টেকটিউনসের একটি সিদ্ধান্ত এবং আমার প্রতিবাদ…..(আপডেটেড)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আশা করি সবাই ভালো আছেন। একটা বিশেষ কারনে এই টিউনটি নিয়ে আপনাদের কাছে আসা। আমি টেকটিউনস সংক্রান্ত একটি ডিসিশন নিয়েছি এবং সেটি শেয়ার করার জন্যই আমার এই বিশেষ টিউন টি। তবে আমার এই পোস্টটি কোন টেকি পোস্ট নয়, জাস্ট একটা প্রতিবাদ মুলক পোস্ট। যেই ঘটনার জন্য আমার এই ডিসিশন, সেই ঘটনাটি আমি প্রথমে বর্ননা করছি।

ঘটনার শুরু আমার ৫০তম টিউনের মধ্য দিয়ে। নিজের ৫০ বা ১০০তম টিউন কে সব টিউনারই স্বরনীয় করে রাখতে চায়। আমিও তার ব্যতিক্রম নই। ভাবলাম একটি ব্যতিক্রমী পোস্ট দেই। যেই ভাবা সেই কাজ, আমার ৪২ তম টিউন শেষে আমি ৫০তম টিউনের কাজ শুরু করি এবং ডাবল কাজ করে এর মাঝেই ৪৯তম টিউন পর্যন্ত প্রকাশ করি। প্রতিদিন ২-৩ ঘন্টা শ্রম ব্যয় করে প্রায় ১.৫মাস কাজ করে টিউনটি প্রকাশ করি। টিউনটি দেখতে এখানে ক্লিক করুন।

ছোটবেলা থেকেই  ফায়ার আর্মসের প্রতি তীব্র আগ্রহ ছিলো। তখন খেলনা বন্দুক গুলোর প্রতি একধরনের আকর্শন বোধ করতাম। একটু বড় হওয়ার পর জানতে চাইতাম এগুলো কিভাবে কাজ করে। তাই একদিন টিউনিং এর সময় হটাৎ করেই মাথায় আসে ব্যাপারটি। ভাবলাম ৫০তম টিউনটা এটা দিয়েই সবাইকে সারপ্রাইস দেই। এবং সবাইকে দিলাম ও। আপনাদের কাছে ব্যপক জনপ্রিয়তা পায় টিউনটি। এই সব ফায়ার আর্মস সম্পর্কে বাংলায় কোন তথ্য নাই, সব আমাকে যোগার করতে হয় হাজারটা ইংলিশ টপিক গুলো থেকে বাছাই করে এবং ট্রান্সলেট করে যা অনেক ধৈর্যসাপেক্ষ কাজ যে করে একমাত্র সেই বুঝে। যাই হোক আপনাদের ভালোবাসায় সেই কস্ট চিরতরে মুছে গেলো। আপনাদের কাছে পেলাম  ব্যপক সাড়া।  টিউনটি ছিলো বেসিক ফায়ার আর্মসের উপর। টিউনটি করার পর অনেকেই টিউনের মন্তব্যে ,পার্সনালি, ফোন এবং ইমেইল এ পরের ফায়ার আর্মস গুলো সম্পর্কে বিস্তারিত টিউন করতে অনুরোধ জানায়। এতে আমিও খুব উৎসাহ পাই। কিন্তু এত ক্যাটাগরির ফায়ার আর্মস একটি পোস্টে যায়গা দেওয়া সম্ভব নয় বিধায় আমি এটিকে কয়েক ভাগে ভাগ করে একটি চেইন টিউনের মাধ্যমে প্রকাশ করার সিদ্ধান্ত নেই। এবং তারই ধারাবাহিকতায় সমপরিমাণ ধৈর্য এবং কস্ট স্বীকার করে আমি এর ২য় পর্ব প্রকাশ করি। দেখতে এখানে ক্লিক করুন। এটিও তুমুল জনপ্রিয়তা এবং আপনাদের ভালোবাসা পায়। এই টিউন করার পর ও মেইলে বিপুল পরিমান সারা পেতে থাকি এবং অনেকেই ৩য় পর্ব খুব দ্রুত প্রকাশ  করতে বলে। এবং যথারীতি আমি ৩য় পর্ব প্রকাশ করি। এটিও এই টিউন লেখার আগ পর্যন্ত ব্যপক সারা ফেলেছে। টিউনটি দেখতে এখানে ক্লিক করুন।

ঘটনার শুরু এখান থেকেই ২য় পর্বের টিউনটা প্রকাশ করার পর এডমিন প্যানেলকে বার বার অনুরোধ করেছিলাম যাতে আমার আমার এই ফায়ার আর্মস বিষয়ক টিউন গুলো চেইন টিউন আকারে সাজিয়ে দেয় তাতে আমার এবং ভিউয়ার দুয়েরেই সুবিধা হবে বাট আমি খেয়াল করে আসছি এডমিন প্যানেল বরাবরই আমার বিষয়গুলোর ব্যাপারে খামখেয়ালী। বাট সেটা কি ইচ্ছাকৃত নাকি কাকতালীয় সেটা বুঝি নাই। যাই হোক যেটা বুঝি নাই সেটা নিয়ে মন্তব্য করাও উচিত না। তখন কোন ফলাফল হয় না যাই হোক সেই ঘটনায় আমি কিছু মনে করিনি। এর কিছু দিন পর গতকাল প্রকাশ করি আমার ৩য় পর্বের টিউন। এইবার টিউন প্রকাশের অনেক আগেই ড্রাফট থাকা অবস্থাতে সংশ্লিষ্ট এডমিন কে ২বার ফোন করি এবং ফেসবুকেও ম্যাসেজ দেই এবং আসস্ত্ব হই। সবাই টেকটিউন্স ডেস্ক ডেস্ক করলেও ডেস্ক বিষয়টি আমার কাছে ঝামেলার লাগে। এবং এডমিন প্যানেল থেকেও আশ্বাস পাই যে কাজটি তারা করে দিবে। সেই কথার পরিপেক্ষিতে আমি টিউনটি পাবলিশ করি।

