যারা গ্রামীণফোন ব্যবহার করেন তারা পরিবারের সদস্য বা বন্ধুদের অবস্থান জানতে পারবেন একদম ফ্রি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল।আনেকেই হয়তো জানেন যারা জানেনা তাদের জন্য আমার এ টিউন।অনেক সময় এমন হয় যে আপনি আপনার প্রিয়জনকে ফোন দিয়েই যাই কিন্তু কেউ ফোন উঠাচ্ছে না। খুব টেনশন হয় ।আপনার পরিবারের সদস্য ও বন্ধুরা তারা কে কোথায় আছে বা কি করছে তা জানতে পারলে খুব ভালো হতো না।সেজন্যই গ্রামীণফোন নিয়ে এসেছে বাডি ট্র্যাকার।সবচেয়ে দারুণ খবর হচ্ছে যে আগামী ২৪ জুন ২০১১ পর্যন্ত এ সার্ভিসটি আপনি উপভোগ করতে পারবেন একদম ফ্রি। এ সার্ভিস উপভোগ করার আগে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে।
সার্ভিসটি যেভাবে রেজিস্ট্রেশন করবেনঃ
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান Startস্পেস আপনার নাম টাইপ করুন এবং 3020 নম্বরে পাঠিয়ে দেন।
আর আপনার পরিবার সদস্য বা বন্ধুকেও আপনার ট্র্যাকিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে।
ট্র্যাকিং লিস্টে পরিবার সদস্য বা বন্ধুকে অ্যাড করার জন্যঃ
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান add স্পেস বন্ধুর নম্বর স্পেস বন্ধুর নাম টাইপ করুন এবং 3020 নম্বরে পাঠিয়ে দেন।
আপনার প্রিয়জনের কাছ থেকে অ্যাড রিকোয়েস্ট পাওয়ার পর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য টাইপ করুন- y স্পেস অটো জেনারেটেড কোড-আর পাঠিয়ে দেন 3020 নম্বরে।
আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করতে চাইলে -n স্পেস অটো জেনারেটেড কোড-টাইপ করে পাঠিয়ে দেন 3020 নম্বরে।
প্রিয়জনের যেভাবে অবস্থান জানবেনঃ
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান locate স্পেস প্রিয়জনের নাম অথবা ফোন নম্বর টাইপ করুন এবং 3020 নম্বরে পাঠিয়ে দেন।

যেভাবে নিজের অবস্থান জানাবেনঃ
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান টাইপ করুন locate স্পেস নিজের নাম অথবা ফোন নম্বর পাঠিয়ে দেন 3020 নম্বরে।

কখনো বাডি ট্র্যাকার সার্ভিস বাদ দিতে চাইলে Stop টাইপ করে পাঠিয়ে দেন 3020 নম্বরে।

চাজঃ
২৪ জুন ২০১১ পযন্ত একদম ফ্রি

তাহলে আজই বাডি ট্র্যাকার সার্ভিসটির সব সুবিধা উপভোগ করা শুরু করেন, আর প্রিয়জনদের অবস্থান জেনে নেন যেকোন সময়। ভালো থাকুন সবাই সুস্থ থাকুন টিটি সাথে থাকুন।

Level 0

আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রাসেল ভাই সুন্দর একটা ব্যাপার জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।
আচ্ছা মেসেজ করতে কি টাকা লাগবে ? আমার তো মনে হয় লাগবে…
আপনি কি বলেন !!!

    সুমন ভাই ধন্যবাদ ……….রেজিষ্টেশন ফ্রি সুধু যখন আপনি কারো অবস্থান জানার জন্য মেসেজ করবেন তখন ১ টাকা লাগবে।

valo jinish jana gelo

২৪ জুনের পরে কি হবে ? মাসিক চার্জ আছে কি?

