আশা করি সবাই ভালো আছেন। একটা বিশেষ কারনে এই টিউনটি নিয়ে আপনাদের কাছে আসা। আমি টেকটিউনস সংক্রান্ত একটি ডিসিশন নিয়েছি এবং সেটি শেয়ার করার জন্যই আমার এই বিশেষ টিউন টি। তবে আমার এই পোস্টটি কোন টেকি পোস্ট নয়, জাস্ট একটা প্রতিবাদ মুলক পোস্ট। যেই ঘটনার জন্য আমার এই ডিসিশন, সেই ঘটনাটি আমি প্রথমে বর্ননা করছি।
ঘটনার শুরু আমার ৫০তম টিউনের মধ্য দিয়ে। নিজের ৫০ বা ১০০তম টিউন কে সব টিউনারই স্বরনীয় করে রাখতে চায়। আমিও তার ব্যতিক্রম নই। ভাবলাম একটি ব্যতিক্রমী পোস্ট দেই। যেই ভাবা সেই কাজ, আমার ৪২ তম টিউন শেষে আমি ৫০তম টিউনের কাজ শুরু করি এবং ডাবল কাজ করে এর মাঝেই ৪৯তম টিউন পর্যন্ত প্রকাশ করি। প্রতিদিন ২-৩ ঘন্টা শ্রম ব্যয় করে প্রায় ১.৫মাস কাজ করে টিউনটি প্রকাশ করি। টিউনটি দেখতে এখানে ক্লিক করুন।
ছোটবেলা থেকেই ফায়ার আর্মসের প্রতি তীব্র আগ্রহ ছিলো। তখন খেলনা বন্দুক গুলোর প্রতি একধরনের আকর্শন বোধ করতাম। একটু বড় হওয়ার পর জানতে চাইতাম এগুলো কিভাবে কাজ করে। তাই একদিন টিউনিং এর সময় হটাৎ করেই মাথায় আসে ব্যাপারটি। ভাবলাম ৫০তম টিউনটা এটা দিয়েই সবাইকে সারপ্রাইস দেই। এবং সবাইকে দিলাম ও। আপনাদের কাছে ব্যপক জনপ্রিয়তা পায় টিউনটি। এই সব ফায়ার আর্মস সম্পর্কে বাংলায় কোন তথ্য নাই, সব আমাকে যোগার করতে হয় হাজারটা ইংলিশ টপিক গুলো থেকে বাছাই করে এবং ট্রান্সলেট করে যা অনেক ধৈর্যসাপেক্ষ কাজ যে করে একমাত্র সেই বুঝে। যাই হোক আপনাদের ভালোবাসায় সেই কস্ট চিরতরে মুছে গেলো। আপনাদের কাছে পেলাম ব্যপক সাড়া। টিউনটি ছিলো বেসিক ফায়ার আর্মসের উপর। টিউনটি করার পর অনেকেই টিউনের মন্তব্যে ,পার্সনালি, ফোন এবং ইমেইল এ পরের ফায়ার আর্মস গুলো সম্পর্কে বিস্তারিত টিউন করতে অনুরোধ জানায়। এতে আমিও খুব উৎসাহ পাই। কিন্তু এত ক্যাটাগরির ফায়ার আর্মস একটি পোস্টে যায়গা দেওয়া সম্ভব নয় বিধায় আমি এটিকে কয়েক ভাগে ভাগ করে একটি চেইন টিউনের মাধ্যমে প্রকাশ করার সিদ্ধান্ত নেই। এবং তারই ধারাবাহিকতায় সমপরিমাণ ধৈর্য এবং কস্ট স্বীকার করে আমি এর ২য় পর্ব প্রকাশ করি। দেখতে এখানে ক্লিক করুন। এটিও তুমুল জনপ্রিয়তা এবং আপনাদের ভালোবাসা পায়। এই টিউন করার পর ও মেইলে বিপুল পরিমান সারা পেতে থাকি এবং অনেকেই ৩য় পর্ব খুব দ্রুত প্রকাশ করতে বলে। এবং যথারীতি আমি ৩য় পর্ব প্রকাশ করি। এটিও এই টিউন লেখার আগ পর্যন্ত ব্যপক সারা ফেলেছে। টিউনটি দেখতে এখানে ক্লিক করুন।