আজ সকালে দেখি  "টেকটিউনস" মন্তব্য করেছে যে আমার ফায়ার আর্মস টিউনের বিষয় নাকি স্পর্শকাতর এবং এগুলো নাকি চেইন হিসাবে বিবেচনা করা ঝুঁকিপুর্ন। এবং তারা টিউন গুলোকে চেইন টিউন আকারে সাজিয়ে দেয়নি এই ফালতু একটা যুক্তি দেখিয়ে। আর তাদের টিউনটিকে "বিশেষ টিউনের আওতায়" আনার সান্তনা যে সম্পুর্ন ভাওতাবাজি সেটা বুঝতে আমার একটুও অসুবিধা হয়নি।

"

18 October, 2011 at 2:28 amপ্রিয় শুভ্র আকাশ, অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ সব টিউনের জন্য এবং টেকটিউনস কমিউনিটিতে আপনার অবদানের জন্য। আপনার এই ফায়ার আর্মস টিউন গুলো কিছুটা স্পর্শকাতর হওয়ায় টিউনগুলো চেইন টিউন হিসেবে বিবেচনা করাটা কিছুটা ঝুঁকিপূর্ণতবে আপনার টিউনটি বিশেষ টিউনের আয়তায় আনা যায় কিনা তা অবশ্যই বিবেচনা করা হবে। টেকটিউনসের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ।"
.
টেকটিউনস এডমিন প্যানেলের এই ডিসিশন আমার কাছে হাস্যকর সাথে অপমানজনক মনে হয়েছে। এর পরিপেক্ষিতে আমি কিছু যুক্তি উপস্থাপন করছি এখন আপনারাই বিবেচনা করবেন যে আমার যুক্তিগুলো কতটা যুক্তিযুক্ত।

ফায়ার আর্মসের টিউনগুলো কেন স্পর্শকাতর এবং ঝুকিপুর্ন হবে?

১. এখানে কি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে?

২. রাজনৈতিক কোন বিতর্ক উপস্থাপন করা হয়েছে?

৩. এখানে কি ফায়ার আর্মস চালনা শেখানো ওরফে জঙ্গিবাদ শেখানো হচ্ছে?

৪. কাউকে ব্যাক্তিগত ভাবে অথবা কোন গোষ্ঠীকে আক্রমন করা হয়েছে?

৫. অপ্রাসঙ্গিক বিতর্কিত কোন বিষয় উল্লেখ করা হয়েছে?

৬. টিউন গুলো নিয়ে কি কেউ কমপ্লেন জানিয়েছে?

৭. এখানে কি ফায়ার আর্মস চালনায় অভ্যস্ত হতে বলা হচ্ছে?

৮. কোন পর্ন কন্টেন্ট বা লেখা কি টিউনে আছে?

যেখানে টেকটিউনস নিজেই এই দোষে দুস্ট?

৯. টিউনে কি কোন দৃষ্টি কটু ভায়োলেন্স দেখানো হয়েছে? ২-১ টি ভায়োলেন্স পিকচার যা ও আছে তা টিউনের প্রয়োজনেই দিতে হয়েছে এবং আপনারা সবাই ইংলিশ একশন মুভি গুলাতে এর চেয়ে ১০০গুন বেশি ভায়োলেন্স দেখে অভ্যস্ত।

১০. জনসাধারনের জন্য ক্ষতিকর কোন তথ্য টিউনে আছে কি না?

সবাই টিউন গুলো দেখে বলবেন, আশা করি এই টপ ১০টি ক্যাটাগরির কোনটিতেই আমার টিউন গুলো পড়েনা। মডারেটর মহোদয়কে বলছি। আপনারা কস্ট করে টিউনের শেষে কমেন্ট গুলো একবার কস্ট করে পরবেন। একটি নেগেটিভ কমেন্ট যদি আপনারা পান তবে আমাকে বলবেন। তার আগে দেখেন টেকটিউনস কমিউনিটি কি বলে।

বিজ্ঞান এবং প্রযুক্তির ৩টি প্রশ্ন থাকে। কি? কেন? কিভাবে? আমার টিউন গুলোতে, ফায়ার আর্মস কি? কেন এর ব্যবহার? এবং কি ভাবে এটি কাজ করে? এই ৩টি প্রশ্নের সহজ জবাব দেওয়া হয়েছে। কোন স্পর্শকাতরতার বিষয় আনা হয়নি।

আমি মনে করি এডমিন প্যানেলের সব ডিসিশনই মডারেটরগনের ব্যক্তিগত। কমিউনিটির সাথে এর কোন সম্পর্ক নাই। টেকটিউন্স কমিউনিটির কথা এরা খুব কমই ভাবে। অবাধ ভাবে নিজস্ব ডিসিশন অন্যের উপর, টেকটিউনস কমিউনিটির বলে চালিয়ে দেয়। স্টিকি টিউন এবং নির্বাচিত টিউন এডমিন প্যানেলের নিজস্ব ডিসিশনে সিলেক্ট হয়, সরকারী জিনিশের মত নাম মাত্রে আছে টিউনের শেষে "নির্বাচিত টিউন মনোনয়ন" অপশন যার কোন ভ্যালু এই পর্যন্ত দেখলাম না। এগুলো সবই হওয়ার কথা কমিউনিটির ডিসিশনে।

.

 আপনাদের ভালোবাসার জন্য কস্ট করে টিউন করি। টাকা পয়সা বা কোন কিছুর বিনিময়ে টিউন করিনা। কিন্তু টিউন করতে পরিশ্রম এবং সময় দুটোই নস্ট হয়, যে করে একমাত্র সে ই বুঝে। আমি এডমিন প্যানেলের প্রশংসার জন্য টিউন করি না, টিউন করি টেকটিউনস কমিউনিটির জন্য। কিন্তু সাথে প্রয়োজন এডমিন প্যানেলের টেকনিকেল সহায়তা। তাই এই ঘটনার পর আমি আর টিউন করবোনা বলে সিদ্ধান্ত নিয়েছি।
.
"আপডেট

১৯ অক্টোবর সকাল ১০:৪৫

আপনাদের সবার এত ভালোবাসায় আমি চোখের পানি সত্যি আটকাতে পারিনি। এত ভালোবাসা পেয়ে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আমি আজকের ভালোবাসার কথা কোনদিন ভুলবো না। আমি কোন সময় আপনাদের ভালোবাসার অবমুল্যায়ন করতে পারবো না। মডারেশন প্যানেলের অনুরোধে নয়, নিজের নিরাপত্তার ঝুকির কথা চিন্তা করে নয়, কোন ফালতু যুক্তি শুনে নয়,  শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আমি আমার ডিসিশন থেকে ফেরত আসলাম। কারন এটি যদি আমি না করি তবে চরম অকৃতজ্ঞ হয়ে যাবো এবং নিজেকে কখনই ক্ষমা করতে পারবো না। তবে এডমিন প্যানেলের বিরুদ্ধে অভিযোগ গুলো আমি তুলে নিচ্ছি না। প্যানেলের বিচার গুলো আপনারাই করবেন।

