ওয়েবপেজের ইতিহাস শুরু হয় আজ থেকে বহু বছর আগে। শুরুর দিকের ওয়েবসাইটগুলো ছিল প্লেইন এইচটিএমএল এর উপর ভিত্তি করে। অর্থাৎ, ওয়েবমাস্টার নিজে থেকে ওয়েবসাইটের কোন অংশে পরিবর্তন না আনলে সেই অংশ একই থেকে যেত। ধীরে ধীরে আবিষ্কৃত হতে থাকে নতুন নতুন পদ্ধতির। আছে ডাইনামিক এইচটিএমএল এর যুগ। এরপর আসে পিএইচপি, এএসপি ইত্যাদি জাভাস্ক্রিপ্ট কোড যা পুরো ওয়েব দুনিয়ার চেহারাই পাল্টে দিয়েছে। পরিবর্তন ঘটিয়েছে ওয়েবের ব্যবহারে। এখন ওয়েবসাইট আর প্লেইন সাইট হিসেবে ব্যবহার হয় না। একসময় ওয়েবসাইটে শুধু লেখা আর ছবি থাকতো। কালের বিবর্তনে সেই সাইটে যুক্ত হতে থাকে নতুন নতুন ইনোভেশন।
আজকের দিনে আমরা যেসব ওয়েবসাইট ভিজিট করি, তাদের অধিকাংশই শুধু ওয়েবপেজ নয়, বরং তাদের বেশিরভাগই অ্যাপ্লিকেশন। এমনই একটি বক্তব্যের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনের উপযোগী করে গুগল প্রথমবারের মত তৈরি করল ওয়েব ব্রাউজার, ক্রোম। নতুন এই ব্রাউজারটির বেটা সংস্করণ আজ ২ সেপ্টেম্বর রাত ১২ টায় ওয়েবে ছেড়েছে গুগল। এই ব্রাউজারটি নিয়ে গুগল খুব আশাবাদী। কারণ, গুগল এই ব্রাউজারকে বর্তমান ও ভবিষ্যতের ওয়েবসাইটের উপযুক্ত করে সৃষ্টি করেছে। গুগল বলছে, আগে ভিজিটররা শুধু ওয়েবসাইট ভিজিট করতো কিছু সংবাদ বা টেক্সট ও ইমেজের জন্য। কিন্তু এখন নেট ব্যবহারকারীরা ওয়েবসাইটে চ্যাট করছে, ফাইল আপলোড করছে, ভিডিও দেখছে, ভিডিও অডিও আপলোড করছে, গেমস খেলছে ইত্যাদি আরো নানাবিধ উন্নত প্রযুক্তির কাজকর্মে জড়িত যা ওয়েবের প্রথমদিকের ইতিহাসে ছিল না। ওপেন সোর্স হিসেবে গুগলের নতুন ব্রাউজার ক্রোমকে পরিচয় করাতে গুগল ব্যবহার করেছে একটি কমিকসের। কমিকসটি দেখতে এখানে ক্লিক করুন।
গুগলের নতুন ব্রাউজার ক্রোম তাদের যাত্রা শুরু করলো আজ থেকে। যদিও তারা তাদের ক্রোমের প্রতি ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করছে কার্টুনের মাধ্যমে, তাদের এই ক্রোমে সংযুক্ত হয়েছে অত্যাধুনিক কিছু ফিচার। এছাড়াও গুগল দাবী করছে ক্রোম বর্তমানের সবচাইতে দ্রুততম ওয়েব ব্রাউজার যা একজন ব্যবহারকারীকে দেবে পরিপূর্ণ ইন্টারনেট সার্ফিং এর আনন্দ।
গুগলের মতে, ক্রোমের যাত্রা সবে মাত্র শুরু। এর মূল লক্ষ্য থেকে ক্রোম এখনো অনেক দূরে। তাই পরীক্ষামূলক সংস্করণ হিসেবে গুগল রিলিজ করলো ক্রোমের উইন্ডোজ ভার্সন। তবে খুব শীঘ্রই ক্রোমের লিনাক্স ও ম্যাক এর সংস্করণও ওয়েবে মুক্তি পাবে।
আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিনুল, অনেক ভাল রিভিউ হয়েছে। তবে এটি ব্যবহার করা আমার কাছে বিপদজনক মনে হয়েছে। বিষয়টি নিয়ে সা.ই ব্লগে লিখেছি.. এখানেও এক কপি দিয়ে দেব কিনা ভাবছি…
এনিওয়ে… নাইস সাইট! ভাল লাগলো।
এই ব্রাউজার িদেয় প্রথমআেলা পিত্রকার বাংলা ফন্টগুেলা পড়া যায়না। িকভােব পড়া যােব েকউ িক জানােবন?
মনে বড় আফসোস …… এটা নিয়ে লেখার জন্যে প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম …… আমিনুল ভাই লিখে ফেলল …. যাক গে …. একজন লিখলেই হত ,,,, ধন্যবাদ।
আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা।