শাবিপ্রবিতে চালু হল ‘ডিজিটাল ভর্তি’ পদ্ধতি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির 'ডিজিটাল অ্যাডমিশন' পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা ।

এ বছর শাবিপ্রবিতে ভর্তির আবেদনের জন্য কোনো ফরম পূরণ কিংবা আবেদনপত্র সংগ্রহ করতে হবে না। যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে রেজিস্ট্রেশন করে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে।

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএসসি ও এইচএসসির রোল নম্বর ও ইউনিটের নাম লিখে চার ডিজিটের একটি নির্দিষ্ট নম্বরে পাঠাতে (সেন্ড) হবে। সঙ্গে সঙ্গে ওই মোবাইল ফোনের ব্যালান্স থেকে রেজিস্ট্রেশন বাবদ ভর্তি ফরমের জন্য নির্ধারিত মূল্য কেটে নেওয়া হবে। পরে ফিরতি মেসেজে একটি নির্দিষ্ট কোড নম্বর দেওয়া হবে।

ওই নম্বর এবং ভর্তিচ্ছু প্রার্থীর তিন কপি ছবি নিয়ে সরাসরি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর সংশ্লিষ্ট পরিদর্শক ছবিগুলো সংগ্রহ করে একটি কার্ড দেবেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে ওই কার্ড দেখিয়েই ভর্তি হওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় র্র্কর্তৃপক্ষ ভর্তিচ্ছু শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসির রোল নম্বরের মাধ্যমে সংশ্লিষ্ট বোর্ড থেকে তথ্য সংগ্রহ করবে। ভর্তি হওয়ার পর আবার তা বোর্ডকে জানানো হবে।

তবে ভর্তির রেজিষ্ট্রেশন কবে থেকে শুরু এবং ফরমের দাম কত হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

উপাচার্য মো. সালেহ উদ্দিন বলেন, "শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আমি ডিজিটাল ক্যাম্পাসে পরিণত করতে চাই। 'ডিজিটাল এডমিশন' পদ্ধতি চালুর মাধ্যমে এ প্রক্রিয়া একধাপ এগিয়ে নেওয়া হল।"

এ ব্যাপারে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি টেলিটকের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান।
এই সম্পূর্ন লেখাটি বিডিনিউজ ২৪ হতে নেয়া হয়েছে মূল লেখার লিংক

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for this news.

আপনাকে ও ধন্যবাদ

good move ……..

হাহাহাহাহহা. ভালই খারাপ না