আমি আবার টিউন করবো, আপনাদের জন্যই করবো। টেকটিউনস বলতে বুঝি আমি টেকটিউনস কমিউনিটি। সুতরাং আপনাদের ডিসিশন কেই প্রথমে মুল্যায়ন করা উচিত।  আর ফায়ার আর্মসের সিরিজ টিউন গুলো আমি আমার মত করে পরিচালনা করবো। আমার নিরাপত্তা নিয়ে মডারেশন প্যানেলকে চিন্তা না করলেও চলবে। আমি কারো সাজেশনে টিউন করি না, নিজের নিরাপত্তার কথা ভেবেও টিউন করিনা। আমি টিউন করি আমার মত করে। আর আমি মনে করি আমার টিউনে এমন কিছু নাই যাতে করে আমি অথবা টেকটিউনস আইনি ঝামেলায় পরতে পারে।"

.
ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে.......
আকাশ

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সহমত, ভাই টেকটিউন নিজের জায়গা হারিয়ে ফেলছে। আমার সাথেও তাই হয়েছে। অত্যন্ত ক্ষোভের সাথে জানাই যে এর আহে আমি টুকাই বলে টিউন করতাম। অযথা আমাকে আর টিউন করতে দেওয়া হয় নি এব আমার শেষ টিউন যেটা খুব কষ্ট করে করেছিলাম তা ডিলিট করে দেওয়া হয়েছে। এটা কেন করা হয়েছে তার উত্তর চাই…

নো কমেন্ট… লাইক Your ডিসিশন……
অলসো লাইক টেক্টিউন্স

আকাশ ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ দেই । আপনার প্রতিটি টিউন খুব যত্ন করে করেন তাতে কোন সন্দেহ নাই । ইদানিং দেকছি টিটি তে অনেক আজাইরা টিউন এ ভরে যাচ্ছে যাতে করে ভাল টিউন গুলো চখে পরছে খুব কম । আপনার সাথে আমি স্মপ্পন এক মত । আপনার আমস এর উপর টিউনগুলো একটি চেইন টিউন আকারে প্রকাশ করার জন্য এডমিন প্যানেলকে আমার কাছ থেকে অনুরোধ জানাচ্ছি ।

    @রাজিব: ভাই ভাল টিউনের দ্বায়িত্বটা আপনি নিলেও তো পারেন। অথবা ভাল মন্তব্যের।

Level 0

সহমত TT তে ফালতু tuneএ ভরে গেছে আর সুন্দর সুন্দর tune গুলো ব্লক করে দেয়!!!!!!!!!!!!!!!!
শুভ্র আকাশ ভাই …আপনার fire arms tune টি আমার দেখা one of the best tune.

    @Shaiful: তাই নাকি ভাই! আমি তো টিটিতে ২০০৯ থেকে টিউন করি একটা তো ব্লক দুরে থাক একটাও তো ওয়ার্নিং পাইনি। ভাই আপনাদের মত কপি-পেষ্ট যারা করে তাদের টিউন এমনিতেই ভিজিটররা পড়ে না টিটি ব্লক করলেই কী? আর আকাশ ভাইয়ের টিউন তো ব্লক করে নাই উনার রিকুয়েস্ট টেকটিউনসের নিরাপত্তার জন্য চেইন টিউন করা হয়নি।

আরে ভাই,আপনার উচিত ছিল ওয়ালপেপার নাইলে ৬/৭ ডা ক্রেক সফটু লইয়া টিউন করা , এইগুলা হইল আসল টিউন বুচ্ছেন নি

ব্যাপারটা সত্যিই দুঃখজনক। 🙁 একটা টিউন পড়লেই বুঝা যায় টিউনার কতটুকু কষ্ট করে টিউন করেছে।
আমার মনে হয় ব্যাপারটা নিয়ে দ্বিতীয়বারের মতো এডমিনের চিন্তা করা উচিৎ!!

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): হুম!! যোবায়ের ভাই আপনি কিছু ভুল বলেন নি। আমি অনেকদিন যাবৎ টেটি তে আছি কিন্তু টিউনিং করছি ২-৩ সপ্তাহের মত। যদিও আমি নতুন; হয়ত বুঝি না অনেক কিছুই।
    ….
    কিন্তু এটুকু বুঝি যে মৌলিক টিউন করতে একজন টিউনারের কতটুকু সময় এবং পরিশ্রম দিতে হয়। 🙁


    প্রথম দিকের টেটির সাথে এখনকার টেটির কোন মিল খুঁজে পাই না অনেক ক্ষেত্রেই……
    কিন্তু অমিল যে এধরণের হবে তা কল্পনাতীত..

Level 0

Techtunes site tar moderator der jonno kharap lagchhe, karon ei site tar beshirvag tuner ra opraptoboyoshko(mentally) & emotional, er ageo ei dhoroner emotional bepar-shepar dekhechhi TT te , TT r moderator der ke extra credit ditei hobe ederke etodin dhore tactfully handle korchhe,

Level 0

🙁 কী আর বলবো ভাই। আমরা তো কোন কিছুর বিনিময়ে টিউন করতে আসি না। সম্পূর্ণ নিজের মনের তাগিদে এবং নিত্য নতুন তথ্য সকলের সাথে শেয়ার করতে টিউন করা হয়। কিন্তু তার পরত্ত যদি অবহেলা শিকার হতে হয় কী আর বলার থাকে। আমাদের অধিকাংশ টিউনারের জন্ম এখান থেকে। কেউই তা অস্বীকার করতে পারবে না। তারপরত্ত বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে টিউনারদের সাথে এডমিন মডারেটর প্যানেলের দূরত্বের সৃষ্টি হয়। যারই ফলশ্রুতিতে আজকের এই পোস্ট গুলো আসে মাঝে মাঝেই। SEO নিয়ে চেইন টিউন অসম্পূর্ণ রেখেই বিদায় নিতে হয়েছে। তারপরত্ত পারিনা মনের সাথে যুদ্ধ করে। তাই মাঝে মাঝে একটু লেখি এখানে। এডমিন মহোদয় একটু দেখবেন আপনার এই টিউনারদের।

