চালু হল বাংলায় প্রথম সোসাল বুকমার্কিং সাইট। বুকমার্কিং সাইট কি সেটা আমার মনে হয় এখানে বলার কিছুই নাই। তাও একটু সারাংশ দেইঃ বুকমার্কিং সাইট হল যেখানে আপনি আপনার লিংক সেভ ও শেয়ার করতে পারবেন। লিংকে ভোট ও টিউমেন্ট দিতে পারবেন। বন্ধুবা সমমনা মানুষদের নিয়ে গ্রুপ তৈরি করতে পারবেন, গ্রুপে লিংক শেয়ার করতে পারবেন। গ্রুপে সবার সাথে যোগাযোগ করতে পারবেন, মেসেজ পাঠাতে পারবেন। এ ছাড়া এখানে আরও দুই ধরনের লাভ পাবেন। যেমনঃ
ব্লগারদের সুবিধাঃ এখানে লিংক শেয়ার করলে আপনার লিংকটা এখানকার পাঠকরা পরতে পারবে, যাতে করে আপনার ব্লগের ভিজিটর বাড়বে। আর এটা ডু-ফলো তাই গুগল সার্চেও আপনার লিংকটি আসবে, সেখান থেকেও ভিজিটর পাবেন। এখানে টিউমেন্ট করার মাধ্যমেও পাঠকদের আকৃষ্ট করতে পারবেন।
পাঠকদের সুবিধাঃ এটা এমনই একটা কমিউনিটি যেখানে সব ধরনের, সব বিভাগের খবর পাবেন। যার কারনে আপনাকে আর সব জায়গাতে খবর পড়ার বা সংগ্রহ করার জন্য ঘুরে বেড়াতে হবে না, এখানেই সব পাবেন এবং এখানে সংগ্রহ করে রাখতে পারবেন।
এই প্রযুক্তি বাংলাদেশে এখনও খুব একটা আসেনি, সেই জন্য কারোর সাহায্যও পাইনি। খুব কষ্ট করে একা একা করেছি, ব্যবহার না করলে, না কইরেন। একবার দেখে একটা টিউমেন্ট কইরেন, তাহলেই ভেবে নেব আমি সফল।
বিশেষ দ্রষ্টব্যঃ আমি খুব সহজেই বলে দিলাম এটা বাংলায় প্রথম। এটা বাংলার প্রথম নাও হতে পারে। আমি অনেক খুজেছি পাইনি একটাও। তাই এখন আমার দৃষ্টিতে এটাই প্রথম। আগে কেউ করে থাকলে মনে কষ্ট না পেয়ে, আমার ভুল ধারনাটা শুধরিয়ে দিয়েন।
আমি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেই সর্বাপেক্ষা জ্ঞানী, যে নিজে শিখে ও অপরকে শেখাই...
সাইটটি আসলেই দারুন হয়েছে। আশা করি জনগনের উপকারে আসবে. .. …