চালু হলো বাংলা আর্টিকেল ডিরেক্টরি ওয়েবসাইট (সম্পূর্ণ বাংলায়)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

চালু হলো বাংলা আর্টিকেল ডিরেক্টরি। আর্টিকেল ডিরেক্টরি মানে হচ্ছে যেখানে আপনি সব ধরনের আর্টিকেল পারবেন। আপনি আর্টিকেল পড়তে পারবেন, এমনকি নিজের লেখা আর্টিকেল শেয়ারও করতে পারবেন। এই সমস্ত সেবা নিয়েই চালু হলো জেনেরাস রোভার - বাংলা আর্টিকেল ডিরেক্টরি।

এই সাইটের বৈশিষ্ট্য সমূহঃ

  • আর্টিকেল পড়তে পারবেন
  • আপনার আর্টিকেল এখানে শেয়ার করতে পারবেন
  • কম্পিউটারে ছাড়াও আইফোন ও মোবাইল থেকে পড়ার জন্য আলাদা আলাদা থিম ব্যবহার করা হয়েছে, যাতে করে খুব সহজেই ও কম খরচে আইফোন বা মোবাইল থেকে পড়তে পারবেন
  • ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয়েছে, যে কারনে আপনাদের এটা ব্যবহার করতে কোন সমস্যা হবে না, ও ওয়ার্ডপ্রেসের সব সুবিধায় পাবেন।

ওয়েব স্পেসে স্বল্পতার জন্য, রেজিস্টার ব্যবহারকারীদের Contributor বানানো হয়েছে। আপনারা টিউন করলে ৯৯%ই প্রকাশ করা হবে। আর্টিকেলে ছবি বা ভিডিও লাগাতে চাইলে Picasa, Flickr বা Youtube বা নিজের সার্ভার ব্যবহার করুন। আসলে আমার আগের প্রোজেক্ট বাংলা নিউজ নেটওয়ার্ক খুব একটা জনপ্রিয় হইনি তাই নতুন ডোমেইন নেওয়ার সাহস পাইনি। আশা করি আপনাদের সাইটটা দেখে ভাল লাগবে এবং কাজে আসবে।

বন্ধুরা আমাকের একটা তথ্য দিয়ে সাহায্য করুন, যে বাংলাদেশে কি বাংলা আর্টিকেল ডিরেক্টরি সাইট আছে? নাকি এটাই প্রথম?

একটা অতিরিক্ত তথ্যঃ এই সাইটের ডোমেইন, স্পেস, ব্যান্ডউইথ ১ বছরের জন্য স্পন্সার পাওয়া গেছে, একটা হস্তিং কোম্পানি এই গুলো ফ্রী দিতে রাজি হয়েছে। চুক্তিবদ্ধ হয়ে তারা ডোমেইনও দিয়ে দিয়েছেন। খুব তাড়াতাড়ি এটাকে নতুন ডোমেইনে নিয়ে যাওয়া হবে।

Level 0

আমি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেই সর্বাপেক্ষা জ্ঞানী, যে নিজে শিখে ও অপরকে শেখাই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

thanks, go ahead.

চালিয়ে যান আমরা আছি।

    @Tecno Sabbir: ভাই অসংখ্য ধন্যবাদ। শুধু আপনারা সাথে থাকলেই হবে।

সুন্দর হইছে। আইডিয়াটাও দারুন।
সুভকামনা রহইল আপনার জন্য

    @marufbillah: শুধু আপনারা সাথে থাকলেই হবে। অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ

ভালোই তো.. 🙂

শুভকামনা রইলো বাংলা আর্টিকেল ডিরেক্টরির জন্যে, বাংলা সাইটগুলোতে এসইও খুব একটা করে না কেউ, তবে করতে চাইলে আর্টিকেল মার্কেটিং এর জন্যে কাজে লাগতে পারে বাংলা আর্টিকেল ডিরেক্টরিটি…

    @ডিজে আরিফ: ধন্যবাদ আরিফ ভাই। এটা বাংলাদেশে নতুনতো, তাই এখন ঠিক করে বলা যাচ্ছে না চলবে কিনা? তবে, বাহিরের দেশে তো এই রকম সাইটের খুব চাহিদা। দেখি শেষ পর্যন্ত কি হয়, সবকিছু থেকেই তো শেখার আছে, দেখি এখান থেকে কি কি শিখতে পারি। ধন্যবাদ।

সাইট ভাল। তবে সমস্যা হল, কোন একটা আর্টিকেল কি আমি এক ক্লিকে মূল পোস্টে চলে যেতে পারবো না? এখন তো এক ক্লিক দিলে আপনার সাইটে একটা পোস্ট খুলে তারপর সেখানে আবার আরেকটা ক্লিক দিয়ে মূল আর্টিকেলে যেতে হয়।

যাই হোক মূল আর্টিকেল পড়া শেষ আমি আবার আপনার সাইটে ফিরে আসলাম। আবার back করলাম। তারপর আবার দুই বার করে ক্লিক দিয়ে আরেকটা মূল পোস্টে যেতে হয়।

http://banglanewseveryday.com/ মত করে করা যায় না?

    @মাসপি: ভাই আমার সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ। আপনার আইডিয়া মন্দ না। এটা নিয়ে ভেবে দেখব।

এই সাইটের ডোমেইন, স্পেস, ব্যান্ডউইথ ১ বছরের জন্য স্পন্সার পাওয়া গেছে, একটা হস্তিং কোম্পানি এই গুলো ফ্রী দিতে রাজি হয়েছে।
নামটা বলেন, শুনে মন জুড়াই। বাংলা সাইটগুলো তো নিজের পকেটের টাকা খরচ করে চালানো লাগে। এরকম দুই একটা ডোমেইন হোস্টিং কোম্পানির সাহায্য পেলে তবুও কিছুটা দিন টিকে থাকে।

    @মাসপি: সাইটটিতে লিখুন, রোজ পড়ুন। কোম্পানিটির ক্রেডিট অবশ্যই সাইটে দিয়ে দেবো, আমি ওনাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। আপনাদের প্রতিও কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ।

    @মাসপি: http://bd-article.com -এ সাইটটি ট্রান্সফার করা হয়েছে এবং স্পন্সারের নামও দেওয়া হয়েছে।