Level 0

সবাই কমেন্ট করছে, জানি না তুমি খেয়াল করছ কিনা। করলে হয়ত তুমি কমেন্টের উত্তর দিতে। তবুও বলি, বর্তমানে আমিও টিটিতে লেখার পরিবেশ পাচ্ছি না, ফালতু টিউনে সয়লাব হয়ে হয়ে গেছে। এভাবে টিটি যদি ভালো টিউন ব্লক করে নিজের পায়ে নিজেই কুড়াল মারে তাইলে আর কি ই বা বলার আছে। আর তোমার পোষ্ট কেমন তা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে টিউনিং ছাড়ার কারণ অনেকের কাছে ছোট মনে হতে পারে। কিন্তু আসলেই হয়ত ছোট না, যখন দেখা যায় গিগা গিগা সাইজের টিউনের পর কতৃপক্ষ তার মূল্যায়ন করছে না, তাও আবার একজন পুরোনো টিউনারকে।

এই টিউনটি পড়ার পর হতাশ না হয়ে পারলাম না!!!! এ্যাডমিন প্যানেল ব্যাপারটা নিয়ে আবার ভাববে এটাই আশা করছি।

techtunes k thik ager moto pacci na..jodio ami kono tune kori nai.. but shokal bikal rat 3 bar techtunes e thik e uki dai tune pori mony mony porjalochona o kori..
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/92996/ ai rokom kicu faltu tune o hoy abar valo tune o hoy..but onek valo tune tar morjada pay na.. shuvro vai k kicu bolar jogggota amar nai but apnader moto tuner haria gely techtunes er ki hoby na hoby jani na but amader moto caposha visitor der khoti hoby vai…

Level New

“আপনার এই ফায়ার আর্মস টিউন গুলো কিছুটা স্পর্শকাতর হওয়ায় টিউনগুলো চেইন টিউন হিসেবে বিবেচনা করাটা কিছুটা ঝুঁকিপূর্ণ”
ভাই,সরকারের গোয়েন্দা বিভাগের নজরদারী এখন ব্লগ,ফোরাম এর উপরেও এসে পড়েছে।তাই হয়তো সবার নিরাপত্তার দিকে খেয়াল রেখেই টিটি এডমিনরা এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ কেই ঝামেলায় পড়লে উনারা কারণ একটু কমই জিগগেস করবেন,কিন্তু হয়রানির পরিমাণ কম হবে না।

    @উপল: ভাল জবাব । সেদিন শুনলাম কিছু ইসলামি সংগঠন ফেসবুকে উল্টা পাল্টা ছড়াচ্ছে দেখে তাদের গ্রেফতার করা হইছে। তাই সবাই সতর্ক থাকবেন 🙁

Level 0

আকাশ ভাই , আপনার ফায়ার আর্মস বিষয়ক টিউনগুলো সত্যি বেশ উপভোগ করি, এবং অপেক্ষায় থাকি। ভাই বিরালের উপর রাগ করে ভাত খাওয়া বন্ধ করবেন না, এতে আমরা ক্ষতিগ্রস্থ হব। একটা অনুরোধ, লেখালেখি বন্ধ করবেন না, আর যেখানেই লিখেন না কেন শুধু জানাবেন, সেখানেই যাব। আপনার লেখাগুলো যে বরই দরকার!

Level 0

আকাশ তুমি ইচ্ছে করলে তোমার সকল পোস্ট TechSpate.com এ দিতে পারো। কোন ধরনের সমস্যা নেই। উত্তরের আশায় রইলাম

যেখানেই লিখেন না কেন শুধু জানাবেন, সেখানেই যাব, টেকটিউনস আর বেইল দিলাম না।

হুম আসলেই ব্যাপারাটা দুঃখ জনক। আসলে কি বলবো ভেবে পাচ্ছি না তবে শুধু এত টুকু মাথায় আসছে টেকটিউনস আর আগের ধারায় নাই 🙁

Level 2

They are all going to mad(moderator)

nijai to pura vua miya@.com:

Level 0

শুভ্র আকাশ ভাই, আমি আপনার ফায়ার আর্মসের টিউনগুলো সবগুলাই পড়েছি। আপনার ফায়ার আর্মস বিষয়ক টিউনগুলো সত্যি বেশ উপভোগ করি।(Sniper Rifle আমার ফেভারিট) ।

আর এ কথাও ঠিক যে ইদানিং আউল-ফাউল টিউন বেশি হইতাছে জেগুলার শিরোনাম অনেকটা এরকম :
” না দেখলে চরম মিস / না দেখলে ১০০% মিস /না দেখছেন ত মিস করসেন”

কিন্তু টেকটিউনস এ যে চেইন টিউন হয় সেগুলা সবগুলাই শিক্ষামূলক যা পড়ে তথ্য জানার পাশাপাশি উপকৃত হতে পারবে।
বর্তমানে চেইন টিউন গুলা হচ্ছে:
১।সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ
২।সি প্যানেল চেইন টিউন
৩।ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন
৪।রিয়েল অনলাইন-আয় অভিজ্ঞতা
৫।সিমবিয়ান হ্যাকিং
৬।জিফ এনিমেশন ওয়ার্কশপ
৭।পিএইচপি কোচিং
৮।ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল
৯।ফটোশপ জোন
১০।সিসিএনএ অভিজান
১১।টোটাল গ্রাফিক্স ডিজাইন
১২।আসুন শিখি HTML
১৩।MySQL প্রোগ্রামিং Basics

উপরের এই সব চেইন টিউনই পাঠকদেরকে ধারাবাহিকভাবে কোন বিষয়ে শিক্ষা দিবে।

আপনার টিউনে কোন স্পর্শকাতর লেখা না থাকলেও শিক্ষামূলক না হওয়ার কারণেও এটা করা হতে পারে।

তবে আমার রিকুয়েস্ট এ কারনে আপনি টিউন করা বন্ধ করবেন না। আপনার টিউন এর আশায় অনেকেই অপেক্ষা করে।
…………………

টেকটিউনস এ অ্যাড যে এই অবস্থা টা খেয়াল করি নাই। আরকম অ্যাড কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

