মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের টুইটার অ্যাকাউন্টে হামলা চালিয়েছে হ্যাকাররা। শুধু তাই নয়, তারা সেখানে লিখেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিহত হয়েছেন। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রায় দুই ঘণ্টা এই বার্তা ফক্স নিউজ চ্যানেলের টুইটারে থাকে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে এ ঘটনা ঘটে। টুইটার অ্যাকাউন্টে প্রথমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়। এরপর লেখা হয়, প্রেসিডেন্ট বারাক ওবামা এই মাত্র মারা গেছেন। আততায়ীর গুলিতে তিনি নিহত হয়েছেন। ঘটনা টের পেলে ফক্স নিউজ চ্যানেল দ্রুত তাদের অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়।
কে বা কারা এই অ্যাকাউন্ট হ্যাক করেছে, তা জানা যায়নি। এ ব্যাপারে ফক্স নিউজ কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। রক্ষণশীল অবস্থানের জন্য ফক্স নিউজ চ্যানেল অনেক মার্কিনির কাছে প্রিয় নয়। তাদেরই কেউ হ্যাক করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি দেখা চ্যানেলের মধ্যে ফক্স নিউজ সবার শীর্ষে। এরপর রয়েছে সিএনএন ও এমএসএনবিসি। হ্যাকার গ্রুপ লুলজসিকিউরিটি গত মে মাসে ফক্স এন্টারটেইনমেন্ট গ্রুপের ওয়েবসাইট ফক্স ডটকমে হামলা চালায়।
একটা গল্প
ছেলেটি স্কুলে গিয়ে নতুন শিখেছে,প্রতিটা কাজই মুল্যবান।কোনো কাজ ই ফেলনা নয়।সব কাজেরই একটা অর্থ মূল্য আছে।এ ছাড়া কীভাবে বিল করতে হয় ,তাও তাকে শেখানো হয়েছে।একদিন সন্ধ্যায় মা রান্নাঘরে কাজ করছেন।ছেলেটি তার কাছে গিয়ে একটা বিল জমা দিলো।মা কাজ করছিলো।তাই কাজ শেষ করে ছেলের দেয়া চিরকুট টা পড়লেন।তার ছেলে লিখেছেঃ
(১)গাছে পানি দেয়াঃ১০টাকা।
(২)দোকান থেকে এটা-ওটা কিনে দেয়াঃ১৫টাকা।
(৩)ছোট ভাইকে কোলে রাখাঃ৪০টাকা।
(৪)ডাস্টবিনে ময়লা ফেলাঃ২১টাকা।
(৫)পরীক্ষায় ভালো রেজাল্ট করাঃ৫০টাকা।
(৬)মশারী টানানোঃ৫টাকা।
মোটঃ১৪১টাকা।
মা বিল তা পড়লেন।মুচকি হাসলেন।তারপর তার আট বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন।তার চোখে পানি চলে আসছে।তিনি এক টুকরো কাগজ হাতে নিলেন।তারপর তিনি লিখতে লাগলেন।
(১)তোমাকে ১০মাস পেটে ধারনঃবিনা পয়সায়।
(২)তোমাকে দুগ্ধপান করানোঃবিনা পয়সায়।
(৩)তোমার জন্য রাতের পর রাত জেগে থাকাঃবিনা পয়সায়।
(৪)তোমার অসুখ-বিসুখে তমার জন্য দোয়া করা,সেবা করা,ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া,তোমার জন্য চোখের পানি ফেলাঃবিনা পয়সায়।
(৫)তোমাকে গোসল করানোঃবিনা পয়সায়।
(৬)তোমাকে গল্প,গান,ছড়া শোনানোঃবিনা পয়সায়।
(৭)তোমার জন্য খেলনা,কাপড়চোপড় কেনঃবিনা পয়সায়।
(৮)তোমার কাথা ধোওয়া,শুকানো,বদলে দেওয়াঃবিনা পয়সায়।
(৯)তোমাকে লেখাপড়া শেখানোঃবিনা পয়সায়।
(১০)এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসাঃবিনা পয়সায়।
ছেলেটির হাতে মা কাগজ তা তুলে দিলেন।ছেলে পড়তে লাগলো মায়ের বিল।পড়তে পড়তে তার চোখ পানি তে ভরে উঠলো।সে তার নিজের লেখা চিরকুট টা হাতে তুলে নিয়ে মাকে বললোঃবিল পরিশোধিত।
মুল লেখকঃআনিসুল হক।
সবাই কে ধন্যবাদ।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
ভালোবাসার প্রতিযোগিতা গল্পটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙂