চালু হলো বাংলা আর্টিকেল ডিরেক্টরি। আর্টিকেল ডিরেক্টরি মানে হচ্ছে যেখানে আপনি সব ধরনের আর্টিকেল পারবেন। আপনি আর্টিকেল পড়তে পারবেন, এমনকি নিজের লেখা আর্টিকেল শেয়ারও করতে পারবেন। এই সমস্ত সেবা নিয়েই চালু হলো জেনেরাস রোভার - বাংলা আর্টিকেল ডিরেক্টরি।
এই সাইটের বৈশিষ্ট্য সমূহঃ
ওয়েব স্পেসে স্বল্পতার জন্য, রেজিস্টার ব্যবহারকারীদের Contributor বানানো হয়েছে। আপনারা টিউন করলে ৯৯%ই প্রকাশ করা হবে। আর্টিকেলে ছবি বা ভিডিও লাগাতে চাইলে Picasa, Flickr বা Youtube বা নিজের সার্ভার ব্যবহার করুন। আসলে আমার আগের প্রোজেক্ট বাংলা নিউজ নেটওয়ার্ক খুব একটা জনপ্রিয় হইনি তাই নতুন ডোমেইন নেওয়ার সাহস পাইনি। আশা করি আপনাদের সাইটটা দেখে ভাল লাগবে এবং কাজে আসবে।
বন্ধুরা আমাকের একটা তথ্য দিয়ে সাহায্য করুন, যে বাংলাদেশে কি বাংলা আর্টিকেল ডিরেক্টরি সাইট আছে? নাকি এটাই প্রথম?
একটা অতিরিক্ত তথ্যঃ এই সাইটের ডোমেইন, স্পেস, ব্যান্ডউইথ ১ বছরের জন্য স্পন্সার পাওয়া গেছে, একটা হস্তিং কোম্পানি এই গুলো ফ্রী দিতে রাজি হয়েছে। চুক্তিবদ্ধ হয়ে তারা ডোমেইনও দিয়ে দিয়েছেন। খুব তাড়াতাড়ি এটাকে নতুন ডোমেইনে নিয়ে যাওয়া হবে।
আমি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেই সর্বাপেক্ষা জ্ঞানী, যে নিজে শিখে ও অপরকে শেখাই...
thanks, go ahead.