টিউন করতে পরিশ্রম এবং সময় দুটোই নস্ট হয়, যে করে একমাত্র সে ই বুঝে।
সহমত,

Level 0

আশা করি টেকটিউনস আপনার রিকুয়েস্ট টি আবার কনসিডার করবে এবং একজন টিউনার হিসেবে আপনাকে আপনার প্রাপ্য মর্যাদাটুকু দিবে।

প্রিয় শুভ্র আকাশ, আপনার টিউনটি খুবই মানসম্মত ও খুবই উচুঁ মানের তাতে কোন সংশয় নেই এবং আপনার টিউনগুলোতে ফারার আর্মস শেখানো হচ্ছে না বরং ফায়ার আর্মসের বর্ণনা রয়েছে। কিছু দিন আগে বাংলা লায়নের লিনাক্স ভার্সন এবং বিজয়ের পোর্টেবল ভার্সন নিয়ে টেকটিউনসে বেশ কিছু আইনি বিষয়ের সম্মুখীন হতে হয় যা আমাদের মোটেও কাম্য ছিল না।

আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর নিহিত “এখানে কি ফায়ার আর্মস চালনা শেখানো ওরফে জঙ্গিবাদ শেখানো হচ্ছে?” এখন নাশকতা মূলক কোন কাজের সূত্র হিসেবে কোন মহল থেকে যদি আপনার এই টিউনকে কেউ ইঙ্গিত করে এবং তা টেকটিউনসের চেইন টিউনের আওতায় পরে তাহলে টেকটিউনসের পূর্বে “টিউনার আকাশই” সেই আইনি জটিলতায় জড়িয়ে পড়বে। টেকটিউনস এখন দেশের শীর্ষ ৪তম সাইট হওয়ার এই ঝুকির পরিমাণ আরও বেশি। আর আমাদের দেশের যারা এ ধরনের আইনি বিষয়ের সাথে জড়িত তারা এখনও সাইবার আইন সম্মন্ধে সচেতন আর বিশেষজ্ঞ নয়। তাই আপনার যুক্তি আর আইন সেক্ষেত্র ফলপ্রসু হবে না সেটাই স্বভাবিক।

টেকটিউনস থেকে সকল সিদ্ধান্তই কমিউনিটি বান্ধব হয় এবং টেকটিউনসের কল্যাণে নেয়া হয়। আপনার টিউনটি স্থগিত করা হয় নি বা ব্লক করা হয়নি। আপনার নিজের এবং টেকটিউনসের কল্যাণ ও নিরাপত্তার জন্য সেটা চেইন টিউন হিসেবে হাইলাইট করা হয়নি। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে হ্যাকিং নিয়ে বেশ কিছু টিউন পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখা হয়েছে। এবং তার উদ্দেশ্য একই। আপনার টিউন গুলোও বিশেষ টিউনের আওতায় আনা যায় কিনা যা সকলের জন্য উন্মুক্ত না রেখে শুধু বিশেষ কিছু টিউজিটর বা টিউনারের অনুমতি সাপেক্ষে readable হবে তা অব্যশই বিবেচনা করা হবে।

আশা করি একজন টপটিউনার হিসেবে টেকটিউনসের এই সুষ্ঠু সিদ্ধান্ত আপনি অনুধাবন করতে পারবেন এবং টেকটিউনসের সাথে আপনার নিয়মিত যাত্রা অব্যাহত রাখবেন এবং খুব শীঘ্রই টেকটিউনসের সুপার টপটিউনারের তালিকায় আপনাকে আমরা দেখতে পাব। ধন্যবাদ।

Level 0

🙁 🙁 🙁

(https://www.techtunes.io/news/tune-id/93102/308770_2115580816621_1458743179_31959184_269622146_n/
যেখানে টেকটিউনস নিজেই এই দোষে দুস্ট?

সবাই টিউন গুলো দেখে বলবেন, আশা করি এই টপ ১০টি ক্যাটাগরির কোনটিতেই আমার টিউন গুলো পড়েনা। মডারেটর মহোদয়কে বলছি। আপনারা কস্ট করে টিউনের শেষে কমেন্ট গুলো একবার কস্ট করে পরবেন। একটি নেগেটিভ কমেন্ট যদি আপনারা পান তবে আমাকে বলবেন। তার আগে দেখেন টেকটিউনস কমিউনিটি কি বলে।

বিজ্ঞান এবং প্রযুক্তির ৩টি প্রশ্ন থাকে। কি? কেন? কিভাবে? আমার টিউন গুলোতে, ফায়ার আর্মস কি? কেন এর ব্যবহার? এবং কি ভাবে এটি কাজ করে? এই ৩টি প্রশ্নের সহজ জবাব দেওয়া হয়েছে। কোন স্পর্শকাতরতার বিষয় আনা হয়নি।

আমি মনে করি এডমিন প্যানেলের সব ডিসিশনই মডারেটরগনের ব্যক্তিগত। কমিউনিটির সাথে এর কোন সম্পর্ক নাই। টেকটিউন্স কমিউনিটির কথা এরা খুব কমই ভাবে। অবাধ ভাবে নিজস্ব ডিসিশন অন্যের উপর, টেকটিউনস কমিউনিটির বলে চালিয়ে দেয়। স্টিকি টিউন এবং নির্বাচিত টিউন এডমিন প্যানেলের নিজস্ব ডিসিশনে সিলেক্ট হয়, সরকারী জিনিশের মত নাম মাত্রে আছে টিউনের শেষে “নির্বাচিত টিউন মনোনয়ন” অপশন যার কোন ভ্যালু এই পর্যন্ত দেখলাম না। এগুলো সবই হওয়ার কথা কমিউনিটির ডিসিশনে।.
আপনাদের ভালোবাসার জন্য কস্ট করে টিউন করি। টাকা পয়সা বা কোন কিছুর বিনিময়ে টিউন করিনা। কিন্তু টিউন করতে পরিশ্রম এবং সময় দুটোই নস্ট হয়, যে করে একমাত্র সে ই বুঝে। আমি এডমিন প্যানেলের প্রশংসার জন্য টিউন করি না)

আমি tt সাথে আছি অনেক দিন ,কিন্তু টিউন করছি নতুন। নতুন টিউনার তাই কখনো যে কথাগুলো বলতে সাহস পাইনি সেই কথাগুলো,ক্ষোভগুলো আপনি বললেন …… অনেক ধন্যবাদ

