টেকটিউনস নিতিমালা- বাস্তবে আমাদের কাছে কতটুকু গ্রহন যোগ্য?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন! আমাদের সবার প্রিয় টেকটিউনস তাদের নিয়মে কিছু বাধ্যবাধকতা এনেছে যা আসলেই যুগোপযোগী কিন্তু কথা হল টেকটিউনসের প্রাণ হল তার ভিজিটর এবং টিউনার। তাই আসুন এক নজরে দেখে নেই কি কি করলে আমাদের টেকটিউনস আরও একধাপ সামনে আগাতে পারে।

উদ্যোগ খুবই ভালো। কিন্তু কথা হল ফাইল আপলোডের জন্য যে সকল সাইট নিষিদ্ধ করা হয়েছে তা আমার মতে কোন ভাবেই যুক্তি সংগত নয়। তবে ফাইল সর্টনার বন্ধের পক্ষে আমিও ১০০% একমত। আমার মতে ফাইল আপলোডের সাইট গুলো বন্ধ না করেও আরও অনেক ভালোমানের ও যুক্তি সংগত পদক্ষেপ নেয়া যায় যা TT কে আরও একধাপ এগিয়ে নিবে। নিম্ন রূপ পদক্ষেপ নেয়া যেতে পারে:

১: প্রতিটি টউনে একটি অপশন রাখা যার মাধ্যমে ঐ টিউনটিকে Good অথবা Bad রেটিং দিতে পারবে সাথে কমেন্ট সহ। যার ফলে টিউনটির প্রয়োজনীয়তা, বৈধতা, কপি-পেস্ট কিনা তা জানাযাবে এবং ঐ টিউনারের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়া সহজ হবে।

২. নতুন যেকোনো বিষয়ের উপর যাতে মান সম্মত টিউন হয় তার দিকে নজর দেয়া যেতে পারে।

৩. টিউন গুলো যেন নির্দিষ্ট শব্দের বেশি হয় তার দিকে নজর দেয়া যেতে পারে। কারণ অনেকেই কাজের টিউন গুলো এত সংক্ষিপ্ত করেন যে এর ফলে কাজের হওয়া সত্যেও ঐ টিউনের গ্রহণ যোগ্যতা হারিয়ে ফেলে।

৪. অর্থ আয়ের টিউনের উপর বিশেষ নজর দেয়া উচিত। কারণ বেশকিছু টিউনে এমন কিছু উপায় বলা হয় যা আসলে সত্যি নয় বা বাস্তবিক পক্ষে ভুয়া, এর ফলে ঐ সকল টিউন পরে নতুনরা তাদের সুধু মূল্যবান সময়ই নষ্ট করেন। তাই সে সকল অর্থ আয়ের উপর মান সম্মত টিউনের উপর নজর দেওয়া উচিত যার মাধ্যমে সত্যিই অর্থ আয় করা যায়।

৫. আমরা ওপেন সোর্স সফটওয়্যার ব্যাবহারের পক্ষে অনেকে থাকলেও বাস্তবতা আসলে এর উল্টো, কারণ আমাদের প্রত্যাহিক জীবনের সকল কাজের জন্য ওপেন সোর্স সফটওয়্যার খুব একটা নেই। তাই যারা ক্র্যাক সফটওয়্যার নিয়ে টিউন করেন তারা যাতে ঐ সফটওয়্যারটির ফুল ভার্সন সহ টিউন করে এর দিকে নজর দেয়া যেতে পারে।

৬. বর্তমান সময়ে কোন বিষয়ের উপর টিউন সবথেকে বেশি প্রয়োজন তার উপর ইউজার দের ভোটের একটি অপশন রাখাযেতে পারে এরফলে সময়ের চাহিদা অনুযায়ী ভালো মানের টিউন করাহবে।

৭. কোন টিউন টিউটোরিয়াল সম্পর্কিত হলে তার একটি পিডিএফ ফাইল তৈরি করে আপলোড লিংক দেয়া যুক্তি সংগত মনে করি। কারণ এরফলে সেটা অফলাইনেও পড়া যাবে এবং যার ইন্টারনেট নেই তাকেও বিতরণ করা যাবে।

৮. টিউনার দের ভিতর যারা শিক্ষিত আছেন তাদের নিয়ে একটি টিম গঠন করা, যারা বিভিন্ন নামকরা কম্পিউটার সংক্রান্ত ই-বুক বাংলায় ট্রানসেলেট করে বাংলা ভাষাভাষী দের সামনে উন্মুক্ত করে দিবেন। আমি মনে করি এর ফলে হাজার বিচ্ছিন্ন টিউনের কাজ একসাথে হবে এবং TT এর মান আরও বেশি উন্নত হবে।