ঘটনার শুরু এখান থেকেই ২য় পর্বের টিউনটা প্রকাশ করার পর এডমিন প্যানেলকে বার বার অনুরোধ করেছিলাম যাতে আমার আমার এই ফায়ার আর্মস বিষয়ক টিউন গুলো চেইন টিউন আকারে সাজিয়ে দেয় তাতে আমার এবং ভিউয়ার দুয়েরেই সুবিধা হবে বাট আমি খেয়াল করে আসছি এডমিন প্যানেল বরাবরই আমার বিষয়গুলোর ব্যাপারে খামখেয়ালী। বাট সেটা কি ইচ্ছাকৃত নাকি কাকতালীয় সেটা বুঝি নাই। যাই হোক যেটা বুঝি নাই সেটা নিয়ে মন্তব্য করাও উচিত না। তখন কোন ফলাফল হয় না যাই হোক সেই ঘটনায় আমি কিছু মনে করিনি। এর কিছু দিন পর গতকাল প্রকাশ করি আমার ৩য় পর্বের টিউন। এইবার টিউন প্রকাশের অনেক আগেই ড্রাফট থাকা অবস্থাতে সংশ্লিষ্ট এডমিন কে ২বার ফোন করি এবং ফেসবুকেও ম্যাসেজ দেই এবং আসস্ত্ব হই। সবাই টেকটিউন্স ডেস্ক ডেস্ক করলেও ডেস্ক বিষয়টি আমার কাছে ঝামেলার লাগে। এবং এডমিন প্যানেল থেকেও আশ্বাস পাই যে কাজটি তারা করে দিবে। সেই কথার পরিপেক্ষিতে আমি টিউনটি পাবলিশ করি।
আজ সকালে দেখি "টেকটিউনস" মন্তব্য করেছে যে আমার ফায়ার আর্মস টিউনের বিষয় নাকি স্পর্শকাতর এবং এগুলো নাকি চেইন হিসাবে বিবেচনা করা ঝুঁকিপুর্ন। এবং তারা টিউন গুলোকে চেইন টিউন আকারে সাজিয়ে দেয়নি এই ফালতু একটা যুক্তি দেখিয়ে। আর তাদের টিউনটিকে "বিশেষ টিউনের আওতায়" আনার সান্তনা যে সম্পুর্ন ভাওতাবাজি সেটা বুঝতে আমার একটুও অসুবিধা হয়নি।
"
১. এখানে কি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে?
২. রাজনৈতিক কোন বিতর্ক উপস্থাপন করা হয়েছে?
৩. এখানে কি ফায়ার আর্মস চালনা শেখানো ওরফে জঙ্গিবাদ শেখানো হচ্ছে?
৪. কাউকে ব্যাক্তিগত ভাবে অথবা কোন গোষ্ঠীকে আক্রমন করা হয়েছে?
৫. অপ্রাসঙ্গিক বিতর্কিত কোন বিষয় উল্লেখ করা হয়েছে?
৬. টিউন গুলো নিয়ে কি কেউ কমপ্লেন জানিয়েছে?
৭. এখানে কি ফায়ার আর্মস চালনায় অভ্যস্ত হতে বলা হচ্ছে?
৮. কোন পর্ন কন্টেন্ট বা লেখা কি টিউনে আছে?
যেখানে টেকটিউনস নিজেই এই দোষে দুস্ট?
৯. টিউনে কি কোন দৃষ্টি কটু ভায়োলেন্স দেখানো হয়েছে? ২-১ টি ভায়োলেন্স পিকচার যা ও আছে তা টিউনের প্রয়োজনেই দিতে হয়েছে এবং আপনারা সবাই ইংলিশ একশন মুভি গুলাতে এর চেয়ে ১০০গুন বেশি ভায়োলেন্স দেখে অভ্যস্ত।
১০. জনসাধারনের জন্য ক্ষতিকর কোন তথ্য টিউনে আছে কি না?