Level 0

আমরাই খতিগ্রস্থ হলাম…… :'(
প্লিজ টিউন করা বন্ধ করেন না………………………

সবাইকে সালাম কেমন আছেন সবাই কুশল বিনিময় শেরে নিলাম কেউ কিছু মনে করবেননা।আমি প্রথমে @শুভ্র আকাশ ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্শন করব যে বিষয় নিয়ে সেটা হচ্ছে আপনি যে টিউনটি করেছেন তার বিভাগ খবর হতে পারে কি?আপনার কাছে আমার প্রশ্ন রইল।আপনার টিউনটি ভাল হয়েছে বটে।এবার আসি টেকটিউনস কর্তৃপক্ষের কাছে আচ্ছা যারা মুভি নিয়ে টিউন করে তাদের জন্যে কি কোন বিভাগ আছে?আমার জানা মতে নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা কেন এই প্রযুক্তির ব্লগে এসে ভাল মানের টিউনের ক্ষতি করে।আমরা যারা মুভি দেখি মুভি ভাল্বাসি তারা জানি কিভাবে ভাল প্রিন্ট এর মুভি ডাউনলোড করতে হবে।আর মুভি দেখে কেউ কোনদিন বড়কিছু করেছে বলে আমার মনে হয়না।কিছু স্ক্রীনশট দিয়ে আর মুভির লিংক দেয়াটা লহুবই সহজ।আর এই সহজ কাজটা ছোট একটি বাচ্চা ও পারে বলে আমার মনে হয়।কিন্তু কেউ যদি মনে করেন যে মুভি বিষয়ক টিউন করি আমার টিউনের পাল্লাটা ভারি হবে,যদি এই ধারনা নিয়ে ঘুরে বেড়ান তবে আপনার ভবিষ্যৎ খুবই উজ্জল।যাক অনেক কথা বলে ফেললাম আশা করি প্রশ্ন দুটির উত্তর পেয়ে যাব।ভাল থাকবেন সবাই।সবাইকে একটা কথা বলি কাজের প্রতি নজর দিন এবং নিজ ধর্ম পালন করুন নিয়মিত।ভুল ত্রুটি থাকলে একটু শ্মরন করে দিবেন।আল্লাহাফেয

    @শুভ্র আকাশ ভাই আপনি আপনার টিউনের শিরোনামের শুরুতে লিখেছেন এটা আপনার শেষ টিউন।কিন্তু কেন আপনি থাকবেন আশা করি টেকটিউনস এর মালিক একজন কিন্তু এটাকে ধরে রাখা আপনার আমার কর্তব্য।আশা করি ঐ সিদ্ধান্ত পরিবর্তন করবেন খুব তারাতারি।আপনাদের মত টিউনার আছে বলেই টিটি টিকে আছে মনে রাখবেন,আবার এই কথাকে যদি বড় বলে বসে থাকেন তবে ভুল করবেন।এটা আমাদের দেশের জন্যে খুবই ভাল মানে বাংলা ব্লগ।

    @তৌফিক:সহমত কিন্তু”মুভি দেখে কেউ কোনদিন বড়কিছু করেছে বলে আমার মনে হয়না” দিমত পোষণ করছি ……….

আমি হতাশ…………।।

কোন কিছু সম্পর্কে জানার আকাঙ্খাটা মানুষের মধ্য সবসময়ই ছিল, আর যতদিন বেঁচে থাকবে ততদিন এই আকাঙ্খা থাকবে – এটাই স্বাভাবিক। আপনারা হ্যাকিং শিক্ষা দেন যাতে নিজেকে হ্যাকিং থেকে রক্ষা করা যায়। কয়জন সেটার যথাযথ ব্যবহার করে? যেকোন জিনিসের খারাপ ভালো দুটো দিক থাকে, কে কোনটা বেছে নিল সেটা তার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। ফায়ার আর্মস সম্পর্কে জানাটা খারাপ কি? চেইন টিউন করলে পাঠকদের পড়তে সুবিধা হবে, এইতো।
আর TT তে এরকম AD আসলেই লজ্জাজনক, কিছুতেই মেনে নিতে পারছিনা।
আকাশ ভাইয়ের প্রতি অনুরোধ, প্লীজ ভাইয়া, টিউন করা বন্ধ করবেন না। আপনারা কষ্ট করে টিউন করেন বলেই আমাদের মত সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা কিছু জানতে পারি, শিখতে পারি। আমাদের প্রতি এই অবিচারটুকু করবেননা প্লীজ।

আকাশ ভাই আমরা কেউই চাই না আপনি টেকটিউনসে আপনার অসারণ সব লেখা বন্ধ করেন। বরং টেকটিউনসের মত বলতে চাই। “টেকটিউনসের সাথে আপনার নিয়মিত যাত্রা অব্যাহত রাখবেন এবং খুব শীঘ্রই টেকটিউনসের সুপার টপটিউনারের তালিকায় আপনাকে আমরা দেখতে পাব।”

তবে আপনার কাছে আমার একটা ছোট্টো প্রশ্ন বিজয়ের মত যদি কোন কারণে আপনি কোন আইনি ঝামেলায় পড়ে যান সেই দ্বয়িত্ব কী টেকটিউনস নিবে? তাহলে কী টেকটিউনসের এই সিদ্ধান্ত আপনার কাছে ঠিক সেই মুহূর্তে কঠোর মনে হবে? নাকি তখন আবার একটি টিউন করবেন যে টেকটিউনস কেন আমার পোস্ট পাসওয়ার্ড প্রোটেকট করল না?

