এবার সিলেটে পেঙ্গুইন মেলা (১৫-জুলাই-২০১১)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

পাইরেসির কালিমামুক্ত দেশ গড়ার লক্ষ্যে লিনাক্স ও ওপেন সোর্স ভিত্তিক সফটওয়্যারকে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (এফওএসএস বাংলাদেশ) এর আয়োজনে ও সিলেটের মেট্রোপলিটান ইউনিভার্সিটির সহযোগীতায় লিনাক্স ও উন্মুক্ত সোর্স ভিত্তিক সফটওয়্যার ও সেবাসমূহ নিয়ে জনসচেতনতামূলক আয়োজন ''পেঙ্গুইন মেলা - ২০১১'' অনুষ্ঠিত হবে আগামী ১৫ই জুলাই ২০১১ইং, শুক্রবারে।

'পেঙ্গুইন মেলা - ২০১১'র সিলেট বিভাগীয় এ আয়োজন অনুষ্ঠিত হবে সিলেটের জিন্দাবাজারে (আলহামরা) অবস্থিত মেট্রোপলিটান ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে। উক্ত অনুষ্ঠানে পাইরেসি, ওপেনসোর্স ও লিনাক্স বিষয়ে আলোচনার পাশাপাশি আরো রয়েছে আগত দর্শকদের সাথে মতামত বিনিময় ও আলোচনার সুযোগ। এছাড়া অনুষ্ঠানস্থল থেকে ওপেনসোর্সড থ্রি-ডি গেমসহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া'র সংকলিত ডিভিডি সংগ্রহ করা যাবে। এছাড়া ইউএসবি মেমরি কার্ডেও লিনাক্সের সিডির সফটকপি সংগ্রহ করা যাবে। ২০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে অনুষ্ঠানের দিন উক্ত স্থানেই রেজিষ্ট্রেশন করার মাধ্যমে আগ্রহী যে কেউই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
====

অনুষ্ঠানের শিরোনামঃ "পেঙ্গুইন মেলা - ২০১১" সিলেট বিভাগ

আয়োজকঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

সহযোগীতায়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়, আল-হামরা, জিন্দাবাজার, সিলেট -৩১০০

তারিখ ও সময়ঃ ১৫ই জুলাই ২০১১, রোজ শুক্রবার। বিকাল ৩:৩০মিনিট থেকে সন্ধ্যে ৬:৩০ মিনিট

আয়োজনস্থলঃ মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষ, আল-হামরা, জিন্দাবাজার, সিলেট

অনুষ্ঠানের বিস্তারিত সূচীঃ

লিনাক্স পরিচিতি, ইনস্টলেশন ও ব্যবহার
(বিকাল ৩:৩০মিনিট থেকে সন্ধ্যে ৫:০০ মিনিট)
=> লিনাক্স পরিচিতি                                            -- ৩০ মিনিট
=> লিনাক্স মিন্ট পরিচিতি                                      -- ৩০ মিনিট
=> লিনাক্স মিন্ট ইন্সটল ও কনফিগার করা                   -- ৩০ মিনিট

চা-বিরতি -- ৩০ মিনিট

সমস্যা সমাধান
(বিকাল ৫:৩০মিনিট থেকে সন্ধ্যে ৬:৩০ মিনিট)
=> দর্শকের অংশগ্রহনে আলোচনা                            -- ৩০ মিনিট
=> প্রশ্নোত্তর ও বিভিন্ন সমস্যার সমাধান                     -- ৩০ মিনিট

===

দেখা হবে সিলেটে।

Level 0

আমি শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 449 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

গুগল আমার সম্পর্কে জানে, কাজেই জানতে চাইলে আমার নাম বা ইউজার নামটা দিয়ে গুগল করুন ... :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শামীম ভাইয়া,
কেমন আছেন? ঢাকাতে শীঘ্রই কোন অনুষ্ঠান নেই পেঙ্গুঈনদের? আমিও একজন গর্বিত পেঙ্গুঈন। ভালো থাকার শুভ কামনা রইলো। প্রযুক্তি হোক উন্মুক্ত।

    জ্বী ঢাকাতে অনুষ্ঠান করার জন্য যোগাযোগ চলছে। এছাড়া ২৫শে অগাস্টে লিনাক্স ডে অনুষ্ঠান আছে – আশা করছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় তথা টিএসসিতে করার সুযোগ পাব।

বাহ ! আমি আসছি।

ভাই আমার কয়েকজন বন্ধু জিজ্ঞেস করেছিল লিনাক্স ডিভিডি আর থ্রিডি গেমস এর ডিস্ক কি বিনামূল্লে নেয়া যাবে নাকি কিনতে হবে ?? পেন ড্রাইভ নিয়ে যাওয়া যাবে ? পোস্ট এর জন্য ধন্যবাদ

