সহজ যোগাযোগের একটি মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। এর জনপ্রিয়তা এবং নিত্য নতুন প্রযুক্তি এতে যুক্ত হওয়ার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
কিন্তু যদি বলা হয়, এই মোবাইল ফোন থেকেই এখন তালা খোলা সম্ভব হবে তাহলে যে কেউই সহজে অবাক হবেন। এটা বাস্তবেই সম্ভব হতে যাচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তা বিশেষজ্ঞ দাবি করেছেন, তিনি এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে মোবাইল ফোন থেকে একটি বার্তা (এসএমএস) পাঠালেই গাড়ির তালা খুলে যাবে।
সমপ্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ব্ল্যাক হ্যাট সিকিউরিটি কনফারেন্স-এ মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠান ‘আইসেক পাটনার্স’-এর বিশেষজ্ঞ ডন বেইলি উদ্ভাবিত এই প্রযুক্তিটি প্রদর্শন করেছেন।
ডন বেইলি বলেন, যুক্তরাষ্ট্রের টিভি অনুষ্ঠান অপরাহ উইনফ্রের একটি পর্ব দেখে তিনি এ প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহী হয়েছিলেন।
ডন বেইলি জোরালোভাবে দাবি করেছেন, তার এসএমএস প্রযুক্তির মাধ্যমে শুধু গাড়ির তালাই খুলবে না, গাড়ি হ্যাক করাও সম্ভব হবে।
তবে কোন্ গাড়ি এবং কি মডেলের গাড়ি হ্যাক করা সম্ভব সেটি তিনি গোপন রেখেছেন। তিনি আরও দাবি করেন, এ প্রযুক্তির মাধ্যমে শুধু গাড়িই নয়, মোবাইল ফোন, ক্যাশ মেশিন এবং শিল্পপ্রযুক্তি প্রতিষ্ঠানও হ্যাক করা সম্ভব হবে।
তিনি বলেন, গাড়িতে যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহূত হয় সেগুলো ওয়্যারলেস প্রযুক্তিতে বিঘ্নিত হয় বলে সহজেই হ্যাক করা সম্ভব হবে।
ফেন পেইজটি লাইক করতে ভুলবেন না দয়া করে : CLICK HERE
তথ্য সূত্র : প্রথম আলো
আমি djuicelife। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing To Say...
Kana dorkar.
(vary good)