জীবন্ত ক্যাফ [ Live Cafe ]

প্রথমে টেকটিউনস এর ভাই ও বোনদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভাচ্ছা।

আজ আমি আপনাদের এমন একটি সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব।
যা অনেকের কাছে প্রয়োজনীও বা দরকারী এবং  অনেকের কাছে অপ্রয়োজনীও।
যাই হোক আমি এই দুই দলের মানুষকে জানানোর জন্যই এই পোস্ট টি করেছি।

এই সাইট টি হল "লাইভ ক্যাফে (Live Cafe)"। এছাড়াও এটাকে আপনারা বলতে পারেন "জীবন্ত ক্যাফ"।

এই সাইট এ যে সকল সুবিধা গুলো পাবেনঃ-

  • লাইভ ক্রিকেট ইনফরমেশন।
  • সব ধরনের খেলা যেমনঃ- ক্রিকেট, ফুটবল, ভলিবল, রাগবি, টেনিস, গলফ..... ইত্যদির  ইনফরমেশন।
  • ইংরেজীতে লাইভ চ্যাট করার সুবিধা।
  • বাংলা ভাষা ভাষীদের বাংলায় লাইভ চ্যাট করার সুবিধা।
  • অনলাইনে টিভিদেখার সুবিধা।

অতি শিগ্রই এখানে অনলাইনে রেডিও শুনার অপশন যোগ করা হবে।

লাইভ ক্যাফে সাইট এর স্ক্রিন শট

জীবন্ত ক্যাফে [ Live Cafe ]

সাইট এর লিংকঃ-    http://www.livecafe.co.cc/

Level New

আমি এ.আর.রলিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি প্রেমিক...................... প্রযুক্তি নিয়ে আমি চিন্তা ভাবনা করি। প্রযুক্তির কাছাকাছি থাকতে পছন্দ করি। http://arrolin.co.cc


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবান রলিন৷ তোমার মত প্রযুক্তি প্রেমিক আমাদের মত দেশে অত্যান্ত প্রয়োজন৷ আমার ফ্রেন্ড খোরশেদ বলতেছে তুমার চেহারাটা নাকি ওর কাছে অনেক ভাল লাগছে৷কিছু মনে করো না প্লিজ৷

হুমম… ভালো…

তুমি সাইটে পেজ এবং লিংকের সংখ্যা আরো অনেক বাড়াও এবং গুগল এডসেন্স এর এড দাও এ ব্যাপারে তুমি আর সজিব ডিসকাস করতে পারো আর কোন সহযোগীতার প্রয়োজন হলে এই ওপেন সোর্স ম্যানকে স্মরন করতে পারো। তবে সাইটটার ডিজাইন এখনো বাকী থাকলেও থিমটা সুন্দর হয়েছে। চালিয়ে যাও।

Level New

ধন্যবাদ শাকিল ভাই । সাইটটির কাজ এখনোও শেষ হয়নি । আর এডসেন্সের এড ইনশাল্লাহ কালকে নাগাদ দিব ।