সবাই টিউন গুলো দেখে বলবেন, আশা করি এই টপ ১০টি ক্যাটাগরির কোনটিতেই আমার টিউন গুলো পড়েনা। মডারেটর মহোদয়কে বলছি। আপনারা কস্ট করে টিউনের শেষে কমেন্ট গুলো একবার কস্ট করে পরবেন। একটি নেগেটিভ কমেন্ট যদি আপনারা পান তবে আমাকে বলবেন। তার আগে দেখেন টেকটিউনস কমিউনিটি কি বলে।
বিজ্ঞান এবং প্রযুক্তির ৩টি প্রশ্ন থাকে। কি? কেন? কিভাবে? আমার টিউন গুলোতে, ফায়ার আর্মস কি? কেন এর ব্যবহার? এবং কি ভাবে এটি কাজ করে? এই ৩টি প্রশ্নের সহজ জবাব দেওয়া হয়েছে। কোন স্পর্শকাতরতার বিষয় আনা হয়নি।
আমি মনে করি এডমিন প্যানেলের সব ডিসিশনই মডারেটরগনের ব্যক্তিগত। কমিউনিটির সাথে এর কোন সম্পর্ক নাই। টেকটিউন্স কমিউনিটির কথা এরা খুব কমই ভাবে। অবাধ ভাবে নিজস্ব ডিসিশন অন্যের উপর, টেকটিউনস কমিউনিটির বলে চালিয়ে দেয়। স্টিকি টিউন এবং নির্বাচিত টিউন এডমিন প্যানেলের নিজস্ব ডিসিশনে সিলেক্ট হয়, সরকারী জিনিশের মত নাম মাত্রে আছে টিউনের শেষে "নির্বাচিত টিউন মনোনয়ন" অপশন যার কোন ভ্যালু এই পর্যন্ত দেখলাম না। এগুলো সবই হওয়ার কথা কমিউনিটির ডিসিশনে।
.
১৯ অক্টোবর সকাল ১০:৪৫
আপনাদের সবার এত ভালোবাসায় আমি চোখের পানি সত্যি আটকাতে পারিনি। এত ভালোবাসা পেয়ে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আমি আজকের ভালোবাসার কথা কোনদিন ভুলবো না। আমি কোন সময় আপনাদের ভালোবাসার অবমুল্যায়ন করতে পারবো না। মডারেশন প্যানেলের অনুরোধে নয়, নিজের নিরাপত্তার ঝুকির কথা চিন্তা করে নয়, কোন ফালতু যুক্তি শুনে নয়, শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আমি আমার ডিসিশন থেকে ফেরত আসলাম। কারন এটি যদি আমি না করি তবে চরম অকৃতজ্ঞ হয়ে যাবো এবং নিজেকে কখনই ক্ষমা করতে পারবো না। তবে এডমিন প্যানেলের বিরুদ্ধে অভিযোগ গুলো আমি তুলে নিচ্ছি না। প্যানেলের বিচার গুলো আপনারাই করবেন।
আমি আবার টিউন করবো, আপনাদের জন্যই করবো। টেকটিউনস বলতে বুঝি আমি টেকটিউনস কমিউনিটি। সুতরাং আপনাদের ডিসিশন কেই প্রথমে মুল্যায়ন করা উচিত। আর ফায়ার আর্মসের সিরিজ টিউন গুলো আমি আমার মত করে পরিচালনা করবো। আমার নিরাপত্তা নিয়ে মডারেশন প্যানেলকে চিন্তা না করলেও চলবে। আমি কারো সাজেশনে টিউন করি না, নিজের নিরাপত্তার কথা ভেবেও টিউন করিনা। আমি টিউন করি আমার মত করে। আর আমি মনে করি আমার টিউনে এমন কিছু নাই যাতে করে আমি অথবা টেকটিউনস আইনি ঝামেলায় পরতে পারে।"
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আকাশ ভাই , আপনার ফায়ার আর্মস বিষয়ক টিউনগুলো সত্যি বেশ উপভোগ করি, এবং অপেক্ষায় থাকি। ভাই বিরালের উপর রাগ করে ভাত খাওয়া বন্ধ করবেন না, এতে আমরা ক্ষতিগ্রস্থ হব। একটা অনুরোধ, লেখালেখি বন্ধ করবেন না, আর যেখানেই লিখেন না কেন শুধু জানাবেন, সেখানেই যাব। আপনার লেখাগুলো যে বরই দরকার!
সহমত, ভাই টেকটিউন নিজের জায়গা হারিয়ে ফেলছে। আমার সাথেও তাই হয়েছে। অত্যন্ত ক্ষোভের সাথে জানাই যে এর আহে আমি টুকাই বলে টিউন করতাম। অযথা আমাকে আর টিউন করতে দেওয়া হয় নি এব আমার শেষ টিউন যেটা খুব কষ্ট করে করেছিলাম তা ডিলিট করে দেওয়া হয়েছে। এটা কেন করা হয়েছে তার উত্তর চাই…