৯. সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে চেইন টিউনের সংখ্যা বাড়াতে হবে। এবং চেইন টিউন যাতে গড়ে নির্দিষ্ট সময় পর পর প্রকাশিত হয় তার ব্যাপারে পরিচ্ছন্ন ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

১০. ডাউন-লোড করাযায় এমন কোন বিষয়ের উপর টিউন হলে ঐ ডাউল-লোড ফাইল যেন Virus, Spyware, Key-logger ইত্যাদি মুক্তহয় তার দিকে নজর দেওয়া যেতে পারে।

সর্বোপরি ফাইল আপলোডের জন্য যে সকল সাইট নিষিদ্ধ করা হয়েছে তা বাতিল করাই উত্তম। কারণ আমর দিক থেকে এর কোন মজবুত যুক্তি নেই।

সবাই ভালো থাকুন আর কমেন্টের মাধ্যমে জানান আমার ধারনা কতটা যুক্তি সংগত।

Level 0

আমি হাশমী বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক জন ছাত্র( ডিগ্রী BSS ২য় বর্ষে পড়ি)। IT কে আমার খুবই ভাল লাগে তাই IT কে আমার পেশা হিসেবে নিয়েছি। আমি আমার সামান্য জ্ঞানকে সবার সাথে শেয়ার করতে চাই, তার সাথে সাথে আমি যতটুকু জানি তাও জানাতে চাই। দোয়া করবেন অমার কর্ম যেন আপনাদের অন্তরে এন্থান পায়, আমার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো সাজেসন

হুম ভালো সাজেশন। আপনার অভিমত শুনে ভালো ই লাগলো।
তবে এতো টুকুই বলতে চাই টেকটিউনস টেক জগতে অনেক পরিপক্ক একটা সাইট।
এর এমন অনেক গুনাবলীই আছে যা অন্যদের মাঝে নেই।

good !dea

জি ভাই আপনার সাথে একমত ।

Level 0

৩নং এর সাথে একমত। কিন্তু ৭ নঙ এর সাথে নয়। কেউ চেইন টিউন করলে সে পিডিএফ আকারে প্রকাশ করবে কিনা এটা তার ব্যাপার। পিডিএফ বানানো যদি বাধ্যতামূলকই হয় তবে আর চেইন টিউনের দরকার কি? একবারে পিডিএফ বানিয়ে ডাউনলোড করার টিউন দিলেই তো হয়।
আর অন্য সাইটে আপলোড করার ব্যাপারে বাধ্যবাধকতা থাকা উচিত। আমার জানামতে এমন অনেক সাইট আছে যেগুলোতে ফাইল আপলোড করলে ঐ ফাইল ডাউনলোডের সংখ্যার উপরে আপলোডারকে পে করা হয়। উদাহরনস্বরূপ 6ybh.com । টিটির ঘাড়ে চড়ে ইনকাম করা যেখানে বৈধ নয় সেখানে আপনি চান এমনটি হোক ?

    ওলে মিঠু ভাই এক্কেরে … 🙂 আসলেই অনেকে টিউনের পিডিএফ কপি চায়। বুঝিনা ক্যান 😛

    mithu, রিমোট আপলোড সাপোর্ট করে এমন ফ্রি ফাইল হোস্টিং কি আছে?? নাম দিন প্লিজ?

    Level 0

    রিমোট আপলোড বলতে কি বোঝাতে চাচ্ছেন ঠিক বোঝা গেল না। দয়া করে ব্যাখ্যা করবেন কি?

    Mithu vai,upload janen,remote upload jannen na??? 😉

Level 0

very nice tune-vai amar eset nod 32 anti virus er update database lagbe kew help korben

Level 0

১নং টা ঠিক আছে।এত দিন Thumbs Up /Thumbs Down ছিলো।কিন্তু গত ২মাস থেকে শুধু UP আছে Down নেই।যার ফলে খারাপ টিউন কে বুঝা যাচ্ছেনা।

৮নং এ বললেন """""যারা শিক্ষিত""""" । আপনি শিক্ষিত বলতে কাদের বুঝাতে চেয়েছেন একটু খুলে বলবেন প্লিজ?কারন এখানে কেউ অশিক্ষিত নয়।

