আস-সালামু-আলাইকুম।
০৯-০৬-১১ তারিখে আওয়ামিলিগ সরকার তাদের ৩য় বাজেট পেশ করলো।বিদ্যুত সমস্যার কারনে পুরোটা দেখতে পারিনি।এই বারের বাজেট নিয়ে আমার অনেক আশা ছিলো যে এই বার সরকার ডিজিটাল বাংলাদেশ বানানোর জন্য একটু বেশি পদক্ষেপ নিবে।কিন্তু বিধিবাম।
কাল অর্থমন্ত্রির কথায় ডিজিটাল বাংলাদেশ বানানোর কোনো কথা না শুনে হতাশ হলাম।কারন আশা করেছিলাম যে এইবার সরকার ইন্টারনেট এর উপর থেকে ট্যাক্স সম্পুর্ন প্রত্যাহার করে নিবে।কম্পিউটার যন্ত্রাংশ থেকে শুল্ক প্রত্যাহার করবে।কিন্তু এর কিছুই হলোনা।উল্টা Fibar Optic Cable এর দাম বাড়ানোর প্রস্তাব করলো।যার কারনে ইন্টারনেট বিল এ প্রভাব পড়তে পারে।
মনে করেছিলাম মোবাইল এর উপর থেকে আরোপিত ট্যাক্স কমাবে।তাও করলোনা।
বাজেট এর অনেক আগে থেকেই শুনে আসছিলাম যে এইবার থেকে আর ইন্টারনেট বিল এর সাথে ভ্যাট দিতে হবেনা।এবং বিল কমবে।কিছুই হলোনা।অর্থমন্ত্রি এই ব্যপার নিয়ে আলোচনাই করেননি।
ইন্টারনেট বিল না কমালে আর কম্পিউটার যন্ত্রাংশের উপর থেকে শুল্ক সম্পর্ন প্রত্যাহার না করলে ২০২১ সাল কেন, ২১০০ সালেও বাংলাদেশ এর কিছু হবেনা।
আমি অর্থনীতি বিষয়ে এতো অভিজ্ঞ নই।তাই কোনো তথ্যে ভুল থাকলে মাফ করবেন।
হযরত মুহাম্মাদ (সঃ) এর নাম শুনলে প্রথম বার দুরুদ পড়া ওয়াজীব। দুরুদ টি হলো """ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম """"
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
আসলে বলার অনেক কিছুই আছে।কিন্তু কে শুনবে?বাংলাদেশের মানুষদের স্বপ্ন দেখাতাই ঠিক।এর বেশি কিছু না করাই ভাল এই অবস্থায়।হতাশ হয়ে কথা গুলা বললাম ভাই। 🙁 :/