শুধু জানাতে চাই

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রযু্ক্তির  হাতছানি পেয়েছি  প্রথম টেকটিউনস এ যখন ২০০৮ এর শেষে  গুগল কাকুর সহায়তায়  এই

বাংলা ভাষার প্রথম ও একমাত্র দেশীয় প্রযুক্তি ব্লগ এর দেখা পাই।

তখন থেকেই মূলত  ইন্টারনেটে উকিঝুকি মারা শুরু করি  আর দৈনন্দিন জীবনের কাজের অথবা

পড়াশোনার পাঁকে খুজে যাচ্ছি নতুন এক পৃথীবীর  সন্ধান।

অনেকদিন ধরে  চিন্তা করতেছি বাংলাদেশে শুধুমাত্র ওয়েব ডিজাইন এবং ওয়েব

ডেবেলপার দের জন্য কোন ব্লগ নেই।

তাই আমি ক্ষুদ্র এই মানব শুধুমাত্র ওয়েব ডিজাইনার ও ডেবেলপার ভাইদের জন্য একটি ব্লগ তৈরী করেছি।

ইন্টারনেটের এত বড় দুনিয়ায় আমাকে তেমন কেউ জানে না চিনে না তাই  Techtunes.com.bd এর ছোটখাট টিউনার হওয়ায় আমি এই টিউনটি করছি।

কেউ হয়ত আমাকে বিজ্ঞাপনী মূলক টিউন করছি মনে করে অসাধু ভাবতে পারেন তবে একটি কথা বলে রাখছি আজ পর্যন্ত অনলাইনে আমি যতকাজ করেছি তা থেকে কোনদিনও ১ টাকাও আয়ের  উদ্দেশ্য নয় এবং তা এখনো করি না।

তাই আশাকরি আমার এই টিউন টি কাটবেন না

টিউন বিবরন

আপনার তৈরী ওয়েব সাইট এর রিভিউ লিখতে পারবেন

আপনার নিজস্ব code প্রচার করতে পারবেন

নিজের ডিজাইন এর প্রকাশ

ওয়ার্ডপ্রেস

জুমলা

পিএইচপি (PHP)

CSS

JS  এর যাবতীয় সমস্যা  ও সমাধান

note: আপনার কোন লেখা প্রিমিয়াম হিসেবে বিক্রি করতে পারবেন

[ অবশ্যই জন স্বার্থে  এই টিউন কারন আপনার মূল্যবান হাতে codeing করা ওয়েব ডিজাইন সবার মাঝে এবং  তা হতে আয় করতে আমার এই প্রয়াস। ]

আমি কোন প্রকার এফিলিয়েট জাতীয় লিংক দেই নাই ছবি  দিলাম  (মডারেটর  ভাই)

Level 0

আমি সিএক্স রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

WordPress Developer, Visual Composer and Recurring Payments Expert.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভালো অফার

কোডিং চালিয়ে যান। দেশকে এগিয়ে নিন, সবাই যেন বাংলাদেশ কে চিনতে পারে 🙂

Level 0

আসলে টিউনটা এত সংক্ষেপে লিখেছেন যে,কিছু কথা অস্পষ্ট রয়ে গেছে।"অবশ্যই জন স্বার্থে এই টিউন কারন আপনার মূল্যবান হাতে codeing করা ওয়েব ডিজাইন সবার মাঝে এবং তা হতে আয় করতে আমার এই প্রয়াস।" কথাটির মানে বুঝলাম না, এর মানে কি আপনার এই সাইটে ওয়েব সংক্রান্ত লেখার মাধ্যমে লেখক আয় করতে পারবেন?

    ji bro parbe tobe writer k posr korar shomoy post jodi premium korte chan and ta sell korte chan tobe ta password diben and ta anyone buy korte parbe@thank u

চমত্‍কার উদ্দোগ। আমরা যারা নতুন ডিজাইনার/ডেভেলাপার তাদের জন্য নিঃসন্দেহে এটা দারুন সুযোগ। টেকটিউনস কোন সাইট সম্পর্কে রিভিউ এলাও করে। তাই আপনার টিউন মডারেট হওয়ার কোন সম্ভাবনা মনে হয় নেই।