আবার আপনাদের মাঝে কাজ নিয়ে আসলাম। কাজটি আমি oDesk থেকে প্রাপ্ত তবে কাজটি আমার কাছে একটু কষ্টের মনে হচ্ছে আমাদের দেশের লোকের জন্য। তাই যারা টেকটিউনস সাইটি আমেরিকা থেকে ভিজিট করেন তাদের কাছে এই কাজটি আমি হস্তানন্তর করব। আর যদি আমদের এখান থেকে কেউ সঠিক ভাবে দিতে পারেন তাহলেত ভালই হত। এখানে আইপি বলতে আমি যা বুঝাতে চাচ্ছি তাহল আমি কয় একটি সাইটে আমেরিকান লোকদিয়ে সাইনআপ করাতে চাই। লোকের সংখ্যা হচ্ছে ১০,০০০ (দশ হাজার) আর এই দশ হাজার লেকের IP ভিন্ন ভিন্ন হতে হবে তা না হলে আমি টাকা পাবনা আর যিনি আমকে দিবেন তাকেয় আমি টাকা দিতে পারব না। তাই আমদের অখান থেকে মানি আমদের দেশ থেকে কেউ যদি কাজ করতে চান তাহলে তার ত অবশ্যই আমেরিকান ভালো কোন লিংক থাকতে হবে তা নাহলে কাজ করা প্রায় অসম্ভব।
প্রতিদিন যে পরিমান সাইনআপ করতে হবে তা হচ্ছে সর্বনিম্ন ১০০০ হাজার সাইনআপ। যারা বা যে এই কাজ করবেন সঠিক ভাবে তাদের আমি সাইনআপ এর লিংক দিব। আর যারা আমাকে এই কাজে সহযোগীতা করবেন তাদের আমি পরবর্তিতে আর কাজ দিতে পারব। দেখেন কেউ এই বিষয়ে সাহায্য করতে পারেন কি না। এই কাজের জন্য বিশেষ করে প্রযুক্তিবিদ ভাইদের সাহায্য চাই। তা আপনারা আমাকে এবং টেকের অনেকেই এগিয়ে দেয়ার জন্য সহযোগী হবেন আশা করি।
বিঃ দ্রঃ এই ধরনের কেউ যদি কাজ করে থাকেন তাহলে তাড়া তাড়ি যোগাযোগ করেন প্লিজ। [email protected]
আমি Mohi uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।