    Level 0

    Ha ha lol 😛

    শিক্ষিত কে ? টেকটিউনসে অনেকেই আছেন অশিক্ষিত কিন্তু পড়াশুনা জানা ।

    "কিন্তু গত ২মাস থেকে শুধু UP আছে Down নেই।যার ফলে খারাপ টিউন কে বুঝা যাচ্ছেনা।" – একজন বুদ্ধিদীপ্ত মানুষ পড়ামাত্রই ভালো খারাপে পার্থক্য করতে পারবেন। আর অনেক ক্ষেত্রেই দেখা যেছে অসাধারণ এবং ভালো মানের টিউন, অথচ প্রচুর থাম্বস ডাউন পেয়েছে… এতে টিউনার উৎসাহ পায় না… সেটা দূর করতেই মূলত এই পদক্ষেপ… টিটি নতুন সার্ভারে গেলে ধীরে সব কিছুতেই পরিবর্তন আনা হবে, আশা করি তখন কারো কোন ঝামেলা থাকবেনা।

    আমার টিউনগুলোতে প্রচুর ডিসলাইক পেতাম। এটা আমার জন্য ভাল 😛 । ভুল হয়েছে সেটা ক্লিক করে বলে না দিয়ে কোথায় ভুল হয়েছে বিস্তারিত বললেইতো উন্নতি হবে।

    আমি খুবই দু:খিত কারন শিক্ষিত বলতে কাদের বোঝাতে চেয়েছি তা সকলকে না বোঝাতে পারার জন্য। যেমন ধরুন Hacking এর উপর খুব ভালো মানের লেখা আছে টেকটিউনসে, আবার সে লেখা পড়ে অনেকেই আগ্রহী হন তা শেখার জন্য। কিন্তু বাস্তবে একজন প্রাথমিক পর্যায়ের আগ্রহী ব্যাক্তি কি সেভাবে আগাতে পারবেন যেমন প্রোফেশনালরা পারেন? না। পক্ষান্তরে খুবই ভালোমানের অনেক E-book আছে যা ফলো করলে যে কেউ তা বুঝতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। এরকম কিছু বই হল Hackers Underground Handbook,XSS Exploits, SQL Injection Attacks and Defense 2009, Hacking for Dummies ইত্যাদি ইত্যাদি বই, যা পড়ে আসলেই বাস্তবে প্রোফেশনালমানের কিছু শেখা ও করা যায়। কিন্তু আপনারাই বলুন এই বই গুলো পড়ার ও বোঝার মত যে শিক্ষার প্রয়োজনা সে মানের কত জন শিক্ষিত আছেন?– এবার কি বোঝাতে পেরেছি কাদের কে শিক্ষিত বলেছি? পক্ষান্তরে এই বই গুলো যদি বাংলায় অনুবাদ করে টেকটিউনসে প্রকাশিত হয় তবে কি আমাদের লাভ নয়? কারন শেখার ও জানার জন্য মায়ের ভাষাই সর্বউত্তম।

    Read more: https://www.techtunes.io/news/tune-id/74237/#ixzz1OLjlKDJz

১. টিটি তে ভালো প্রমাণের জন্য লাইক বাটন আছে। ডিসলাইক বাটন ছিল, কিন্তু আপনার টিউনকে যদি বাজে বলে সবাই ডিসলাইক দেয় সেটা কি আপনার খারাপ লাগবেনা? আমার মনে হয় ডিসলাইক পাওয়ার চেয়ে কম লাইক পাওয়া ভালো।

২. টিউনের মান টিউনাররা নির্ধারণ করেন। তারা ভালো লিখলে সেটা মানসম্পন্ন হয়। এখানে টিটি কি করবে?

৩. টিটি তে মাইক্রো টিউন নামে বিভাগ আছে। এখানে ছোট্ট কিন্তু কাজের টিপ লেখা যায়।

৪. ভেরিফাইড বাক্স সাইট খুব কম। ভুল তথ্য সম্পন্ন আয় নিয়ে টিউন মুছে ফেলা হয়। আর যেগুলো সতিই কাজের, সেগুলো থাকে। ফ্রী ল্যান্সিং টিউন তো আছেই।

৫. আমাদের কাজের প্রায় সকল সফটওয়্যার ই ওপেন সোর্স দিতে পারে। গান শোনা, মুভি দেখা, ছবি আঁকানো, সিডি ডিভিডি রাইট করা, ডিফ্র্যাগ করা, সিস্টেম ক্লিন করা, পার্টিশন ঠিক করা, অ্যান্টিভাইরাস, চ্যাট, ফাইল শেয়ার, ওয়েব ব্রাউজার, গেইমস – প্রায় সবই ফ্রী সফটওয়্যার দিয়ে কাজ করানো যায়। বিশ্বাস না হলে এই টিউন দেখেন https://www.techtunes.io/tech-humour/tune-id/68074/

