অধরাই রইল আইফোন ৫ !!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

‘লেটস টক আইফোন’ স্লোগানে পুরো ক্যালিফোর্নিয়া শহরই উন্মদনায় মুখর। বিশ্বের বহু দেশ থেকে প্রযুক্তি সাংবাদিকেরা ‘আইফোন৫’ উন্মোচন অনুষ্ঠান কভার করতে এসেছেন।

অ্যাপলের জনক স্টিভ জবসের স্থলাভিষিক্ত নতুন নির্বাহী টিম কুকের কাঁধে এবার আইফোন৫ এর বিপণনের গুরুভার। অ্যাপলের ইতিহাসে স্টিভ ছাড়া এবারই প্রথম আইফোনের নতুন সংস্করণ ভোক্তাদের হাতে পৌঁছবে।

অপেক্ষার ঘণ্টা ফুরাচ্ছে। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বহুল প্রতীক্ষিত আইফোন৫ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। সংবাদমাধ্যমগুলোও এ তথ্য ফলাও করেই প্রচার করে।

এরই মধ্যে সব প্রস্তুতিই প্রায় চূড়ান্ত করেছে অ্যাপল। তবে শেষমুহূর্তে নাটকীয় কোনো পরিবর্তন না হলে আইফোন৫ অবমুক্ত হচ্ছে। এর আত্মপ্রকাশ নিয়ে পুরো বিশ্বপ্রযুক্তি অঙ্গনেই ছিল টানটান উত্তেজনা। কিন্তু এসবই গেল বিফলে। আপাতত অধরাই রয়ে গেল আইফোন৫!

৪ অক্টোবর থেকেই বহুল প্রতীক্ষিত আইফোন৫ মডেল অবমুক্ত করার কথা জানিয়েছিল বেশ সনামধন্য কটি সংবাদমাধ্যম। আইফোন৫ বিপণনে দায়িত্ব দেওয়া হয়েছে এটিঅ্যান্ডটিও এবং ভেরিজন ওয়্যারলেসকে। কিন্তু এ প্রচারের পালে হাওয়া লাগেনি।

সংবাদমাধ্যমে প্রকাশ, আইফোন৪ এর সঙ্গে আইফোন৫ মডেলও বিপণন করা হবে। তবে এ উদ্যোগে থাকবে বাজেট সাশ্রয়ী মনোভাব। অপেক্ষাকৃত স্বল্পদামে ৮ গিগাবাইটের আইফোন৪ বাজারে নতুন আঙ্গিকে বিক্রি করা হবে।

তবে কেমন হবে আইফোন৫ এ বিষয়ে খুব বেশি সুস্পষ্ট ধারণা নেই কারও। অনেকটা গোপনেই কক্ষেই চলছে এ মডেলের পুরো উৎপাদন কার্যক্রম। কারিগরি মাননিয়ন্ত্রণেও পুরোপুরি সতর্ক অ্যাপল।

৯টু৫ সংবাদমাধ্যম সূত্র জানিয়েছিল, আগের তুলনায় আইফোনের স্টোরেজ দ্বিগুণ হতে পারে। একই সঙ্গে তিনটি স্টোরেজ মডেল প্রকাশ করা হতে পারে। এর মধ্যে ১৬জিবি, ৩২জিবি এবং সর্বাধিক আলোচিত ৬৪জিবি মডেল অন্তর্ভুক্ত আছে।

আইফোন৪ এর নতুন একটি সংস্করণও আইফোন৫ এর সঙ্গে প্রকাশ করা হবে বলেও কয়েকটি সূত্র জানায়। আইফোন৫ বাজারে আসার আগেই নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যামসাংকে দারুণ কোণঠাসা করে ফেলে অ্যাপল।

ফলে বাজার পরিস্থিতি এখন অনেকটাই আইফোনের অনুকূলে চলে যায়। তবে বিশেষজ্ঞেরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য মতে, এখনকার বাজার পরিস্থিতি আইফোন৪ এর মতো একচেটিয়া নয়। এখন আইফোনের অনেকগুলো বিকল্পমাধ্যম আছে।

এ মুহূর্তে বিশ্বপ্রযুক্তির বাজারে বহুসংখ্যক বাহারি আর বহুমাত্রিক স্মার্টফোন বিদ্যমান। ফলে আইফোন৫ সংস্করণকে আইফোন৪ এর তুলনায় অনেক বেশি বাজার প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে।