দয়া করে আমার এই উত্তরটি দিবেন। এবং অবশ্যই দিবেন।

@ শফিউল ভাই টিটি আমাদের সকলের কাছেই খুব প্রিয় । তাই টিটি তার জনপ্রিয়তা হারানোর মত কাজ করলে আমাদের সকলের খারাপ লাগে । আমার মনে হয় আকাশ ভাই তার টিউন গুলোতে এমন কিছু শেয়ার করে নি যাতে করে সমস্যার স্মমুখিন হতে পারে । যেহেতু টিউন প্রকাশ করা হয়েছে তা হলে চেইন টিউন প্রকাশ করতে সমস্যার কিছু দেকছি না ।আর একেকটি টিউন করতে কত কস্ট করতে হয় তা ভাই আপনার অজানা নয় । তবু টিটির টিউনারগন নিংস্বাথ ভাবে কস্ট করে আমাদেরকে নতুন নতুন বিষয়ে টিউন উপহার দেন । টিউনাররা উৎসাহ হারালে টিউন করার আগ্রহ কমে যায় আবার অনেক টিউনার টিউন করা বন্ধ করে দেয় ।

>>> TT-তে হারিয়ে যাওয়া নক্ষত্রের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, বহুজন চলে গেছে, আর ফেরত আসে নি, নিঃসন্দেহে ভাবনার বিষয়…

>>> আর্থিক সহায়তা পেতে Blog-এ Add দেওয়া দোষের কিছু না আর Add-এর বিষয়বস্তু পুরোটাই Google ঠিক করে. (যদিও আমি জানি না যে এটা Blog-এর Moderator-গণ নিয়ন্ত্রন করতে পারেন কি না)…

>>> ফালতু Tune-এর বিপরীতে ভালো Tuner-দের Tune না করার বিষয়বস্তুটা মাথায় ঢুকছে না, অনেকটা শহরে চোর বেড়ে যাচ্ছে বিধায় পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার মতো মনে হচ্ছে…

>>> অবশেষে শুভ্র ভাইয়ের কাছে প্রশ্ন- শুধুমাত্র Chain Tune-এর আবেদন অগ্রাহ্য হওয়ায় আপনি শেষ Tune করলেন, এটাই কি আপনার কাছে Best Option মনে হলো?

Level 0

টিটির এই বাড়িতে আমি একজন অচেনা মানুষ ।অনেক দিন ধরেই দেখছি টিটির বাড়িতে আগুন জ্বলছে আরো দেখছি বাড়ির পুরোনো এবং জনপ্রিয় সদস্যরা তাকিয়ে তাকিয়ে দেখছে যে আগুন শুধুই জ্বলছে ।
আমার ছোট্ট একটি প্রশ্ন :-টিটির যে জনপ্রিয়তা তাকি টিটির পরিচালকের কারনে নাকি সদস্যদের কারনে ?
{আমার ভূল হলে ক্ষমা করবেন এই কথাটাও বলতে পারছিনা ।কারন যেখানে ভূলে ভরা সেখানে ক্ষমা চাইবো কি ।}

Level 0

টিটির এই বাড়িতে আমি একজন অচেনা মানুষ ।অনেক দিন ধরেই দেখছি টিটির বাড়িতে আগুন জ্বলছে আরো দেখছি বাড়ির পুরোনো এবং জনপ্রিয় সদস্যরা তাকিয়ে তাকিয়ে দেখছে যে আগুন শুধুই জ্বলছে ।
আমার ছোট্ট একটি প্রশ্ন :-টিটির যে জনপ্রিয়তা তাকি টিটির পরিচালকের কারনে নাকি সদস্যদের কারনে ?
{আমার ভূল হলে ক্ষমা করবেন এই কথাটাও বলতে পারছিনা ।কারন যেখানে ভূলে ভরা সেখানে ক্ষমা চাইবো কি ।}

অনেক সময় নিয়ে মন্তব্য গুলো পরলাম। মন্তব্য গুলো পরে আমার প্রতিবাদি মন জেগে উঠল। তাই কিছু কথা বলি।
টি টি তে অনেক কাজে না লাগার মত টিউন আসতেছে। তাই অনেক ভাল ভাল টিউনার বিদায় নিয়ে যাচ্ছে টি টি থেকে।
আমি টি টি র এডমিন প্যানেলকে দৃষ্টি আকর্ষণ করছি। টি টি এখন বাংলাদেশের ৪র্থ তম ওয়েব সাইট। এটা কিভাবে হল???
কিছু কিছু ভাল মানের টিউনার এর জন্যই হয়েছে। তাহলে টি টি কেন এই ভাল মানের টিউনারা যাতে টি টি র উপর অসুন্তস্ট না হয় সে পদক্ষেপ নিবে না !!!
কেন কাজে না লাগার মত টিউন গ্রহন করবে আর কাজে লাগার মত টিউন বাদ দিয়ে দিবে।
আর টি টি তে বাজে মন্তব্য করলে তাতে কি মোডারেটর দের কোন দায়িত্ব নেই ???
তারা কি বুঝে না এতে টিউনাররা টিউন করার আগ্রহ হারিয়ে ফেলে………
——————————————————————
আমি খুব ফালতু টাইপের লিখা লিখি তার পরও টি টি র পরিবেশ দেখে এখন আর টি টি তে আসি না।
ফেসবুকের কোন ভাল টপিকস যদি ওয়ালে দেখতে পাই তখন শুধু ঐ টিউন টা পরার জন্য আসি।
২ টা চেইন টিউন করা শুরু করেছিলাম কিন্তু এখন আর একটাও করতেছি না।
গ্রাফিক্স ডিজাইনের টিউন গুলোতে অনেকে বলছে যাতে টিউন করা না বাদ দেই। যাতে শেষ করি।
আমি চেয়েছিলাম শেষ করতে কিন্তু টি টি তে আসতে মন চায় না।
তবে লিখব চেইন টিউন গুলো। কারন কিছু মানুষ খুব আশা করে বলেছে ও মেইল করেছে যাতে শেষ কই গ্রাফিক্স ডিজাইনের চেইন টিউন।
আবারও টি টি র এডমিন প্যানেল এর দৃষ্টি আকর্ষণ করছি।
টি টি র সম্পদ গুলো হারিয়ে যাচ্ছে এদের হারাতে দিয়েন না।
এরা হারালে কি হবে তা আমরা ও আপনারা সবাই জানেন।
ধন্যবাদ।

Level 0

@TT ADMIN

“আপনার এই ফায়ার আর্মস টিউন গুলো কিছুটা স্পর্শকাতর হওয়ায় টিউনগুলো চেইন টিউন হিসেবে বিবেচনা করাটা কিছুটা ঝুঁকিপূর্ণ”

ei kothati sompurno bhittihin. jodi “ফায়ার আর্মস টিউন গুলো কিছুটা স্পর্শকাতর” hoy to HACKING chain tune guli স্পর্শকাতর noy??
TT ADMIN apnara স্পর্শকাতর kothatir ekti defination toiri korun, apnader kothai sesh kotha noy, somosto tuner ra jate subidha paye seta apnader dekha otyonto joruri.
ei tune ti chain tune er akare prokash korle TT r man aro barbe, হোসেন রাহাত bhai ke accept korchi