৬. টিটি তে ভোটের ভিত্তিতে টিউন নির্বাচিত হয় যা হোমপেজে কয়েকদিন দেখানো হয়। এছাড়া গুরুত্তপুর্ণ টিউন স্টিকি করা হয়।

৭. সবাইকে পিডিএফ দিলে কেউ টিউন পড়বেনা। শুধু ডাউনলোড করেই খালাস। আর উপস্থাপনা বলে যা আছে তা নষ্ট হয়ে যাবে। পিডিএফ দিলে এত কষ্ট করে সাইট চালানো লাগতনা। একটা ব্লগস্পটে সাইট খুলে ডাউনলোড লিঙ্ক দিলেই হত।

৮. "কম্পিউটার সংক্রান্ত ই-বুক' এর জন্য অনেক সাইট আছে। সেগুলো খুজুন। আর শিক্ষিত মানে কী? আপনি দয়া করে টিটিতে সিক্ষিত আর অশিক্ষিত টিউনারের লিস্ট দিবেন। মেহেদী ভাইকে বলব টিম গঠন করতে।

৯. অনেক চেইন টিউন রয়েছে। এখানে দেখেন https://www.techtunes.io/chain-tunes/ তবে নির্দিষ্ট সময় পর পর টিউন প্রকাশ করা সবার পক্ষে সম্ভব নয়। কারণ অনেকেই ছাত্র অথবা কর্মজীবী। তারা একটু সময় বাচিয়ে টিউন লেখেন। সেটাও নিয়মের জালে আটকানো উচিত না।

১০. ক্র্যাকড সফটওয়্যার ভাইরাস, স্পাইওয়্যার আর কি-লগার মুক্ত পাওয়া কঠিন। যেহেতু চোরাই কপি, এসবের রিস্ক নিতেই হবে। তবে টিউনার নিজে ফ্রী অথবা ভেরিফাইড বলে দিতে পারেন।

অতিরিক্ত: নিতিমালা শব্দটি ঠিক করুন। নীতিমালা হবে যতদূর জানি।

    মজা পাইলাম 🙂

    ভয় পেলাম 😳 উল্টা পাল্টা বলে ফেললাম নাকি! 🙁

    উল্টো না …. আলবৎ বলেছেন 😛

    Level 0

    আমার মনে হয় এই টিউনের টিউনার নিজেই চেইন টিউন পড়েন না,তাই পিডিএফ চেয়ছেন।

    কাহিনি সত্য, শতভাগ ঠিক বলেছেন, সহমত পোষণ করছি।

    আমি খুবই দু:খিত কারন শিক্ষিত বলতে কাদের বোঝাতে চেয়েছি তা সকলকে না বোঝাতে পারার জন্য। যেমন ধরুন Hacking এর উপর খুব ভালো মানের লেখা আছে টেকটিউনসে, আবার সে লেখা পড়ে অনেকেই আগ্রহী হন তা শেখার জন্য। কিন্তু বাস্তবে একজন প্রাথমিক পর্যায়ের আগ্রহী ব্যাক্তি কি সেভাবে আগাতে পারবেন যেমন প্রোফেশনালরা পারেন? না। পক্ষান্তরে খুবই ভালোমানের অনেক E-book আছে যা ফলো করলে যে কেউ তা বুঝতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। এরকম কিছু বই হল Hackers Underground Handbook,XSS Exploits, SQL Injection Attacks and Defense 2009, Hacking for Dummies ইত্যাদি ইত্যাদি বই, যা পড়ে আসলেই বাস্তবে প্রোফেশনালমানের কিছু শেখা ও করা যায়। কিন্তু আপনারাই বলুন এই বই গুলো পড়ার ও বোঝার মত যে শিক্ষার প্রয়োজনা সে মানের কত জন শিক্ষিত আছেন?– এবার কি বোঝাতে পেরেছি কাদের কে শিক্ষিত বলেছি? পক্ষান্তরে এই বই গুলো যদি বাংলায় অনুবাদ করে টেকটিউনসে প্রকাশিত হয় তবে কি আমাদের লাভ নয়? কারন শেখার ও জানার জন্য মায়ের ভাষাই সর্বউত্তম।+++

