena.com/blog/42851/nokia-n9-review-a-swipetastic-device-from-finland.html
অফিশিয়ান ফোনরিভিউয়ার সাইটের রিভিউ এবং বাজারের অন্য স্মার্টফোনের সঙ্গে তুলনা-
http://www.phonesreview.co.uk/2011/07/11/iphone-4-vs-nokia-n9-inspirational-n9-needs-windows-phone-7-os/
আশা করি এই ফোনটা N9 এর থেকেও ভাল হবে।:) কিন্তু N9 এর মত বাটনবিহীন(হোমবাটন নেই, আঙ্গুলের ছোয়ায় সকল কাজ চলে) ফোন তো আর হতে পারবে না

    Level 0

    Yaap… Ami amar life a N9 er moto Sexy and iPhone 4 er moto elegant device r dekhi ne!!!

price ta janale valo hoto…