    মাসিক চার্জ নাই প্রতি মেসেজে এক টাকা কাটবে

আমার মনে হয় জিপির এটা নতুন ধান্দাবাজি কারন প্রতি এস.এম.এস এ যদি ২.৩০ টাকা কাটে তাহলে এই সুবিধা দিলে কি না দিলে কি । মানুষ খুব কমই উপকৃত হবে ।

    Level 0

    হা হা হা ………সহমত।

    মেয়দ শেষ হবার পর প্রতি মেসেজে ১ টাকা কাটবে……….ধন্যবাদ@জি এম পারভেজ@eng.prince

Level 0

ধন্যবাদ ভাই, but mobile company কোন সারভিস নিতে ভয় লাগে। cityell একবার আমার ৪০০০ টাকা বিল করসিল।

    Level 0

    সোবহানাল্লা !! মামু কন কি মাথা-মুথা তো প্যাচগি লাইগা গেল!!

    বলেন কি

    Level 0

    ভাই সেই দুক্ষের কথা কি কমু। ফোন দিলে কয় ইন্টারনেট pay as use হইসে। but আমি গুইন্না ফাইল নামাইসি আরও থাকনের কথা ছিল। প্রমান ত নাই। হেরা যা কয় তাই ঠিক

টিউন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই সার্ভিসটা আমি গত এক মাস যাবত ব্যাবহার করে আসছি। আমার কাছে ভাল লাগে না।

    ধন্যবাদ আপনাকেও

Level 0

এটি একটি অকাজের টিউন করন আপনি তার পারমিশন ছারা ট্যাক করতে পারবেন না।

ভাই মাঝে মাঝে জাপান থেকে পুরান ফোন কোম্পানীর অ্যাড নিয়ে হাজির বাংলাদেশে হাজির হন । ভালো , খুবই ভালো আর আপনার পুরান আর অকাজের টিউনটির জন্য ধন্যবাদ।।

একটি কথা ,,,
যদি পারমিশন ছাড়া কোন বন্ধুর ঠিকানা ট্যাক করার সিস্টেম জানতে পারেন তাহলে জানাবেন , ধন্যবাদ। অপেক্ষাই থাকলাম ।।

    পারমিশন ছাড়া ও ট্যাক করা যায় একটা সাইড আছে তবে সেটা বন্দ আছে।ভারতের ট্যাক করা যায় এটা নিয়া টিউন করেছে শাকিল আরিফিন ভাই

রাসেল ভাই এত খবর রাখেন কোন জায়গায় !!!!!!!!!
ধন্যবাদ শেয়ার করার জন্য ।

    বোকা ছেলে তোমার নাম টা আমার খুব ভালো লাগে তবে আসলে তুমি খুব বুদ্বিমান

    Level 0

    ভাই আসল খবরগুলি এখানে ক্লিক করলে আরো বিস্তারিত জানত পারবেন।

    (http://www.grameenphone.com/whats-new/buddy-tracker-0) only click

Level 0

ফ্রী বলেন কিভাবে ? রেজি করতেই ত তাকা কেতে নিল।
information a kisu tottho goto vhul ase. start <space> your name then send 3020.

    Level 0

    wait……….আসল ব্যাপারটা দেখে দেখি ।

    Level 0

    ঠিক বলেছে ভাই অনুবাদে ভুল করেছে : রাসেল ভাই আপনি প্রথম লাইনটি আপডেট করে দিন। ভুল ইনফরমেশন দেওয়ার করনে টাকা কাটা যাচ্ছে। ধন্যবাদ

    ভুল ; (আপনার মোবাইলের মেসেজ অপশনে যান Start টাইপ করুন এবং 3020 নম্বরে পাঠিয়ে দেন)
    সঠিক:(রেজিস্টার করার জন্য : start<স্পেস> আপনার নাম : পাঠিয়ে দিন 3020 নম্বরে)

    বিস্তারিত জানার জন্য প্লিজ ক্লিক (http://www.grameenphone.com/whats-new/buddy-tracker-0)

    ধন্যবাদ ।।

    eng.prince ভাই ঠিক করে দিয়েছি ধন্যবাদ আপনাকে

সার্ভিস টা হয়ত কোন সময় কারো কাছে খুব জরুরী হয়ে উঠতে পারে । রেজিষ্ট্রেশন করতে কত টাকা গেল ভাই আপনার?

