আবিষ্কারগুলো কোথায় যায়!!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বেশ কয়েক বছর ধরেই দেখছি প্রচণ্ড গরমের এবং ব্যপক লোডশেডিং এর সময় হটাৎ করেই পত্র পত্রিকায় বিভিন্ন যুগান্তকারী আবিষ্কারের সংবাদ বের হয়, যাতে হেডিং থাকে, "জ্বালানী বিহীন জেনারেটর বা বিদ্যুৎ উৎপাদন যন্ত্র আবিষ্কার" অমুক জেলার তমুক ব্যক্তি এমন এক জেনারেটর তৈরি করেছেন যা কোন জ্বালানী ছাড়াই আজীবন বিদ্যুৎ উৎপাদনে সক্ষম! কয়েকদিন এ বিষয়গুলো নিয়ে খুব মাতামাতি, আলোচনা চলে। এরপর এগুলোর কি পরিণতি হয় সে সম্পর্কে কোন কিছুই জানা যায় না। আপনারা কেউ কি বলতে পারবেন, আবিষ্কারগুলো কোথায় যায়!!!

Level 0

আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুম, আসলেইতো ব্যাপারটা কি হয়? রহস্য

Level 0

hahahahaha, moja pailam, shohomot apnar shathe, ei TT tei keu keu oi khoborgulo nie tune korechhe, abar public er commente tikte na pere tune delete kore dieachhe
apnar post porar pore apnake dekhanor jonno amar janamoto oirokom ekta tune khujte gelam, dekhi tuner tune ta delete kore dieachhe, lol
oigulo shob bhautabaji ,potrikar bikri baranor jonno lekhe, ekjon to emon tuneo korechhilo ,je BD r ekjon uronto car banie feleche, lol,ektu khuje dekhen,oi garir tune ta mone hoy ekhono achhe,

    Na jaina kisu bolis na…….oi vua tune gula tor moto faul polapain ra kore……tor jonmoi to akta boro rohoshsho…

Level 0

সংবিধিবব্ধ সতকিকরনঃআবিশকার HUGE পরিমানে USE করা নিরাপদ নহে।
বি.দ্র: USE এর বহুলতার হেতু ক্ষয় হবার probability বেশি।

Level 0

ডাস্টবিন এ
(যতদুর জানি আর্থিক সমস্যার কারনে প্রায় সব গুলি নতুন আবিস্কার বন্ধ হয়ে যায়, আর যে গুলি নিজ উদ্যাগে কিছুটা সচল থাকে সার্বিক সাপোর্ট বা মার্কেটে টিকতে না পেরে বিলুপ্ত হয়ে যায়)

Level 0

হুম, আসলেইতো ব্যাপারটা কি হয়? রহস্য আবিষ্কারগুলো কোথায় যায় ??

উন্নত দেশগুলো মেধাবীদের পদমর্যাদা দিতে জানে যা আমাদের দেশে নাই। আমাদের দেশের মেধাবীরা কিছু আবিষ্কার করলেও তা আড়ালে থেকে যায়। আমাদের দেশ তাই এতো অনুন্নত। কারন এই দেশের সরকার চায়না যে এদেশের কোন উন্নতি হোক। বাংলাদেশে নতুন নতুন জিনিস আবিস্কার হলে আর প্রযুক্তি উন্নত হলে এ দেশের মানুষ দিন দিন চালাক হয়ে যাবে। জনগন চালাক হয়ে গেলে মন্ত্রী মিনিস্টারদের বারটা বাজবে। একটু ভাবুন আজ দেশের কি হাল অবস্থা? বাংলাদেশে অশিক্ষিতের হার বেশি। তাই এই সুযোগটা নিয়ে এ দেশের সরকার জনগণকে বোকা বানিয়ে নিজের পকেট চাঙ্গা করছে। যেই দল ক্ষমতায় আসে সেই দলই চুরি করে। জনগনের টাকা দিয়ে এই সব মন্ত্রী মিনিস্টারেরা নিজেদের ব্যাংক বালান্স বাড়াচ্ছে। যদি সরকার একটু এই মেধাবীদের সুযোগ দিত তাহলে আজ আমাদের দেশ আর দেশের জনগন অনেক এগিয়ে যেত। আহারে সোনার বাংলা!! কবে যে আমরা এই দুই স্বার্থবাদী নেত্রিদের থাবা থেকে মুক্ত হব??

