মাইক্রোসফটের উইন্ডোজ ৮ ডেভেলোপার প্রিভিউ অবমুক্ত

মাইক্রোসফটের পরবর্তী প্রজন্মের জন্য তৈরি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ ডেভেলোপার প্রিভিউ অবমুক্ত হয়েছে। উইন্ডোজের নতুন এ সংস্করণ ডেস্কটপ এবং ল্যাপটপের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটারেও চলবে। প্রথমবারের মতো উইন্ডোজের নতুন এ সংস্করণ চলবে লো পাওয়ার প্রসেসরের মাধ্যমে। ইতিমধ্যে বাজারে জনপ্রিয়তার কাতারে থাকা অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস এবং গুগলের অ্যান্ড্রোয়েডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে নানা ধরনের নতুন বৈশিষ্ট্যও যুক্ত হয়েছে এতে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডেভেলপারস সম্মেলনে উইন্ডোজ বিভাগের প্রেসিডেন্ট স্টিভেন সিনোফস্কি বলেন, ‘আমরা উইন্ডোজের নতুন সংস্করণ নানা বৈশিষ্ট্যের এবং ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতার আলোকে তৈরি করেছি। সংস্করণটি দুটি আদলে এসেছে, যার একটি সাধারণ ডেস্কটপের জন্য এবং অন্যটি ট্যাবলেট সংস্করণের জন্য।

ট্যাবলেট কম্পিউটারে জন্য তৈরি মেট্রো নামের এ সংস্করণ বিশেষভাবে স্পর্শকাতর পর্দার জন্য তৈরি। মাইক্রোসফটের উইন্ডোজ স্টোরে সংস্করণটি পাওয়া যাবে, যেখান থেকে এর উপযোগী অ্যাপ্লিকেশনও পাওয়া যাবে।’ প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে ট্যাবলেট ব্যবহারকারীর অবস্থা প্রায় সাত কোটিতে পৌঁছেছে, যা ২০১৫ সালের মধ্যে প্রায় ৩০ কোটি পৌঁছাবে বলে জানিয়েছে গার্টনার। আর তাই কম্পিউটারের চেয়ে ট্যাবলেট সংস্করণে বেশি সুবিধা যুক্ত করার ব্যাপারে নজর দিয়েছে মাইক্রোসফট। —বিবিসি অনলাইন

সুত্র: প্রথম আলো

Level 0

আমি Copy Paste Hacker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 152 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রফিকুল ইসলাম। নিজের সম্পর্কে তেমন কিছু বলার নেই, কারন আমার কোন তেমন ভাল প্রোফাইল নেই। আমার সবচয়ে ভাল লাগে ইন্টারনেট USE করতে ।আর আমার ভাল লাগে টেকনোলজি,আমার অনেক স্বপ্ন ছিল টেকনোলজি নিয়ে কিছু করব।কিন্ত এখন স্বপ্ন, স্বপ্ন রয়ে গেল।কিন্ত তারপর-ও চেষ্টা করি। সারাদিন পরে থাকি কম্পিউটার নিয়ে, আর খুজে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks for your info.

খবর দেয়ার জন্য ভালো লাগল

Thank you for comment …………………

ভাই microsoft এর windows স্টোর এ তো এ সংক্রান্ত কোনও তথ্য নেই ।

টিউনে এভাবে শিরোনামে ভুল লেখা উচিত হয়নাই। কেবল ডেভলপারস প্যাক বের হয়েছে। যত্তসব।

বড় করে লেখা আছে Windows Developer Preview downloads

এটা বুঝেননা কেন ভাই?

Level 0

নকিয়া বাংলাদেশের S40 সিরিজের হ্যান্ডসেট ব্যাবহারকারীদের জন্য আবহাওয়া, পরীক্ষার ফলাফল ও শেয়ার বাজারের আপডেট জানার জন্য যথাক্রমে weathernow, scoreboard ও stockassist নামের তিনটি আপ্লিকেশন অভি ষ্টোরে ছেড়েছে। আজই ডাউনলোড করুন।

ধন্যবাদ আপনাকে………………

ভাল লাগল…।

আমি আজ NORTH TOWER এ CD তা দেখলাম

Level 0

Thanks for info:

মাইক্রোসফটের উইন্ডোজ ৮
ডেভেলোপার প্রিভিউ DOWNLOAD=>

http://www.techfriend.in

মন্তব্য প্রয়োজন নেই।