    রেজিষ্ট্রেশন ফ্রি

তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ। মনে হয় কাজে লাগবে।

    আপনাকে ও ধন্যবাদ নাজমুল ইসলাম ভাই

সময় শেষ হলে রেজিস্ট্রেশন করতে কত লাগবে?

    নিয়মিত মেসেজের টাকা কাটবে…………..ইশতিয়াক ভাই ধন্যবাদ

Level 0

পুরান জিনিস। আমি অনেক আগে থেকে এতা ইউস করি। ইউস করে জেই যেই সমস্যার সম্মুখীন হইসি তা আমি নিচে উল্লেখ করলাম।
এতা GPS(global positioning system) এর মত কাজ করে না। এর মানে হচ্ছে এটা exactly perfect location জানাবে না। বরং বেশিরভাগ সময় এমন location জানায় তাতে আপনি নিজেই বিভ্রান্ত হতে পারেন। উদাহরন দেই: Dhaka college এ দাড়ায় একবার নিজেকে locate করতে গেলে এটা জানায়ঃ " ****<017****> was located around: Mirpur Road, Sakta, Keraniganj, Dhaka, Bangladesh, in proximity pf 148m on 2:24PM, Sun, 17apr." মজার ব্যাপার হলও আমার যেই location দিসে অই জায়গায় আমি জিবনেও যাই নাই। & বাসায় এশে Google Earth এ দেখলাম Dhaka college থেকে অই জায়গা অনেক দূর। অখানে যেতে মিনিমাম এক ঘণ্টা লাগত।
তাছাড়া এটা তো অনেক আগের জিনিশ। আজকে হটাত কি মনে করে এটা নিয়ে tune করা হল বুঝলাম না। মনে হল গ্রামিন ফোন এর advertise
anyway, next এ আসা করি আরও নতুন জিনিস পাব tuner ভাই এর কাস থেকে। keep it up

    Level 0

    আরও কয়েক্তা জিনিস। tuner ভাই কেন এতাকে ফ্রী বলসেন বুঝলাম না। এটার monthly চার্জ 10tk+vat & everytime u want to locate, it costs 1tk+vat. খামাখা টাকা দিয়ে এই misguided জিনিশটা use করার কোন মানে দেখি না। এটা huge একটা area জানায় instead of a specific area

    ধন্যবাদ তথ্য গুলো শেয়ার করার জন্য

চরম ভাল হইয়েছে তো

    ধন্যবাদ…………..হিমায়িত দিহান ভাই

ইস্ আপনার প্রতি আমার হিংসা হচ্ছে।কেনা জানেন! আমি গত কয়েকদিন আগে এটা নিয়ে টিউন করেছিলাম কিন্তু সেটা প্রকাশ করতে পারিনি (এটা অবশ্য আমার ব্যর্থতা) কারন আমি নতুন এবং আমি টিউন করা জানিনা।যদি টিটি রিসোর্স থেকে HELP নিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারিনি।যদিও link কে ক্লিক করছে পোষ্টা দেখা যায় কিন্তু মেইন পেজে নিয়ে আসতে আমি ব্যর্থ হয়েছি।যাই হোক আমার খাবার কেড়ে নিয়ে যে, সবাইকে দিয়েছেন এতেই আমি অনেক খুশি।পরিশেষে ধন্যবাদ, পারলে একবার দেখে আসতে পারেন, https://www.techtunes.io/mobileo/tune-id/73745/

    বেকার খাঁন ভাই আমি টিউন করার পর চাজ করে দেখি আপনার টিউন তখন আমার খুব খারাপ লাগছিল এক টিউন দুইবার। মন খারাপ করেন না আমরা ও একদিন নতুন চিলাম আস্তে আস্তে সবই পারবেন ধন্যবাদ ভাই

ধন্যবাদ ভাই।
এতে কোন মাসিক চার্জ আছে কি না?

    না………….ধন্যবাদ