অবশেষে তারহীন দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি-ওয়াইম্যাক্স যুগে প্রবেশ করছে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবে অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিঃ। প্রথম দফায় আপাতত গুলশান-বনানী এবং বারিধারা এলাকায় ওয়াইম্যাক্স ইন্টারনেট চালু হবে। তবে সম্পূর্ণ ঝামেলামুক্ত সেবা দেয়ার লক্ষ্যে কিছুদিন পরীক্ষামূলক পর্যায়ে থাকবে এই কার্যক্রম। পরীক্ষা সফল হলেই গোটা রাজধানীকে একসাথে ওয়াইম্যাক্স সেবার আওতায় আনা হবে। বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে এটাই হবে প্রথম ডাটা আদান-প্রদান।
গ্রাহকের ঘরে ওয়াইম্যাক্স প্রযুক্তি পৌঁছে গেলেই তারা পাবেন দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সংযোগ। ওয়াইম্যাক্স প্রযুক্তিতে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের গতি কোনো অবস্থাতেই সেকেন্ডে ১২৮ কিলোবাইটের নিচে নামবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। একই সঙ্গে খরচ হবে বর্তমান ইন্টারনেট খরচের চেয়ে অনেক কম। বিভিন্ন প্যাকেজ আকারে এই খরচ ৩০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। অজের কর্তৃপক্ষ জানায়, আগামীকাল বাণিজ্যমন্ত্রী লেঃ কর্নেল (অবঃ) ফারুক খান তাদের ওয়াইম্যাক্স কার্যক্রমের উদ্বোধন করবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এবং বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
গত ২৪ সেপ্টেম্বর উন্মুক্ত নিলামের মাধ্যমে লাইসেন্স পাওয়া কোম্পানিগুলোর ৬ মাসের মধ্যে অপারেশনে আসার শর্ত ছিল। কিন্তু নানা অজুহাতে তারা কার্যক্রম শুরু করতে বিলম্ব করে। ওয়াইম্যাক্সের জন্য অধীর অপেক্ষায় থাকা গ্রাহকদের সংযোগ পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
এদিকে অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিঃ সম্প্রচার কাজ শুরু করলেও ওয়াইম্যাক্সের লাইসেন্স বিজয়ী শীর্ষ প্রতিষ্ঠান বাংলালায়ন কমিউনিকেশন্স লিঃ এ সপ্তাহে তাদের যন্ত্রাংশ বসানোর কাজ শেষ করবে। সেক্ষেত্রে আগস্টের শুরুতে তারাও পরীক্ষামূলক সম্প্রচারে যাবে। তবে ইতিমধ্যে বেশ কয়েক হাজার গ্রাহক নিবন্ধন করে ফেলেছে। বাংলালায়নের এসব নিবন্ধিত গ্রাহক পরীক্ষামূলক কার্যক্রমের সময় থেকেই উচ্চগতির তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাবে বলে জানা গেছে।
নিলামে চারটি কোম্পানিকে লাইসেন্সের জন্য মনোনীত করা হলেও শেষ পর্যন্ত এই দুটি প্রতিষ্ঠানই লাইসেন্স নিয়েছে। নিলামে বিজয়ী একটি কোম্পানি আর্থিক অসচ্ছলতার কথা বলে পরে লাইসেন্স নেয়নি। অন্যদিকে একমাত্র সরকারি অপারেটর বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিঃ (বিটিসিএল) এখনো তাদের পার্টনার খুঁজে পায়নি।
তবে অপারেশনের অপেক্ষায় থাকা কোম্পানিগুলো বলেছে, পরীক্ষামূলক সম্প্রচার কাজ শেষ হলে এ বছরের শেষ নাগাদ গ্রাহকদের মানসম্মত ওয়াইম্যাক্স সেবা দেয়া সম্ভব হবে। এ প্রসঙ্গে অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিঃ-এর হেড অব মার্কেটিং রাসেল টি আহমেদ ইত্তেফাককে বলেন, শুধু এটুকু বলা যায় যে, এ বছরের মধ্যে আমরা গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানসম্মত সেবা দেয়ার জন্য তৈরি হয়ে আসছি। জানা গেছে, অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিঃ-এর পরীক্ষামূলক কার্যক্রমকে সামনে রেখে ফ্রান্স ভিত্তিক কোম্পানি অজের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জীব আহুজা আজ সোমবার ঢাকায় আসছেন।
সূত্র: ইত্তেফাক
আমি রাজপুত্র™। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
SoRoL MaNuS
সূত্র- দৈনিক ইত্রেফাক- http://www.ittefaq.com/content/2009/07/20/news0633.htm