ফেসবুক চালু করছে ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিস

টিউন বিভাগ খবর
প্রকাশিত

facebook1.jpgজনপ্রিয় স্যোশাল নেটওয়ার্কিং সার্ভিস হিসেবে পরিচিত ফেসবুক তার অগনিত ব্যবহারকারীদের অচিরেই তাদের সেবার মান অধিকতর উন্নয়ন করার লক্ষ্যে ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিস চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা পূর্বের তুলনায় অধিকতর স্বাচ্ছন্দ্যে তাদের পরিচিত ব্যক্তিদের সাথে তাৎক্ষণিত মেসেজ বিনিময় করতে পারবে। সম্প্রতি ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিস চালু করার লক্ষ্যে ফেসবুক ইতিমধ্যেই তাদের কাজ অব্যাহত রেখেছে এবং বর্তমানে তারা তৈরিকৃত ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিস পরীক্ষা করে দেখছে। অতিশীঘ্রই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ফেসবুক ব্যবহারকারীরা এই সেবা পেতে সক্ষম হবে বলে জানিয়েছে ফেসবুক কতৃপক্ষ। ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিস মূলত ফেসবুক এর ব্যবহারকারীদের পেজ সমূহে সংযুক্ত থাকবে এবং ব্যবহারকারীরা এটি ব্যবহারের মাধ্যমে পূর্বের তুলনায় অধিক স্বাচ্ছন্দ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফেসবুক ব্যবহারকারীদের সাথে নিজেদেরকে সংযুক্ত করনের মাধ্যমে মানসম্পন্ন ওয়েব চ্যাট করতে সক্ষম হবে। ফেসবুক-এর পরিকল্পনা অনুযায়ী ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিস চালু হলে বিশ্বজুড়ে অগনিত ফেসবুক ব্যবহারকারীদের নিকট ফেসবুকের জনপ্রিয়তা পূর্বের তুলনায় অধিক বৃদ্ধি পাবে বলে ফেসবুক কর্তৃপক্ষ মনে করছেন।

Level 0

আমি অর্পণ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তাই নাকি । ভাল খবর তো । ইয়াহু দিন বদলাবে ।

ফেসবুকে তো ইন্সট্যান্ট মেসেঞ্জার আছেই। নাই?

মজিলা ফায়ারফক্স ব‌্যবহার করে ফেসবুকে লগইন করলে স্ক্রীনের নিচের দিকে লেখা থাকে অনলাইন ফ্রেন্ডস (এতজন অনলাইন)। চ্যাট উইন্ডো ব্যবহার করে আমি নিজেও চ্যাটিং করেছি কয়েকবার।

Level 0

বন্ধুরা চল সবাই বাংলাদেশের প্রথম facebook style social network “banglar bondhu” তে join করি
http://bdfriend.wall.fm link a click করে join করুন আর উপভগ করুন facebook style “banglar bondhu”

টাইম মেশিনে অতীতে আছি !!!
অর্পন ভাই তো ভাল একজন টিউনার!!
আপনি কোথায় ভাই???