সোসিয়াল নেটওয়ার্ক জায়েন্ট ফেসবুককে মানুষের কাছে আরও জনপ্রিয় ও সহজলভ্য করার জন্য উন্মুক্ত করল ফেসবুক লাইট Facebook Lite - http://lite.facebook.com/। যেহেতু ফেসবুকের টোটাল ইন্টার ফেসটিতে এজাক্সের (AJAX) ববহার করা হয় তুমুল ভাবে রিচ মিডিয় যেমন ছবি, ভিডিও ওর ছড়া ছড়ি থাকে তাই পেইজ লোড হতে সভাবত একটু সময় লাগেই।
আর তাই ফেসবুকলাইটে Facebook Lite এজাক্স (AJAX) রিকোস্ট সম্পূর্ণ ফেলে দিয়ে সম্পূর্ণ এইচটিটিপি (HTTP) রিকোয়েস্টের উপড় নির্ভর করে এবং রিচ মিডিয়া নুন্যতম রেখে তৈরি করা হয়েছে ফেসবুক লাইট। উদ্দেশ্য? ইউজাররা যাতে দ্রুত ফেসবুক ব্রাউজ করতে পারে কম ব্যান্ডউইথে থেকেও। তবে এখনও অনেক কাজ বাকি আছে। মূল ফেসবুকের সব ফাংসন লাইট হয়নি। তবে খুব দ্রুতই হয়ে যাবে।
আপনারা কেউ কিন্তু ভুলেও মনে করেন না ফেসবুক লাইট (Facebook Lite) ফেসবুকের কোন নতুন ভার্সন। আসলে লাইট (Lite) মানেই হালকা। রিচ মিডিয়া কন্টেন্ট আর হাই ট্যাফিক রিকোস্ট ফেলে দিয়ে মূল ফেসবুকেরই একটা কম ব্যান্ডউইথে থাকেও যাতে আমরা অনায়াসে আমাদের বন্ধুদের সাথে কানেকটেড থাকতে পারি সেজন্যই এই ফেসবুক লাইট।
আমাদের অনেকের কাছেই ইন্টারনেট মানেই ফেসবুক। সারাদিন ফেসবুককে ঘুরাঘুরি আর ছোড়াছুড়ি করতে করতে যে কখন সময় কেটে যায় বোঝাই যায় না। কিন্তু আমাদের দেশের নেট কানেকশান এখনও ওত স্মুথ না। ফ্ল্যাকচুয়েট করতেই থাকে। তাই যারা কম ব্যান্ডউইথের মাঝেও ফেসবুক বুকে জরায়ে নিয়া থাকতে চান তাদের জন্য খুবই খুশির একটা সংবাদ। খিক! খিক! খিক!
আর যারা মাঝে মাঝে একটু আকটু ফেসবুকে ঢুকে দেখেন কে কেমন আছে... কি করে?... তারাও ঝটপট কাজটা সেরে ফেলতে পারবেন। আমার কাছে ভালাই লাগল তাই টিউনটা করলাম। আপনাদের কাছে কেমন লাগসে?
আমি অর্পণ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যা মনে হচ্ছে কিছুটা ফাস্ট হয়েছে ।আমিও মাঝে মাঝে ফেইসবুকে যাই ।