ভিএলসি প্লেয়ারকে আর নতুন করে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেবার মতো কিছু নেই।আমরা প্রায় সবাইই কোনো না কোনো সময় ব্যবহার করেছি এটি।ভিএলসি’র সর্বশেষ সংষ্করণ ১.০ তে যুক্ত হয়েছে আরো কিছু নতুন ফিচার,যা প্লেয়ারটিকে করেছে আরো আকর্ষনীয়।এরকমই একটি ফিচার হচ্ছে যেকোনো ভিডিও বা মুভি যা প্লে হচ্ছে তা রেকর্ড করতে পারা।শুনতে অনেকের কাছে তেমন গুরুত্বপূর্ণ না শুনালেও যারা নিয়মিত ভিডিও নিয়ে কাজ করেন তারা অনেক সময়ই ডিভিডি মুভি থেকে ভিডিও পছন্দের ফরম্যাটে কনভার্ট ও পরে তা এডিট করা নিয়ে ঝামেলাতে পড়েন।তাদের জন্য কিন্তু ফিচারটি খুবই কাজের।এজন্য-
*প্রথমে View তে ক্লিক করে Advanced Controls এনাবেল করে নিন।এখন আপনি প্লে কন্ট্রোল বাটনগুলার উপর ৪টি অতিরিক্ত বাটন দেখতে পাবেন।
*এখন পছন্দের ফাইলটি প্লে করিয়ে যেখান থেকে রেকর্ড করতে চান সেই অবস্থানে থেকে Record বাটনটি ক্লিক করুন। যতটুকু রেকর্ড করতে চান তা শেষ হলে আবার Record বাটনে প্রেস করুন।
*ব্যাস।আপনার উইজার প্রোফাইলের ডকুমেন্ট ফোল্ডারে কাংখিত ভিডিওটি সেভ হয়ে যাবে।
ভিএলসি প্লেয়ার ১.০.০ সম্পর্কে আরো জানতে এবং ডাউনলোডের জন্য ক্লিক করুন এখানে
আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...
ধন্যবাদ কাজের জিনিস