Level 0

আবিষ্কার গুলা দিয়ে মুড়ি খায়

Level 0

ভাই আমি একজন প্রকৌশলী । আমার আভিজ্ঞতা থেকে দেখেছি যে উল্লেখ আবিষ্কার গুলো একটিও ফিজিক্স ও তড়িৎ বিদ্যার নিয়ম আনুশরন করেনা । তাই এগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন সম্ভব নয় । এটাই মুল কারন। তা নাহলে বাংলাদেশ না হোক পৃথিবীর বড় বড় কোম্পানি ফর্মুলা কিনেনিত ।

এ ধরনের যন্ত্র গুলো কে বলে Perpetual Motion Machines বা PMM. এ যন্ত্র গুলো আপাত দৃষ্টিতে মনে হয় automatically বাইরের কোন এনার্জি সোর্স ছাড়াই এনার্জি সাইকেল কমপ্লিট করে। কিন্তু তাপগতিবিদ্যা সম্পর্কে মোটামুটি ধারনা থাকলেই বোঝা যায় এগুলো বাস্তবায়ন সম্ভব নয়। কারন Thermodynamics এর Fundamental দুইটা সুত্র কে এসব যন্ত্র violet করে। তাই বাস্তবে এসব যন্ত্র আসলে কাজ করে না। এখন পর্যন্ত হাজারখানেক এর ও উপরে এসব যন্ত্রের Theoritical পেটেন্ট দাবি করা হয়েছে,কিন্তু কোন টাই বাস্তবে কাজ করে নি।তাই এখন এই ধরনের প্যাটেন্ট এর দাবি আর নেওয়া হয় না। এধরনের যন্ত্রের কার্যকারিতা পুরোপুরি ভিত্তিহীন। Engineering Thermodynamics সম্পর্কে সঠিক ধারনা না থাকা উদ্ভাবকেরাই এসব যন্ত্র উদ্ভাবন করে থাকেন।

ভাই কয়েক সপ্তাহ আগে আমি একটি জাতীয় দৈনিকে দেখেছিলাম এবং যথেষ্ট আশ্চর্যও হয়েছিলাম। কোনরকম জ্বালানি ছাড়াই ১টি বৈদ্যুতিক জেনারেটর তৈরি করেছেন দুই লোক যাদের প্রাতিষ্ঠানিক কোন ডিগ্রি নেই। তাদের ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কোন ধারণা তেমন নেই। কিন্তু তারা তৈরি করেছেন ৩৬০০ ওয়াটের বৈদ্যুতিক জেনারেটর যা কিনা ব্যাটারিতে চলে। ব্যাটারি দিয়ে দুটি মোটর চালান হয় যা দিয়ে ২৮০০ ওয়াট ব্যবহার্য বিদ্যুৎ পাওয়া যায় এবং ৮০০ ওয়াট দিয়ে ব্যাটারি চার্জ হয়। আমার প্রশ্ন সাইন্স ও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষদের কাছে উপরুক্ত বৈদ্যুতিক জেনারেটর কি তৈরি করা সম্ভব বিজ্ঞানের সুত্রের ভিত্তিতে?

    @সানি৯৯৯৯: এ গুলো সবই গল্প

    Level 0

    @সানি৯৯৯৯: ভাই, খুব সহজভাবে বললেঃ খেয়াল করে দেখবেন উনাদের কাররই প্রয়জোনীয় প্রাতিস্টানিক শিক্ষা নাই। মানে উনাদের এটা বুঝে আসেনি যে আসলে কিভাবে এবং কোথায় পাওয়ার কনসিউম হয় এবং কিভাবে তা বের করতে হয়।
    কিন্তু যারা জানে, মানে যথাযথ কত্রিপক্ষ তারা পরে ঠিকই বুঝতে পারে, তাই আর এগুল কোনটার পেটেন্ট হয় না।