    ডিভিডিটার জন্য বাইরে থেকে কোনো ডোনেশন পাওয়া যায়নি। তাই নিজেদেরকেই এর বেশিরভাগ খরচ বহন করতে হবে। এই ডিভিডি বাজারে খুচরা মূল্য ৮০ টাকার মত হলেও সেইবার আমরা এটা অনেক কমে পেয়েছিলাম + প্রফেশনাল জায়গা থেকে ডিভিডি রাইট করিয়ে এর উপরে লোগো প্রিন্টসহ নিয়ে এসেছি — এর দাম ধরা হয়েছে ৫০ টাকা। এতে প্রায় ৭.৭ গিগাবাইট তথ্য আছে (ডুয়াল লেয়ার B-) )। তবে কেউ চাইলে একটা ডিভিডি থেকে এর গেমসের বা অতিরিক্ত সফটওয়্যারের ফাইলগুলো ইউ.এস.বি ড্রাইভে কপি করে নিয়ে যেতে পারে — এটার জন্য অনুষ্ঠানস্থলে শুধু একটা মেশিন লাগবে যেটাতে ডিভিডি রম + ইউএসবি পোর্ট আছে :-)। নিজ মেশিনে পরবর্তীতে ইনস্টল করে নিলেই হল। আমার মত হল জনে জনে ডিভিডি সংগ্রহ করার কোন প্রয়োজন নাই — একটা বন্ধুদের গ্রুপে এক কপি সংগ্রহ করে রাখলেই চলে, বাই চান্স USBরটা নষ্ট হয়ে গেলে এটা কাজে লাগবে।

    এছাড়া লিনাক্স মিন্ট জুলিয়া আর ক্যাটিয়ার ডিভিডি ৩২বিট আইএসও ইমেজ (প্রায় ৮৬৭ মেগাবাইট প্রতিটি) আমি USB ড্রাইভে করে নিয়ে যাচ্ছি। এর সাথে উবুন্টু ১১.০৪ এর সিডি আই.এস.ও নিচ্ছি। – যে কেউ চাইলে সেগুলো নিজের USB বা পোর্টেবল হার্ডডিস্কে কপি করে নিতে পারবেন।

    তারমানে কেউ চাইলে ডিভিডি না কিনে ৮ গিগাবাইট পেন্ড্রাইভে সকল সফট ফ্রী কপি করে নিতে পারবে ?? আচ্ছা ভাই বাংলালিওন ওয়াইম্যাক্স এর ইউএসবি সমস্যার কোন সমাধান হয়েছে কই ?? লিনাক্স এর জন্য কোন ডাইভার কই তৈরি করা হয়েছে ?? অনেক দিন থেকে লিনাক্স চালাতে পারছিনা শুধু এই মডেম এর জন্য

    ডিভিডিতে আমার মতে দুইটা অংশ। একটা হল মূল প্রোগ্রামটায় নতুন কিছু সুবিধা যুক্ত করা (প্রিন্টার, মডেম সাপোর্ট), আর আরেকটা হল আলাদা ফাইলে জরুরী এবং সময়নষ্টের গেমগুলো দিয়ে দেওয়া। কেউ চাইলে সেগুলো কপি করে নিয়ে ইনস্টল করতে পারবে – এর ইনস্ট্রাকশনও ডিভিডিতে একটা টেক্সট ফাইলে দেয়া আছে। কাজেই কপি করলে সেই ফাইলগুলো নেয়া যাবে। বাকীটুকু সম্পর্কে আমি নিশ্চিত নই। একটা ডিভিডি থেকে আরেকটা ডিভিডি বানাতে পারে এমন প্রোগ্রাম থাকা খুবই সম্ভব – কিন্তু আমার অভিজ্ঞতার বাইরে।

    ডঙ্গলের সমস্যা এখনও সমাধান হয়নি। একটা জোড়াতালি দেয়া সমাধান আছে। সেটা হল লিনাক্সের মধ্যে ভার্চুয়াল বক্সে উইন্ডোজ রেখে সেখানে কানেক্ট করা, এবং সেই ইন্টারনেট শেয়ার করা। এই সংক্রান্ত একটা পোস্ট পাবেন এখানে:
    http://forum.projanmo.com/topic28312.html

মিলনায়তন নিয়ে বিভিন্ন ভার্সিটির সাথে কথা চলছে।আশাকরি চট্টগ্রামে হবে ইনশাআল্লাহ্‌ কিছুদিনের মধ্যে।

samim bhai ami India (West Bengal)-e thaki, amio Linux Mint use kori. ওপেনসোর্সড থ্রি-ডি গেমসহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া'র সংকলিত ডিভিডি amar dorkar. Kibhabe pabo tar ekta kichu upai bolben.

    বাই পোস্টে পাঠানো যায়, আর আপনাদের ওখানে নেট স্পীড ভাল থাকলে পছন্দের গেম ডাউনলোড করে নিন। এগুলো ফ্রী এবং ওপেন সোর্স।
    http://sathyasays.com/2008/01/12/25-top-3d-linux-games/

ভাইয়া পেঙ্গুইন চালাতে পিসিতে কি কি লাগবে?? রেম, হার্ডডিস্ক, গ্রাফিক্স কার্ড সর্ব নিম্ন কত হতে হবে। আমার পিসি আগের ত তাই যানতে চাচ্ছি । যদি দেখি চলে তবেত কোন কথাই নেই 😀 আর যদি না চলে 🙁 এই এক্সপি দিয়াই কাম করতে হবে আর ৩/৪ দিন পর পর সেটআপ মারতে হবে

    ভাই লিনাক্স এর অন্য সংস্করণ উবুন্টু চালাতে ২৫৬ এমবি র‍্যাম আর গ্রাফিক্স ৩২ বা ৬৪ এমবি হলেই চলবে,

Level 0

I WILL BE JOIN. এবার সিলেটে পেঙ্গুইন মেলায় আমি O আসছি।

আমি আসছি। ১৬ তারিখ আমার একটা পরীক্ষা আছে। তার পরেও।

এখন রওয়ানা হলাম।