    শাওন এর সাথে সহমত পোষণ করছি…

প্রযুক্তি সংক্রান্ত টিউনের চেয়ে ইদানিং নীতিমালার বিষয়ে টিউন বেশী দেখতে পাচ্ছি… 🙄

    আমি বিরক্ত

    Level 0

    আমিও বিরক্ত। আসলে এখন যে সময় যাচ্ছে,তাতে নীতিমালা সংক্রান্ত টিউন লিখলে তা বেশি ভিজিটর পায়,তাই নীতিমালা বিষয়ক টিউনই বেশি লেখা হয়।

    হি হি হি। একসময় আমি এব্যাপারে চ্যাম্পিয়ান ছিলাম।

টিউনার দের ভিতর যারা শিক্ষিত আছেন তাদের নিয়ে একটি টিম গঠন করা…
হা হা হা.. কোন অশিক্ষিত টিউনার আছেন নাকি? 😀
অশিক্ষিত টিউনার ইন্টারনেটে বসে, টেকটিউনসে এসে কিভাবে টিউন পড়েন জানতে ইচ্ছে করছে! 😀

    আমি খুবই দু:খিত কারন শিক্ষিত বলতে কাদের বোঝাতে চেয়েছি তা সকলকে না বোঝাতে পারার জন্য। যেমন ধরুন Hacking এর উপর খুব ভালো মানের লেখা আছে টেকটিউনসে, আবার সে লেখা পড়ে অনেকেই আগ্রহী হন তা শেখার জন্য। কিন্তু বাস্তবে একজন প্রাথমিক পর্যায়ের আগ্রহী ব্যাক্তি কি সেভাবে আগাতে পারবেন যেমন প্রোফেশনালরা পারেন? না। পক্ষান্তরে খুবই ভালোমানের অনেক E-book আছে যা ফলো করলে যে কেউ তা বুঝতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। এরকম কিছু বই হল Hackers Underground Handbook,XSS Exploits, SQL Injection Attacks and Defense 2009, Hacking for Dummies ইত্যাদি ইত্যাদি বই, যা পড়ে আসলেই বাস্তবে প্রোফেশনালমানের কিছু শেখা ও করা যায়। কিন্তু আপনারাই বলুন এই বই গুলো পড়ার ও বোঝার মত যে শিক্ষার প্রয়োজনা সে মানের কত জন শিক্ষিত আছেন?– এবার কি বোঝাতে পেরেছি কাদের কে শিক্ষিত বলেছি? পক্ষান্তরে এই বই গুলো যদি বাংলায় অনুবাদ করে টেকটিউনসে প্রকাশিত হয় তবে কি আমাদের লাভ নয়? কারন শেখার ও জানার জন্য মায়ের ভাষাই সর্বউত্তম।+

আমি খুবই দু:খিত কারন শিক্ষিত বলতে কাদের বোঝাতে চেয়েছি তা সকলকে না বোঝাতে পারার জন্য। যেমন ধরুন Hacking এর উপর খুব ভালো মানের লেখা আছে টেকটিউনসে, আবার সে লেখা পড়ে অনেকেই আগ্রহী হন তা শেখার জন্য। কিন্তু বাস্তবে একজন প্রাথমিক পর্যায়ের আগ্রহী ব্যাক্তি কি সেভাবে আগাতে পারবেন যেমন প্রোফেশনালরা পারেন? না। পক্ষান্তরে খুবই ভালোমানের অনেক E-book আছে যা ফলো করলে যে কেউ তা বুঝতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। এরকম কিছু বই হল Hackers Underground Handbook,XSS Exploits, SQL Injection Attacks and Defense 2009, Hacking for Dummies ইত্যাদি ইত্যাদি বই, যা পড়ে আসলেই বাস্তবে প্রোফেশনালমানের কিছু শেখা ও করা যায়। কিন্তু আপনারাই বলুন এই বই গুলো পড়ার ও বোঝার মত যে শিক্ষার প্রয়োজনা সে মানের কত জন শিক্ষিত আছেন?– এবার কি বোঝাতে পেরেছি কাদের কে শিক্ষিত বলেছি? পক্ষান্তরে এই বই গুলো যদি বাংলায় অনুবাদ করে টেকটিউনসে প্রকাশিত হয় তবে কি আমাদের লাভ নয়? কারন শেখার ও জানার জন্য মায়ের ভাষাই সর্বউত্তম।

কমেন্ট পড়ে মাঝরাতে ব্যাপক বিনোদন পাইলাম।