আবিষ্কৃত হল দেয়াল ভেদ করে ঘরের ভেতরে দেখার যন্ত্র!

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জোসস করেছেন

দিন যত যাচ্ছে, প্রযুক্তি ততোই অবাক করা বিষয়কে সামনে নিয়ে আসছে। একসময় কোনরকম ছবি তোলা যেত যা অস্পষ্ট ও সাদা কালো হতো। এভাবে উন্নত হতে হতে প্রযুক্তির ছোঁয়ায় এলো হাই রেজুলিউশনের ছবি তোলার ক্যামেরা। দূর বহুদূর থেকে স্পষ্ট ছবি তোলার যন্ত্র এমনকি অতি ক্ষুদ্র জিনিসের ছবিও স্পষ্টভাবে তোলা যায়। আর এখন, কোন বাধাকে তোয়াক্কা না করে দেয়ালের ভেতরে ছবি তুলতে বা দেখতে সক্ষম প্রযুক্তি আবিষ্কৃত হয়ে গিয়েছে।

ইতিপূর্বে আবিষ্কৃত হয়েছিল একটি উপগ্রহ যা দেয়াল ভেদ করে দেখতে সক্ষম

দেয়ালের মধ্য দিয়ে দেখতে সক্ষম এমন একটি প্রযুক্তি ২০২০ সালের ডিসেম্বরে আত্মপ্রকাশ করেছিল। এই উদ্ভাবনটি ছিল পৃথিবীকে প্রদক্ষিণ করা একটি উপগ্রহ।

Capella-2 নামের উপগ্রহটি রাডার ব্যবহার করে আমাদের গ্রহের প্রায় যেকোনো স্থানের উচ্চ রেজুলিউশনের ছবি তৈরি করতে পারে, এমনকি এটি ভবনের দেয়াল ভেদ করার ক্ষেত্রেও যথেষ্ট শক্তিশালী। দেয়াল ভেদ করে বাড়ির ভেতরের ছবি তুলতেও তার নেই কোন বাধা। তবে দেয়ালের ভেতরে কারো প্রাইভেসি নষ্ট করে দেখার অনুমতি দেয়া হয়নি উপগ্রহটিকে।

স্যাটেলাইটটি 50cm x 50cm রেজুলিউশন ইমেজিং করতে সক্ষম যার সর্বশেষ আপডেটটি স্পটলাইট মোড নামে পরিচিত। প্রযুক্তিটি রেডিও তরঙ্গ ব্যবহার করে থাকে।

নতুন আবিষ্কৃত যন্ত্রটি দেয়ালের অপর পাশের সংবাদ প্রদান করে

আর ২০২২ সালে এসে এবার আবিষ্কৃত হল Xaver 1000 যা ব্যবহারকারীরা সরাসরি দেয়ালের সাথে স্থাপন করে। এটি এমন উচ্চ রেজুলিউশন তৈরী করে যা ডিসপ্লের মাধ্যমে ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারে যে দেয়ালের অপর পাশে কোন মানুষ আছে নাকি পশু, কিংবা কতজন আছে, ব্যক্তিটি বসে আছে, দাঁড়িয়ে আছে নাকি শুয়ে আছে! এমনকি এসব নির্ধারণের পাশাপাশি ব্যক্তিটি প্রাপ্তবয়স্ক নাকি শিশু সেসবও নির্ধারণ করে দিতে পারে এই যন্ত্রটি।

Xaver 1000,  কোন বাধা অতিক্রম করে পেছনের লক্ষ্য ট্র্যাক করতে অ্যালগরিদম ব্যবহার করে, যা পরে ডিভাইসের কেন্দ্রে লাগানো একটি স্ক্রিনে প্রদর্শিত হয়।

এর কেন্দ্রে একটি নেভিগেশনাল সিস্টেমসহ একটি ১০.১ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা ব্যবহারকারীকে কোন ভবনের ভিতরে কী লুকিয়ে আছে তা অনুসন্ধান করতে সাহায্য করে।

Camero Tech দাবি করে যে, নতুন আবিষ্কৃত Xaver 1000 যন্ত্রটি সামরিক, আইন প্রয়োগকারী কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, অনুসন্ধান ও উদ্ধারকারী দলের জন্য একটি 'প্রয়োজনীয় সিস্টেম'।

যন্ত্রটি প্রয়োগের ক্ষেত্র

Camero নির্মিত Xaver সিস্টেম ব্যবহারকারীদের একটি অপারেশনাল সুবিধার জন্য অভূতপূর্ব পরিস্থিতিগত সচেতনতা প্রদান করে। সেন্স থ্রু দ্য ওয়াল (STTW) এর মাধ্যমে উদ্ভাবনী ক্ষমতা প্রদানের ক্ষেত্রে শহুরে ভূখণ্ডে অপারেশনে জড়িত সামরিক বাহিনী, আইন প্রয়োগকারী, অনুসন্ধান ও উদ্ধারকারী ব্যবহারকারীদের জন্য একটি অমূল্য হাতিয়ার।

সর্বাধিক কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতার জন্য ডিজাইন করা Xaver সিস্টেমগুলি বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে। যেমন,

  • ‌সম্ভাব্য হুমকির উপস্থিতি সম্পর্কে অপারেটরদের সতর্ক করে।
  • ‌শত্রুপক্ষ কোন স্থান দখল করা হয়েছে তা দ্রুত নির্ধারণ করে।
  • ‌আটকে পড়া বা আহত ব্যক্তিদের কার্যকরী সনাক্তকরণ
  • ‌কার্যকর এবং নিরাপদ এন্ট্রির জন্য পরিকল্পনা করতে সাহায্য করে।
  • ‌একটি ভার্চুয়াল উইন্ডো তৈরি করা যায় যা দিয়ে বাহির থেকে আগত হুমকি চিহ্নিত করা যায় ইত্যাদি।

Xaver সিস্টেম সিরিজের মধ্যে রয়েছে Xaver net, Xaver LR80, Xaver 100 / 400 / 800, আর সম্প্রতি আবিষ্কৃত হল Xaver 1000

ইসরায়েলি সামরিক বাহিনী এই প্রযুক্তিটি ব্যবহার করছে। এতে করে সৈন্যরা আক্রমণ করার পূর্বে দেয়ালের অপর পাশ থেকে সহজেই দেখে নিতে পারে ভেতরে অবস্থানকারীদের অবস্থা। শনাক্ত করতে পারে নির্দিষ্ট ব্যক্তিদের।

ফিচার ইমেজ: Camero Tech

Level 0

আমি মুফতি রাকিবুল ইসলাম হোযায়ফী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি যেন আপনাকে আল্লাহকে ভুলিয়ে না দেয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রযুক্তি দিনে দিনে বিস্ময়কর সব জিনিসের সাথে বসবাসের সুযোগ দিচ্ছে। হয়ত এমন একদিন হবে এসব প্রযুক্তি ব্যবহার করে আইন প্রয়োগকারী সংস্থা অপরাধী ধরবে। তবে উল্টোও কিন্তু হবে।

সহমত, সাধারণত প্রতিটি জিনিসেরই নেগেটিভ-পজিটিভ দিক রয়েছে।