আপনাদের সবার এত ভালোবাসায় আমি চোখের পানি সত্যি আটকাতে পারিনি। এত ভালোবাসা পেয়ে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আমি আজকের ভালোবাসার কথা কোনদিন ভুলবো না। আমি কোন সময় আপনাদের ভালোবাসার অবমুল্যায়ন করতে পারবো না। মডারেশন প্যানেলের অনুরোধে নয়, নিজের নিরাপত্তার ঝুকির কথা চিন্তা করে নয়, কোন ফালতু যুক্তি শুনে নয়, শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আমি আমার ডিসিশন থেকে ফেরত আসলাম। কারন এটি যদি আমি না করি তবে চরম অকৃতজ্ঞ হয়ে যাবো এবং নিজেকে কখনই ক্ষমা করতে পারবো না। তবে এডমিন প্যানেলের বিরুদ্ধে অভিযোগ গুলো আমি তুলে নিচ্ছি না। প্যানেলের বিচার গুলো আপনারাই করবেন।

আমি আবার টিউন করবো, আপনাদের জন্যই করবো। টেকটিউনস বলতে বুঝি আমি টেকটিউনস কমিউনিটি। সুতরাং আপনাদের ডিসিশন কেই প্রথমে মুল্যায়ন করা উচিত। আর ফায়ার আর্মসের সিরিজ টিউন গুলো আমি আমার মত করে পরিচালনা করবো। আমার নিরাপত্তা নিয়ে মডারেশন প্যানেলকে চিন্তা না করলেও চলবে। আমি কারো সাজেশনে টিউন করি না, নিজের নিরাপত্তার কথা ভেবেও টিউন করিনা। আমি টিউন করি আমার মত করে। আর আমি মনে করি আমার টিউনে এমন কিছু নাই যাতে করে আমি অথবা টেকটিউনস আইনি ঝামেলায় পরতে পারে।”
.

    @শুভ্র আকাশ: সিদ্ধান্ত পরিবর্তন এর জন্য ধন্যবাদ ভায়া ।আমরা না tt কে হারাতে চাই, না আপনাকে ….

    @শুভ্র আকাশ: আপনাকে অজস্র ধন্যবাদ ফিরে আসার জন্য। 🙂
    ভাল থাকবেন এবং ভাল ভাল টিউন আমাদের উপহার দেবেন এটাই আমাদের কাম্য। :mrgreen:

    @শুভ্র আকাশ:
    ফিরে আসার জন্য অভিনন্দন! 😀
    টিটি পরিবারের উপর রাগ বা অভিমান কোনটাই করবেন না। এখানে আমরা একটি পরিবারের মত! 🙂
    টেকটিউনসে আপনার উপস্থিতি টিউন আরো গতিশীল ও সৃজনশীল হয়ে হাজার মানুষের সাহায্য করবে সেই প্রত্যাশা করছি। 😀

সত্যিই ভাই । খুব কষ্ট পেলাম আপনার বেদনাবিধুর টিউনটি পড়ে। চোখের কোণ যেন ভিজে উঠছিল বারবার।

Level 0

আমিও বুঝতে পারলাম না এই টিউন গুলাকে চেইন টিউন করতে সমস্যা কি ছিল? আপনার প্রত্যেকটা কথা ১০০% না হলেও ৯৯% সত্যি। আমি নিজেও এই firearms সম্পর্কে আগ্রহী। আপনার এই তিনটি টিউন এ প্রিয় তে রেখে দিয়েছি। যাইহোক আশা করি টেকটিউনস মডারেটর অতি শিগ্রহই এ বেপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।

শুধু হোসেন রাহাত ভাইয়ের কথাটাই রিপিট করলাম ‘আবারও টি টি র এডমিন প্যানেল এর দৃষ্টি আকর্ষণ করছি।
টি টি র সম্পদ গুলো হারিয়ে যাচ্ছে এদের হারাতে দিয়েন না।
এরা হারালে কি হবে তা আমরা ও আপনারা সবাই জানেন।”
শুভ্র আকাশ ভাই খুব ভাল লাগল আপনি আবার ফিরে এসেছেন

Level 0

শুভ্র আকাশ ভাই আপনি হয়ত জানেন না টেকটিউনস এর আইডি আর কমেন্ট দেওয়ার লোক ছাড়াও আরো অনেক মানুষ আপনার (আপনাদের) লেখা পড়ে, আমি অনেক দিন থেকে টেকটিউনসে আসি আর প্রতিদিন ২/৩ বার দেখি, কেন জানেন ? কারন নতুন কিছু শিখতে পারি কিনা, কখনো আইডি বানানোর সাহস করি নাই । আজ বানালাম শুধু আপনার জন্য আর আপনাকে (আপনাদেরকে) একটা রিকোয়েষ্ট করার জন্য, অনেক শিখেছি আপনাদের কাছ থেকে ভবিষ্যতে আরো ভালো কিছু শিখতে চাই, শুভ্র আকাশ ভাই আপনার এই লেখাটা পড়ে অনেক খারাপ লাগছে আর তার সাথে একটি কথাও মনে পরে গেল (তুমি অধম তাই বলে কি আমি উত্তম হবো না ?) । টেকটিউনসে অনেক বড় ভাইরা আছেন দয়া করে এডমিনদের উপর রাগ করে আমাদের (যারা কিছুই জানিনা) কপাল টা পুড়বেন না প্লীজ । আপনাদের ঋণ কখনো শোধ করতে পারব না……।

    @orjon: অনেক ধন্যবাদ আপনাকে। শুধুমাত্র আপনাদের জন্যই এই ফিরে আশা। ভালো থাকবেন।

টিটি কথাগুলো ও আমার কাছে যুক্তি সংগত মনে হয়েছে , যায়হোক আকাশ ভাই, আপনি অনেক উচু মানের টিউনার আশা করছি আপনার মূল্যবান টিউনগুলো আমরা আবারও ফিরে পাবে।

টিটির প্রত্যেকটা টিউনার মূল্যবান। বিশেষ করে সে যদি এমন কোয়ালিটি টিউন করে। সাথে থাকার জন্য ধন্যবাদ।