সুপ্রিয় বন্ধুরা, আসসালামু ওয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সামনে নতুন এক সংবাদ নিয়ে হাজির হলাম । তাহলে শুরু করা যাক।
কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং উইন্ডোজ ম্যাংগো অপারেটিং সিস্টেমচালিত তাদের প্রথম স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। স্যামসাং-এর তৈরি এ স্মার্টফোনের নাম হবে অমনিয়া ডাব্লিউ। খবর সিনেট-এর।
৩.৭ ইঞ্চি সুপার এমোলিড ডিসপ্লের অমনিয়া ডাব্লিও স্মার্টফোনটিতে থাকছে ১.৪ গিগাহার্টজ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম ও ৮ গিগাবাইট স্টোরেজ। এ ছাড়া ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, এলইডি ফ্লাশ, ভিডিও কলের জন্য ভিজিএ ক্যামেরা, ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং এবং কানেকটিভিটি হিসেবে ওয়াইফাই ও ব্লুটুথ সুবিধাও থাকবে।
আলাদা ফিচার হিসেবে যোগ হচ্ছে এক্সিলেরোমিটার, লাইট, প্রক্সিমিটি, ম্যাগনেটোমিটার এবং গাইরোস্কোপ সেন্সর।
ম্যাংগোচালিত অমনিয়া ডাব্লিও স্মার্টফোনটিতে এতোসব ফিচার থাকা সত্ত্বেও বিশ্লেষকরা বলছেন, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর গ্যালাক্সি এস টু স্মার্টফোনটির চেয়ে এ সেটটির কনফিগারেশনে পিছিয়েই থাকছে।
অক্টোবর মাসেই ইতালির বাজারে আসতে পারে অমনিয়া ডাব্লিও। পরে এটি এশিয়া এবং ইউরোপের বাজারে চলে আসবে।
অমনিয়া ডাব্লিও স্মার্টফোনটির দাম এখনও জানায়নি স্যামসাং কর্তৃপক্ষ।কেমন লাগলো জানবেন। কমেন্ট করলে পরবর্তী টিউন করতে সাহস পাব। সবাই ভাল থাকবেন।
আরও জানতে ভিজিট করুনঃ projuktirtips.blogspot.com
উল্লেখ্য যে, আমার ব্লগটি সম্পূর্ণ টিকটিউন্সের টিপস নিয়ে তৈরি করা। কেমন হল জানাবেন।
valo laglo .dhonnobad vaia share korar jonno