এ মুহূর্তে আইফোন৫ এর সঙ্গে বাজার প্রতিযোগিতায় লড়াই করতে সচেষ্ট আছে এইচটিসি ইভো। ত্রিমাত্রিক আবহের এ স্মার্টফোন আইফোনের সঙ্গে টক্কর দেবে বলে বিশ্লেষকেরা ধারণা করছেন।

আইফোন নিয়ে স্মার্টফোন ভক্তদের আগ্রহ অন্তহীন। প্রশ্ন এখন আইফোন৫ কখন তার মোড়ক উন্মোচনে আত্মপ্রকাশ করবে। এ যাবৎ অ্যাপলের উদ্ভাবনা ইতিহাসে আইফোন৫ সবচে বেশি জল্পনা-কল্পনার ধুম্রজাল সৃষ্টি করেছে।

এ মডেলটি সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে এখন পর্যবেক্ষণ কক্ষে আত্মউন্মোচনের প্রহর গুণছে। তবে দিনক্ষণও অনিশ্চিত। তাই চলছে যুক্তি আর কৌশলের লড়াই।

এরই মধ্যে সংবাদমাধ্যমে প্রকাশ, এ অক্টোবরেই আইফোন৫ মডেল বিশ্ববাজারে ছাড়া হবে। এ উদ্দেশ্য উৎপাদন কারখানায় আগাম আবেদনও জমা পড়েছে। এ সত্যতায় অ্যাপল এখনও কঠিন নীরবতাই পালন করছে।

দ্য ওয়াল স্টিট জার্নাল সূত্র জানিয়েছিল, ৪ অক্টোবর অ্যাপল আইফোনের পঞ্চম মডেলটি আনুষ্ঠানিকভাবে বিশ্ববাজারে প্রকাশ করা হবে। আর প্রাথমিক ধাক্কা সামলে নিতে আড়াই কোটি আইফোন৫ প্রস্তুত করা হচ্ছে। কিন্তু এ অনুমানের সত্যতা পাওয়া যায়নি অ্যাপলের ঘোষণায়।

বিশ্লেষকদের ভাষ্যমতে, এ মুহূর্তে স্মার্টফোনের বাজারে তুমুল প্রতিদ্বন্দ্বীতার কারণে সুচিন্তিতভাবেই মাঠে নামতে চাইছে অ্যাপল। এত গোপনীয়তার নেপথ্যে কারণও এটাই। তবে ৪ অক্টোবরেই আইফোন৫ এর দেখা মিলছে তা নিয়ে সংশয়ও ছিল অন্তহীন।

আবারও অপেক্ষা শুরু হলো আইফোন৫ এর আনুষ্ঠানিক ঘোষণার। আইফোন৫ উন্মোচনের দিনক্ষণ এখনও অনির্ধারিত। ৪ অক্টোবর আইফোন ৪এস অবমুক্ত করলেও আইফোন৫ নিয়ে একেবারেই মুখ খোলেনি অ্যাপল। প্রধান নির্বাহী টিম কুকও এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্যই জানাননি।

তবে প্রথমেই তা বাজার চাহিদার তুলনায় অপ্রতুল হবে এটা প্রায় সুনিশ্চিত। এ পরিস্থিতিটা সামলে নিতেই বোধহয় উৎপাদনের পরিমাণ আরও বাড়ানোর নতুন পরিকল্পনা নিয়েছে অ্যাপল।

২০১০ সালে জুন মাসে আইফোনের চতুর্থ সংস্করণ বিশ্ববাজারে উন্মোচন করা হয়। সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এ মডেল বিক্রির সংখ্যা ছিল ২ কোটি ৩৪ লাখ। এরই মধ্যে আইফোন৫ এর বাজারে আসার সম্ভাবনায় অ্যাপল শেয়ারের মূল্যসূচকও অনেকটা বেড়েছে।

সুত্রঃ banglanews24.com

Level 0

আমি nayeem.nay। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইয়া আমি এখানে নতুন তাই যদি একটু বলতেন সাহায্য চাবো কি ভাবে ? একটু বললে খুব উপকার হত ।
আর tune এর জন্ন ধন্যবাদ ।

@sbn5233
আপনার সমস্যার কথা লিখে নতুন একটি টিউন করুন । বিভাগ দিবেন সাহায্য ও জিজ্ঞাসা তাহলেই হবে ।