সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন! আমাদের সবার প্রিয় টেকটিউনস তাদের নিয়মে কিছু বাধ্যবাধকতা এনেছে যা আসলেই যুগোপযোগী কিন্তু কথা হল টেকটিউনসের প্রাণ হল তার ভিজিটর এবং টিউনার। তাই আসুন এক নজরে দেখে নেই কি কি করলে আমাদের টেকটিউনস আরও একধাপ সামনে আগাতে পারে।
উদ্যোগ খুবই ভালো। কিন্তু কথা হল ফাইল আপলোডের জন্য যে সকল সাইট নিষিদ্ধ করা হয়েছে তা আমার মতে কোন ভাবেই যুক্তি সংগত নয়। তবে ফাইল সর্টনার বন্ধের পক্ষে আমিও ১০০% একমত। আমার মতে ফাইল আপলোডের সাইট গুলো বন্ধ না করেও আরও অনেক ভালোমানের ও যুক্তি সংগত পদক্ষেপ নেয়া যায় যা TT কে আরও একধাপ এগিয়ে নিবে। নিম্ন রূপ পদক্ষেপ নেয়া যেতে পারে:
১: প্রতিটি টউনে একটি অপশন রাখা যার মাধ্যমে ঐ টিউনটিকে Good অথবা Bad রেটিং দিতে পারবে সাথে কমেন্ট সহ। যার ফলে টিউনটির প্রয়োজনীয়তা, বৈধতা, কপি-পেস্ট কিনা তা জানাযাবে এবং ঐ টিউনারের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়া সহজ হবে।
২. নতুন যেকোনো বিষয়ের উপর যাতে মান সম্মত টিউন হয় তার দিকে নজর দেয়া যেতে পারে।
৩. টিউন গুলো যেন নির্দিষ্ট শব্দের বেশি হয় তার দিকে নজর দেয়া যেতে পারে। কারণ অনেকেই কাজের টিউন গুলো এত সংক্ষিপ্ত করেন যে এর ফলে কাজের হওয়া সত্যেও ঐ টিউনের গ্রহণ যোগ্যতা হারিয়ে ফেলে।
৪. অর্থ আয়ের টিউনের উপর বিশেষ নজর দেয়া উচিত। কারণ বেশকিছু টিউনে এমন কিছু উপায় বলা হয় যা আসলে সত্যি নয় বা বাস্তবিক পক্ষে ভুয়া, এর ফলে ঐ সকল টিউন পরে নতুনরা তাদের সুধু মূল্যবান সময়ই নষ্ট করেন। তাই সে সকল অর্থ আয়ের উপর মান সম্মত টিউনের উপর নজর দেওয়া উচিত যার মাধ্যমে সত্যিই অর্থ আয় করা যায়।
৫. আমরা ওপেন সোর্স সফটওয়্যার ব্যাবহারের পক্ষে অনেকে থাকলেও বাস্তবতা আসলে এর উল্টো, কারণ আমাদের প্রত্যাহিক জীবনের সকল কাজের জন্য ওপেন সোর্স সফটওয়্যার খুব একটা নেই। তাই যারা ক্র্যাক সফটওয়্যার নিয়ে টিউন করেন তারা যাতে ঐ সফটওয়্যারটির ফুল ভার্সন সহ টিউন করে এর দিকে নজর দেয়া যেতে পারে।
৬. বর্তমান সময়ে কোন বিষয়ের উপর টিউন সবথেকে বেশি প্রয়োজন তার উপর ইউজার দের ভোটের একটি অপশন রাখাযেতে পারে এরফলে সময়ের চাহিদা অনুযায়ী ভালো মানের টিউন করাহবে।
৭. কোন টিউন টিউটোরিয়াল সম্পর্কিত হলে তার একটি পিডিএফ ফাইল তৈরি করে আপলোড লিংক দেয়া যুক্তি সংগত মনে করি। কারণ এরফলে সেটা অফলাইনেও পড়া যাবে এবং যার ইন্টারনেট নেই তাকেও বিতরণ করা যাবে।
৮. টিউনার দের ভিতর যারা শিক্ষিত আছেন তাদের নিয়ে একটি টিম গঠন করা, যারা বিভিন্ন নামকরা কম্পিউটার সংক্রান্ত ই-বুক বাংলায় ট্রানসেলেট করে বাংলা ভাষাভাষী দের সামনে উন্মুক্ত করে দিবেন। আমি মনে করি এর ফলে হাজার বিচ্ছিন্ন টিউনের কাজ একসাথে হবে এবং TT এর মান আরও বেশি উন্নত হবে।
৯. সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে চেইন টিউনের সংখ্যা বাড়াতে হবে। এবং চেইন টিউন যাতে গড়ে নির্দিষ্ট সময় পর পর প্রকাশিত হয় তার ব্যাপারে পরিচ্ছন্ন ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
১০. ডাউন-লোড করাযায় এমন কোন বিষয়ের উপর টিউন হলে ঐ ডাউল-লোড ফাইল যেন Virus, Spyware, Key-logger ইত্যাদি মুক্তহয় তার দিকে নজর দেওয়া যেতে পারে।
সর্বোপরি ফাইল আপলোডের জন্য যে সকল সাইট নিষিদ্ধ করা হয়েছে তা বাতিল করাই উত্তম। কারণ আমর দিক থেকে এর কোন মজবুত যুক্তি নেই।
সবাই ভালো থাকুন আর কমেন্টের মাধ্যমে জানান আমার ধারনা কতটা যুক্তি সংগত।
আমি হাশমী বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এক জন ছাত্র( ডিগ্রী BSS ২য় বর্ষে পড়ি)। IT কে আমার খুবই ভাল লাগে তাই IT কে আমার পেশা হিসেবে নিয়েছি। আমি আমার সামান্য জ্ঞানকে সবার সাথে শেয়ার করতে চাই, তার সাথে সাথে আমি যতটুকু জানি তাও জানাতে চাই। দোয়া করবেন অমার কর্ম যেন আপনাদের অন্তরে এন্থান পায়, আমার...
ভালো সাজেসন